ETV Bharat / bharat

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর কাল প্রথম জম্মু ও কাশ্মীর সফর অমিত শাহর

author img

By

Published : Jun 25, 2019, 5:04 PM IST

Updated : Jun 25, 2019, 5:18 PM IST

আগামীকাল শুরু হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জম্মু ও কাশ্মীর সফর । স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন তিনি ।

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর কাল প্রথম জম্মু কাশ্মীর সফর অমিত শাহর

দিল্লি, 25 জুন :জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামীকাল শুরু হচ্ছে তাঁর দু'দিনের সফর । স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন তিনি । মন্ত্রী হওয়ার পরেই অনুপ্রবেশ, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ও কেন্দ্র-রাজ্য সম্পর্কের ওপর জোর দেবেন বলে জানিয়েছিলেন অমিত শাহ । পাশাপাশি জানিয়েছিলেন, কাশ্মীরে সন্ত্রাস বা সন্ত্রাসে উস্কানি বরদাস্ত করবে না কেন্দ্র ।

সূত্রের খবর, আগামীকাল শ্রীনগরে পৌঁছবেন অমিত শাহ । সেখানে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন তিনি । বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে জম্মু কাশ্মীরের নিরাপত্তা । ব্যস্ত শিডিউলের মধ্যেই তিনি যাবে অমরনাথ দর্শনেও । সেখানে পুজো দেওয়ার কথা তাঁর ।

জম্মু-কাশ্মীরের তীর্থস্থান থেকে শুরু করে জাতীয় সড়কগুলির নিরাপত্তা নিশ্চিত করতে চান অমিত শাহ । অমরনাথ যাত্রীদের নিরাপত্তাতেও ত্রুটি রাখতে চান না । তাই এই সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গেও আলোচনা করবেন তিনি ।

প্রসঙ্গত, 30 জুন অমিত শাহর জম্মু ও কাশ্মীর যাওয়ার কথা ছিল । কিন্তু আগামী মাসের শুরুতেই বাজেট পেশ করবে কেন্দ্র। বাজেট পেশের প্রাক্কালে স্বাভাবিকভাবেই ব্যস্ত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী । ফলে ওই সময়ে তাঁর উপত্যকায় যাওয়া সম্ভব নাও হতে পারে । তাই জম্মু ও কাশ্মীরের সফরসূচি এগিয়ে এনেছেন তিনি ।

দিল্লি, 25 জুন :জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামীকাল শুরু হচ্ছে তাঁর দু'দিনের সফর । স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন তিনি । মন্ত্রী হওয়ার পরেই অনুপ্রবেশ, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ও কেন্দ্র-রাজ্য সম্পর্কের ওপর জোর দেবেন বলে জানিয়েছিলেন অমিত শাহ । পাশাপাশি জানিয়েছিলেন, কাশ্মীরে সন্ত্রাস বা সন্ত্রাসে উস্কানি বরদাস্ত করবে না কেন্দ্র ।

সূত্রের খবর, আগামীকাল শ্রীনগরে পৌঁছবেন অমিত শাহ । সেখানে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন তিনি । বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে জম্মু কাশ্মীরের নিরাপত্তা । ব্যস্ত শিডিউলের মধ্যেই তিনি যাবে অমরনাথ দর্শনেও । সেখানে পুজো দেওয়ার কথা তাঁর ।

জম্মু-কাশ্মীরের তীর্থস্থান থেকে শুরু করে জাতীয় সড়কগুলির নিরাপত্তা নিশ্চিত করতে চান অমিত শাহ । অমরনাথ যাত্রীদের নিরাপত্তাতেও ত্রুটি রাখতে চান না । তাই এই সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গেও আলোচনা করবেন তিনি ।

প্রসঙ্গত, 30 জুন অমিত শাহর জম্মু ও কাশ্মীর যাওয়ার কথা ছিল । কিন্তু আগামী মাসের শুরুতেই বাজেট পেশ করবে কেন্দ্র। বাজেট পেশের প্রাক্কালে স্বাভাবিকভাবেই ব্যস্ত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী । ফলে ওই সময়ে তাঁর উপত্যকায় যাওয়া সম্ভব নাও হতে পারে । তাই জম্মু ও কাশ্মীরের সফরসূচি এগিয়ে এনেছেন তিনি ।


Jaipur (Rajasthan), June 25 (ANI): A State-level Tax Advisory Committee meeting was recently held in Jaipur. In the meeting, Chief Minister Ashok Gehlot interacted with the representatives of various traders' and industrialists' associations and received suggestions for an inclusive and balanced budget. Gehlot said that all the suggestions would be examined and those found appropriate would be included in the state budget. Chief Minister also said that participation of every section of the society is important for inclusive development of state. Therefore, the state government would take suggestions from all sections to prepare a budget. He also underlined that the government is making all efforts to boost employment opportunities across Rajasthan by increasing investments and setting up more industries. He added that for this to materialize, ideas and suggestions of the entrepreneurs were important. During the meeting, the representatives of the industrial organizations appreciated the state government for the MSME web portal and the MSME Ordinance.

Last Updated : Jun 25, 2019, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.