ETV Bharat / bharat

লকডাউনের মেয়াদ বৃদ্ধি ইশুতে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা শাহের

author img

By

Published : May 29, 2020, 9:31 AM IST

রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । জানতে চাইলেন, লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তাঁদের মতামত । এই কথোপকথনে বেশিরভাগ রাজ্যই লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সম্মতি দিয়েছেন বলে খবর ।

Amit Shah
অমিত শাহ

দিল্লি, 29 মে : চতুর্থ দফার লকডাউন শেষ হতে আর তিন দিন বাকি । তার ঠিক আগেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । জানতে চাইলেন, লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তাঁদের মতামত । পাশাপাশি রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতে কোরোনা মোকাবিলার কৌশল নিয়ে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আলোচনা করেন ।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহের এই কথোপকথনে বেশিরভাগ রাজ্যই লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সম্মতি দিয়েছেন । তবে, সেক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্মে ছাড় দেওয়ার কথাও বলেছেন তাঁরা । মুখ্যমন্ত্রীদের সমস্ত পরামর্শ তিনি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন ।

পাঁচ-ছয় মিনিটের এই কথোপকথনে অমিত শাহ রাজ্যগুলিতে লকডাউন সম্পর্কিত কার্যকলাপ, অর্থনৈতিক কাজকর্ম ও শ্রমিকদের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীদের জিজ্ঞাসা করেছে বলে খবর । মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই কথোপকথনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করার কথা ছিল । কিন্তু কিছু কারণবশত তা সম্ভব হয়নি । এই প্রথম অমিত শাহ ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীদের ফোন করে লকডাউন নিয়ে তাঁদের মতামত জানতে চাইলেন ।

দিল্লি, 29 মে : চতুর্থ দফার লকডাউন শেষ হতে আর তিন দিন বাকি । তার ঠিক আগেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । জানতে চাইলেন, লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তাঁদের মতামত । পাশাপাশি রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতে কোরোনা মোকাবিলার কৌশল নিয়ে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আলোচনা করেন ।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহের এই কথোপকথনে বেশিরভাগ রাজ্যই লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সম্মতি দিয়েছেন । তবে, সেক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্মে ছাড় দেওয়ার কথাও বলেছেন তাঁরা । মুখ্যমন্ত্রীদের সমস্ত পরামর্শ তিনি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন ।

পাঁচ-ছয় মিনিটের এই কথোপকথনে অমিত শাহ রাজ্যগুলিতে লকডাউন সম্পর্কিত কার্যকলাপ, অর্থনৈতিক কাজকর্ম ও শ্রমিকদের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীদের জিজ্ঞাসা করেছে বলে খবর । মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই কথোপকথনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করার কথা ছিল । কিন্তু কিছু কারণবশত তা সম্ভব হয়নি । এই প্রথম অমিত শাহ ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীদের ফোন করে লকডাউন নিয়ে তাঁদের মতামত জানতে চাইলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.