ETV Bharat / bharat

গ্রেপ্তার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর পুত্র - BJP

ভুয়ো নথি পেশের অভিযোগ গ্রেপ্তার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর পুত্র অমিত যোগী ।

অমিত যোগী
author img

By

Published : Sep 3, 2019, 11:44 AM IST

রায়পুর, 3 সেপ্টেম্বর : ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর পুত্র অমিত যোগীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তপশিলি উপজাতিভুক্ত হিসেবে ভুয়ো নথি পেশের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷

2018 সালের 3 ফেব্রুয়ারি অমিত যোগীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ছত্তিশগড়ের BJP নেত্রী সমীরা পাইকরা ৷ 2013 সালে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে মারওয়াহি আসন থেকে অমিতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ ওই আসনটি সংরক্ষিত ছিল ৷ সমীরার অভিযোগ, ওই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেকে তপশিলি উপজাতিভুক্ত হিসেবে ভুয়ো নথি দাখিল করেছিলেন অমিত ৷ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আজ অজিত যোগীর পুত্রকে গ্রেপ্তার করে ৷

এরআগে NCP-র কোষাধ্যক্ষ রাম অবতার জাগ্গির মৃত্যুর ঘটনায় 2007 সালে গ্রেপ্তার করা হয়েছিল অজিত যোগী এবং অমিত যোগীকে । তদন্তের পর তাঁদের দু'জনকেই ক্লিনচিট দেয় CBI । তবে BJP অভিযোগ করে, যোগীকে বাঁচাতে CBI-কে ব্যবহার করে তৎকালীন UPA সরকার । প্রসঙ্গত, কংগ্রেস ছেড়ে 2016 সালে জনতা কংগ্রেস ছত্তিশগড়(J) গড়েন অজিত যোগী ।

রায়পুর, 3 সেপ্টেম্বর : ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর পুত্র অমিত যোগীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তপশিলি উপজাতিভুক্ত হিসেবে ভুয়ো নথি পেশের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷

2018 সালের 3 ফেব্রুয়ারি অমিত যোগীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ছত্তিশগড়ের BJP নেত্রী সমীরা পাইকরা ৷ 2013 সালে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে মারওয়াহি আসন থেকে অমিতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ ওই আসনটি সংরক্ষিত ছিল ৷ সমীরার অভিযোগ, ওই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেকে তপশিলি উপজাতিভুক্ত হিসেবে ভুয়ো নথি দাখিল করেছিলেন অমিত ৷ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আজ অজিত যোগীর পুত্রকে গ্রেপ্তার করে ৷

এরআগে NCP-র কোষাধ্যক্ষ রাম অবতার জাগ্গির মৃত্যুর ঘটনায় 2007 সালে গ্রেপ্তার করা হয়েছিল অজিত যোগী এবং অমিত যোগীকে । তদন্তের পর তাঁদের দু'জনকেই ক্লিনচিট দেয় CBI । তবে BJP অভিযোগ করে, যোগীকে বাঁচাতে CBI-কে ব্যবহার করে তৎকালীন UPA সরকার । প্রসঙ্গত, কংগ্রেস ছেড়ে 2016 সালে জনতা কংগ্রেস ছত্তিশগড়(J) গড়েন অজিত যোগী ।

Kolkata (WB), Sep 03 (ANI): In a welcome break from the usual news of political rivalry from the state, West Bengal BJP chief Dilip Ghosh and party leaders Arvind Menon and Mukul Roy arrived as chief guests at the Ganesh Puja hosted by TMC MLA Sabyasachi Dutta in WB's Kolkata on September 02. The three BJP leaders along with Dutta conducted puja at the pandal in the Salt Lake area on Monday. The Trinamool MLA who had just last month resigned from the post of Bidhannagar Mayor is said to be close to Roy. Roy himself was a TMC MP and had served as the Railway Minister in the UPA-II government. He joined BJP in 2017 after resigning from the Rajya Sabha and severing ties with his old party. The arrival of Roy along with other top party leaders at the event hosted by Dutta is being seen as a sign that the incumbent MLA from Rajarhat-New Town will soon jump the ship to join BJP.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.