রায়পুর, 3 সেপ্টেম্বর : ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর পুত্র অমিত যোগীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তপশিলি উপজাতিভুক্ত হিসেবে ভুয়ো নথি পেশের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷
2018 সালের 3 ফেব্রুয়ারি অমিত যোগীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ছত্তিশগড়ের BJP নেত্রী সমীরা পাইকরা ৷ 2013 সালে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে মারওয়াহি আসন থেকে অমিতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ ওই আসনটি সংরক্ষিত ছিল ৷ সমীরার অভিযোগ, ওই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেকে তপশিলি উপজাতিভুক্ত হিসেবে ভুয়ো নথি দাখিল করেছিলেন অমিত ৷ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আজ অজিত যোগীর পুত্রকে গ্রেপ্তার করে ৷
এরআগে NCP-র কোষাধ্যক্ষ রাম অবতার জাগ্গির মৃত্যুর ঘটনায় 2007 সালে গ্রেপ্তার করা হয়েছিল অজিত যোগী এবং অমিত যোগীকে । তদন্তের পর তাঁদের দু'জনকেই ক্লিনচিট দেয় CBI । তবে BJP অভিযোগ করে, যোগীকে বাঁচাতে CBI-কে ব্যবহার করে তৎকালীন UPA সরকার । প্রসঙ্গত, কংগ্রেস ছেড়ে 2016 সালে জনতা কংগ্রেস ছত্তিশগড়(J) গড়েন অজিত যোগী ।