দিল্লি, 14 জুলাই : ভাঙনের মুখে রাজস্থানের কংগ্রেসে শিবির ৷ যে কোনও মুহূর্তে পড়ে যেতে পারে সরকার ৷ আর এরই মধ্যে গতসন্ধ্যায় টুইট রাহুল গান্ধির ৷ তবে শুধুমাত্র কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধেই টুইট করতে দেখা গেল তাঁকে ৷ পাশাপাশি এও জানিয়ে রাখলেন, আগামীকাল থেকে নিজের চিন্তাধারা ভাগ করে নেবেন আমজনতার সঙ্গে ৷ এ যেন অনেকটা রাহুল গান্ধির "মন কি বাত।''
রাহুল গান্ধি রহস্যে ঘেরা যে টুইট করেছেন, তাতে রাজস্থানে চলতে থাকা নাটকীয়তা নিয়ে সরাসরি কিছু বলতে দেখা যায়নি ৷ কিছু বলতে চাইছিলেন কিনা তাও স্পষ্ট নয় ৷ BJP-র কাছে আগেই খুইয়েছে মধ্যপ্রদেশ ৷ এবার রাজস্থানেও সংকটে কংগ্রেস । চার মাসেরও কম সময়ের মধ্যে দু'টি বড়সড় ভাঙনের মুখে দল ৷ কিন্তু তারপরেও রাজস্থান ইশুতে আজকের ভিডিয়োয় অনেকটাই নির্বিকার দেখা গেল রাহুল গান্ধিকে ৷
রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট, যাকে নিয়ে বিগত কিছুদিন ধরে আবর্তিত হচ্ছে দেশের রাজনীতি, তিনি এখন দিল্লিতে ৷ অনেকই মনে করেছিলেন মুখোমুখি আলোচনায় হয়তো তিক্ততার বরফ কিছুটা হলেও গলতে পারে ৷ কিন্তু তাঁর সঙ্গে কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি বা সেকেন্ড ইন কমান্ড রাহুল গান্ধি কেউই আলোচনায় বসেছেন বলে কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷
এর পরিবর্তে রাহুল গান্ধি টুইটে লিখেছেন, তিনি আজ থেকে ভিডিয়ো বার্তার মাধ্যমে সাম্প্রতিক ঘটনাবলী ও ইতিহাসের সত্যিকে আরও পরিস্কার করে তুলে ধরবেন ৷ তিনি বলেছেন, "আজ দেশের বেশিরভাগ সংবাদমাধ্যমই ফ্যাসিবাদী চিন্তাধারা দিয়ে চালিত ৷ টেলিভিশন, হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড ও মিথ্যা খবরের মাধ্যমে ঘৃণা মিশ্রিত বার্তা, ছড়ানো হচ্ছে ৷ দেশকে টুকরো টুকরো করার জন্যই এই ধরনের বার্তা ছড়ানো হচ্ছে ৷"
-
I want to make our current affairs, history and crisis clear and accessible for those interested in the truth.
— Rahul Gandhi (@RahulGandhi) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
From tomorrow, I’ll be sharing my thoughts with you on video.
">I want to make our current affairs, history and crisis clear and accessible for those interested in the truth.
— Rahul Gandhi (@RahulGandhi) July 13, 2020
From tomorrow, I’ll be sharing my thoughts with you on video.I want to make our current affairs, history and crisis clear and accessible for those interested in the truth.
— Rahul Gandhi (@RahulGandhi) July 13, 2020
From tomorrow, I’ll be sharing my thoughts with you on video.
তিনি আরও বলেন, "আমি চাই, আমাদের সাম্প্রতিক ঘটনাবলী ও ইতিহাসের সত্যিকে আরও পরিষ্কার করে তুলে ধরতে ৷ আগামীকাল থেকে আমি আমার চিন্তাধারা আপনাদের সঙ্গে ভাগ করে নেব ভিডিয়োর মাধ্যমে ৷"
অনেকই মনে করছেন, এই বার্তার মাধ্যমে রাহুল গান্ধি নিজের "মত কি বাত" চালু করার ইঙ্গিত দিয়ে রাখলেন এই বার্তায় ৷ গত বছরের অক্টোবরেও সোশাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের চেষ্টা করেছিল কংগ্রেস শিবির ৷ নাম দেওয়া হয়েছিল, দেশ কি বাত ৷