দিল্লি, ৮ এপ্রিল : পাকিস্তানের দাবি সত্ত্বেও ভারত প্রমাণ দিল যে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের যে যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছিল তা F-16। এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুর আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, "পাকিস্তানের যে F-16 যুদ্ধবিমান আমাদের বায়ুসেনা ধ্বংস করেছে, তার আরও অনেক প্রমাণ রয়েছে।"
আজ সাংবাদিক বৈঠকে বায়ুসেনার তরফে অকাট্য প্রমাণ হিসেবে রেডিয়ো সিগনাল ও রাডারের তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, অভিনন্দনই গুলি করে নামিয়েছিল পাকিস্তানের F-16 যুদ্ধবিমান।
উল্লেখ্য, পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারতের বায়ুসেনার হামলার পর পালটা ভারতের আকাশসীমায় ঢুকে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান। তখন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান MiG-21 যুদ্ধবিমান নিয়ে তাড়া করে F-16 যুদ্ধবিমানকে এবং সেটিকে গুলি করে ধ্বংস করে। পাকিস্তানের বিমানকে তাড়া করে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েন অভিনন্দন। কূটনৈতিক চাপে পড়ে তাঁকে পরে মুক্তি দেয় পাকিস্তান।
সম্প্রতি, পলিসি ম্যাগাজ়িন নামে একটি আমেরিকান পত্রিকা দাবি করে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে F-16 যুদ্ধবিমান ব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখতে আমেরিকার সরকার বিশেষজ্ঞদের একটি দলকে ইসলামাবাদ পাঠায়। সেই দল দাবি করেছিল, আমেরিকা যতগুলি F-16 বিমান পাকিস্তানকে বিক্রি করেছিল, সবগুলি অক্ষত রয়েছে।