ETV Bharat / bharat

অভিনন্দনের MiG-21 ধ্বংস করেছিল পাকিস্তানের F-16, প্রমাণ বায়ুসেনার - f-16

পাকিস্তানের দাবি সত্ত্বেও ভারত প্রমাণ দিল যে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের যে যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছিল তা F-16। আজ সাংবাদিক বৈঠকে বায়ুসেনার তরফে অকাট্য প্রমাণ হিসেবে রেডিয়ো সিগনাল ও র‍াডারের তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, অভিনন্দনই গুলি করে নামিয়েছিল পাকিস্তানের F-16 যুদ্ধবিমান।

অভিনন্দন
author img

By

Published : Apr 8, 2019, 8:49 PM IST

দিল্লি, ৮ এপ্রিল : পাকিস্তানের দাবি সত্ত্বেও ভারত প্রমাণ দিল যে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের যে যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছিল তা F-16। এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুর আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, "পাকিস্তানের যে F-16 যুদ্ধবিমান আমাদের বায়ুসেনা ধ্বংস করেছে, তার আরও অনেক প্রমাণ রয়েছে।"

IAF
সাংবাদিক বৈঠকে বায়ুসেনার তরফে অকাট্য প্রমাণ হিসেবে রেডিয়ো সিগনাল ও র‍াডারের তথ্য তুলে ধরা হয়

আজ সাংবাদিক বৈঠকে বায়ুসেনার তরফে অকাট্য প্রমাণ হিসেবে রেডিয়ো সিগনাল ও র‍াডারের তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, অভিনন্দনই গুলি করে নামিয়েছিল পাকিস্তানের F-16 যুদ্ধবিমান।

উল্লেখ্য, পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারতের বায়ুসেনার হামলার পর পালটা ভারতের আকাশসীমায় ঢুকে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান। তখন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান MiG-21 যুদ্ধবিমান নিয়ে তাড়া করে F-16 যুদ্ধবিমানকে এবং সেটিকে গুলি করে ধ্বংস করে। পাকিস্তানের বিমানকে তাড়া করে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েন অভিনন্দন। কূটনৈতিক চাপে পড়ে তাঁকে পরে মুক্তি দেয় পাকিস্তান।

সম্প্রতি, পলিসি ম্যাগাজ়িন নামে একটি আমেরিকান পত্রিকা দাবি করে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে F-16 যুদ্ধবিমান ব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখতে আমেরিকার সরকার বিশেষজ্ঞদের একটি দলকে ইসলামাবাদ পাঠায়। সেই দল দাবি করেছিল, আমেরিকা যতগুলি F-16 বিমান পাকিস্তানকে বিক্রি করেছিল, সবগুলি অক্ষত রয়েছে।

দিল্লি, ৮ এপ্রিল : পাকিস্তানের দাবি সত্ত্বেও ভারত প্রমাণ দিল যে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের যে যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছিল তা F-16। এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুর আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, "পাকিস্তানের যে F-16 যুদ্ধবিমান আমাদের বায়ুসেনা ধ্বংস করেছে, তার আরও অনেক প্রমাণ রয়েছে।"

IAF
সাংবাদিক বৈঠকে বায়ুসেনার তরফে অকাট্য প্রমাণ হিসেবে রেডিয়ো সিগনাল ও র‍াডারের তথ্য তুলে ধরা হয়

আজ সাংবাদিক বৈঠকে বায়ুসেনার তরফে অকাট্য প্রমাণ হিসেবে রেডিয়ো সিগনাল ও র‍াডারের তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, অভিনন্দনই গুলি করে নামিয়েছিল পাকিস্তানের F-16 যুদ্ধবিমান।

উল্লেখ্য, পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারতের বায়ুসেনার হামলার পর পালটা ভারতের আকাশসীমায় ঢুকে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান। তখন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান MiG-21 যুদ্ধবিমান নিয়ে তাড়া করে F-16 যুদ্ধবিমানকে এবং সেটিকে গুলি করে ধ্বংস করে। পাকিস্তানের বিমানকে তাড়া করে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েন অভিনন্দন। কূটনৈতিক চাপে পড়ে তাঁকে পরে মুক্তি দেয় পাকিস্তান।

সম্প্রতি, পলিসি ম্যাগাজ়িন নামে একটি আমেরিকান পত্রিকা দাবি করে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে F-16 যুদ্ধবিমান ব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখতে আমেরিকার সরকার বিশেষজ্ঞদের একটি দলকে ইসলামাবাদ পাঠায়। সেই দল দাবি করেছিল, আমেরিকা যতগুলি F-16 বিমান পাকিস্তানকে বিক্রি করেছিল, সবগুলি অক্ষত রয়েছে।

New Delhi, Apr 02 (ANI): Bharatiya Janata Party (BJP) Member of Parliament Manoj Tiwari said that the promise of Congress to amend Armed Forces (Special Powers) Act (AFSPA) is a sad statement. Speaking to ANI he said, "If they review AFSPA, their intention is hidden in it. I understand people will answer them."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.