ETV Bharat / bharat

প্রেমিকার সঙ্গে তাজমহলে জেফ বেজোস্ - তাজমহলে জেফ বোজস্

অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রেমিকাকে সঙ্গে নিয়ে ঘুরে দেখলেন তাজমহল । তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ় দিতেও দেখা গিয়েছে দুজনকে ।

amazon founder jeff bezos visit taj mahal
বান্ধবীর সঙ্গে তাজমহলে জেফ বোজস্
author img

By

Published : Jan 22, 2020, 1:44 PM IST

আগ্রা, 22 জানুয়ারি : প্রেমিকাকেকে সঙ্গে নিয়ে তাজমহল ঘুরে দেখলেন অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা জেফ বেজোস্ । বান্ধবী লরেন সানচেজ়ের সঙ্গে ঐতিহাসিক স্থানে অন্য মুডে দেখা গেল বেজোসকে ।

মোঘল আমলের অন্যতম স্থাপত্যের সামনে দু'জনকে জলের ধারে ছবি তোলার জন্য পোজ় দিতে দেখা গেল ৷ এই স্থান সবার কাছে অত্যন্ত প্রিয় । প্রিন্স উইলিয়াম এবং কেট সহ একই স্থানে অনেক সেলিব্রিটি এবং বিশ্বনেতারা ছবি তোলার জন্য পোজ দিয়েছেন ।

বেজোস ফরম্যাল পোশাক পরেই এসেছিলেন বেড়াতে ৷ বান্ধবী লরেন সানচেজের পরনে ছিল কমলা এবং সাদা রঙের পোশাক । তাজমহলের সামনে তোলা বেশকিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বান্ধবীকে সঙ্গে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন দুজনে । পটভূমিতে 338 বছরের প্রেমের স্মৃতিসৌধ ।

বেজোস ভারতে এসে গত মঙ্গলবার প্রথমে দিল্লির মহাত্মা গান্ধি স্মৃতিসৌধ ঘুরে দেখেন । একদল বাচ্চাদের সঙ্গে ঘুড়িও উড়িয়েছেন । মুম্বইয়ের অ্যামাজন 'সাইলেন্ট ডেলিভারি স্টেশন' দেখতে যান । এমনকী, শাহরুখ খান ও জোয়া আখতারের সঙ্গে আড্ডাও দিতে দেখা গিয়েছে অ্যামেরিকার ধনকুবেরকে ৷

আগ্রা, 22 জানুয়ারি : প্রেমিকাকেকে সঙ্গে নিয়ে তাজমহল ঘুরে দেখলেন অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা জেফ বেজোস্ । বান্ধবী লরেন সানচেজ়ের সঙ্গে ঐতিহাসিক স্থানে অন্য মুডে দেখা গেল বেজোসকে ।

মোঘল আমলের অন্যতম স্থাপত্যের সামনে দু'জনকে জলের ধারে ছবি তোলার জন্য পোজ় দিতে দেখা গেল ৷ এই স্থান সবার কাছে অত্যন্ত প্রিয় । প্রিন্স উইলিয়াম এবং কেট সহ একই স্থানে অনেক সেলিব্রিটি এবং বিশ্বনেতারা ছবি তোলার জন্য পোজ দিয়েছেন ।

বেজোস ফরম্যাল পোশাক পরেই এসেছিলেন বেড়াতে ৷ বান্ধবী লরেন সানচেজের পরনে ছিল কমলা এবং সাদা রঙের পোশাক । তাজমহলের সামনে তোলা বেশকিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বান্ধবীকে সঙ্গে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন দুজনে । পটভূমিতে 338 বছরের প্রেমের স্মৃতিসৌধ ।

বেজোস ভারতে এসে গত মঙ্গলবার প্রথমে দিল্লির মহাত্মা গান্ধি স্মৃতিসৌধ ঘুরে দেখেন । একদল বাচ্চাদের সঙ্গে ঘুড়িও উড়িয়েছেন । মুম্বইয়ের অ্যামাজন 'সাইলেন্ট ডেলিভারি স্টেশন' দেখতে যান । এমনকী, শাহরুখ খান ও জোয়া আখতারের সঙ্গে আড্ডাও দিতে দেখা গিয়েছে অ্যামেরিকার ধনকুবেরকে ৷

Bengaluru, Jan 21 (ANI): Scores of slum dwellers were left homeless after their huts were razed in Bengaluru's Kariyammana Agrahara area, after it was claimed that the settlement belonged to illegal Bangaldeshi immigrants. The electricity and water supply have also been cut off. Locality mostly comprises of migrants from Assam, Tripura, and from North Karnataka. They were allegedly asked to vacate the land. According to the BBMP Mayor M Goutham Kumar, BBMP officials not demolished the huts. An assistant executive engineer gave the orders but he is unaware about who undertook the task. Recently, BJP MLA Arvind Limbavalli tweeted a video of shantytowns in Kariyammana Agrahara area, claiming that the settlement belongs to illegal Bangladeshi immigrants.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.