দিল্লি, 12 মে: CMIE-র তথ্য অনুযায়ী লকডাউনে শুধু এপ্রিল মাসেই যুব সম্প্রদায়ের 2.7 কোটি মানুষ চাকরি হারিয়েছেন। তথ্য দিয়ে বলা হয়েছে 2019-20 অর্থবর্ষে 20 থেকে 24 বছর বয়সি শ্রমিকের সংখ্যা ছিল 3.42 কোটি, যা 2020 সালের এপ্রিল মাসের শেষে কমে হয় 2.09 কোটি।
তবে দেশে বেকারত্বের হার আগের থেকে 3 শতাংশ কমেছে। বর্তমানে তা 23.97 শতাংশ বলে জানাল CMIE (সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি)। গত 10 অবধি গোটা দেশে সমীক্ষার পর এই তথ্য মিলেছে বলে জানাল সংস্থাটি।
দেশের কৃষি ক্ষেত্র ও বাণিজ্য ক্ষেত্রে ফের কিছুটা হলেও কাজ শুরু হওয়ার ফলেই বেকারত্বের হার কমেছে বলে দাবি করেছে CMIE। এর আগের সমীক্ষাটি, যেটি গত 3 মে, 2020 তারিখ অবধি করা হয়, সেই সময় অবধি বেকরত্বের হার ছিল 27.1 শতাংশ। সংস্থাটির মতে, ওই হার 3 শতাংশ কমে বর্তমানে 23.97 শতাংশে এসে দাঁড়িয়েছে। এইসঙ্গে বেশ কিছু শিল্প ক্ষেত্রেও কাজ শুরু হওয়ায় শ্রমিক নিযুক্তির হারও 36.2 শতাংশ থেকে বেড়ে 37.6 শতাংশ হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের হার 26.4 শতাংশ থেকে বেড়ে হয়েছে 28.6 শতাংশ।
সংস্থাটির তথ্য অনুযায়ী যদিও সব বয়সি কর্মীরাই চাকরি খুইয়েছেন, তথাপি অধিকাংশ ক্ষেত্রে কর্মহীন হয়েছে যুব সম্প্রদায়। CMIE জানিয়েছে, শহরাঞ্চলে বেকারত্বের হার কিছুটা কমে হয়েছে 27.83 শতাংশ, যা গোটা দেশের বেকারত্বের হার 23.91 শতাংশের চেয়ে বেশি। অন্যদিকে গ্রামাঞ্চলে বেকারত্বের হার বর্তমানে 22.35 শতাংশ। পাশাপাশি মে মাসের 3 তারিখ অবধি শহরাঞ্চলে বেকারত্বের হার 29.22 শতাংশে এসে দাঁড়িয়েছে।