ETV Bharat / bharat

দিল্লিতে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী - rape in delhi

দিল্লিতে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ CCTV ফুটেজের সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 30, 2019, 9:22 PM IST

দিল্লি, 30 নভেম্বর : উত্তর দিল্লিতে বাড়িতে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ 55 বছর বয়সি ওই মহিলাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে তাঁর প্রতিবেশী 24 বছর বয়সি যুবক ৷ CCTV ফুটেজের সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গুলাবি বাগে নিজের বাড়িতে একটি চায়ের দোকান চালাতেন এই মহিলা ৷ আজ সকালে একজন খদ্দের তাঁর দোকানে আসেন ৷ কিন্তু, অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেন ৷ বাড়ি থেকে মহিলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ তবে, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ধর্মরাজ নিজের দোষ স্বীকার করেছে ৷ জেরায় সে জানায়, কয়েক বছর ধরে ওই মহিলার কাছে কাজ করত ৷ টাকা নিয়ে গতকাল তাদের মধ্যে বচসা বাধে ৷ ওই মহিলা তাকে অপমান করে ও তার মুখে থুতু ছেটায় ৷ অভিযোগ, এই ঘটনার পরই রাতে ধর্মরাজ মহিলার বাড়িতে হানা দেয় ৷ তাঁকে ধর্ষণ করে ৷ তারপরই তাঁকে শ্বাসরোধ করে খুন করে ৷ মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

দিল্লি, 30 নভেম্বর : উত্তর দিল্লিতে বাড়িতে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ 55 বছর বয়সি ওই মহিলাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে তাঁর প্রতিবেশী 24 বছর বয়সি যুবক ৷ CCTV ফুটেজের সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গুলাবি বাগে নিজের বাড়িতে একটি চায়ের দোকান চালাতেন এই মহিলা ৷ আজ সকালে একজন খদ্দের তাঁর দোকানে আসেন ৷ কিন্তু, অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেন ৷ বাড়ি থেকে মহিলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ তবে, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ধর্মরাজ নিজের দোষ স্বীকার করেছে ৷ জেরায় সে জানায়, কয়েক বছর ধরে ওই মহিলার কাছে কাজ করত ৷ টাকা নিয়ে গতকাল তাদের মধ্যে বচসা বাধে ৷ ওই মহিলা তাকে অপমান করে ও তার মুখে থুতু ছেটায় ৷ অভিযোগ, এই ঘটনার পরই রাতে ধর্মরাজ মহিলার বাড়িতে হানা দেয় ৷ তাঁকে ধর্ষণ করে ৷ তারপরই তাঁকে শ্বাসরোধ করে খুন করে ৷ মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

Intro:Body:

#PriyankaReddy : Locals hurled slippers on police after police stopped them from entering Shadnagar police station, where the accused in rape&murder case of the woman veterinary doctor, were lodged earlier today. Accused have been shifted to Chanchalguda Central Jail



The Bar Association of Mahbubnagar has issued a statement condemning the brutal rape and murder of the 27-year-old veterinary assistant surgeon and has decided not to extend any legal support to the four suspects. Meanwhile, demonstrations are being held for the second consecutive day in several areas of Ranga Reddy and Mahabubnagar districts demanding stringent punishment for the suspects.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.