দিল্লি , 18 সেপ্টেম্বর : সম্প্রতি লোকসভায় পাশ হয়েছে কৃষি বিল ৷ কিন্তু এই বিল কৃষকদের স্বার্থের পরিপন্থী বলে গতকালই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল । পদত্যাগ রাষ্ট্রপতির দ্বারা গৃহীত হয়েছে এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমারকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে আজ শিরোমণি অকালি দলের প্রেসিডেন্ট বলেন , ’’ BJP- সঙ্গে জোট পঞ্জাবের জন্য গুরুত্বপূর্ণ ৷ তবে আমাদেরও একটা আদর্শ রয়েছে । আমরা কৃষকদের পক্ষে দাঁড়িয়েছি এবং যদি আমাদের সমস্যার সমাধান না করা হয় তবে মন্ত্রিসভায় কেন চালিয়ে যেতে হবে । "
উল্লেখ্য , নব্বইয়ের দশকের শেষের দিকে প্রকাশ সিং বাদল এবং অটলবিহারি বাজপেয়ির দ্বারা প্রবর্তিত NDA -র মধ্যে শিরোমণি অকালি দল-BJP জোট অন্যতম প্রাচীন । এটি পঞ্জাবের হিন্দু ও শিখ সম্প্রদায়কে একত্রিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিল ।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার সুখবীর সিং বাদলকে একটি চিঠি লিখে MSP সম্পর্কে আশ্বাস দিয়েছিলেন । এরপরেও কেন অকালি দল মন্ত্রিপরিষদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ? এই প্রসঙ্গে সুখবীর বাদল বলেন , "আমরা কৃষকদের কাছে চিঠিটি দেখিয়েছি ৷ কিন্তু তারা চেয়েছিল যে বিলে MSP অংশ অন্তর্ভুক্ত করা হোক ৷ কিন্তু তা করা হয়নি । কৃষকরা লিখিত আশ্বাসে সন্তুষ্ট ছিলেন না ৷ তারা চেয়েছিলেন বিলে তা থাকুক ৷ কিন্তু সেটা ছিল না ৷ তাই আমরা মন্ত্রিসভা ছাড়ার সিদ্ধান্ত নিই ৷ বিলের চূড়ান্ত খসড়ার আগে আমাদের সঙ্গে পরামর্শ করা হয়নি ৷ তবে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কমিটির অংশ ছিলেন । "
হরসিমরত কউর বাদলের ইস্তফা নিয়ে অমরিন্দর সিংয়ের করা মন্তব্য নিয়ে বাদল বলেন , আমাদের ক্যাপ্টেন অমরিন্দরের কাছ থেকে কোনও শংসাপত্রের দরকার নেই । ক্যাপ্টেন অমরিন্দর সিং সরকার এর আগে একই অর্ডিন্যান্স জারি করেছিলেন এবং তাঁদের ইস্তাহারের অংশ ছিলেন । আমরা CAA নিয়েও বিরোধিতা করেছি এবং আমরা এই বিলের বিরোধিতা করছি । এটা দলের আদর্শ ৷ "
শিরোমণি অকালি কৃষকদের জন্য যে কোনও ত্যাগের জন্য প্রস্তুত । তা জেলেই যেতে হোক বা জোটের বিষয়েই হোক, কমিটি যা সিদ্ধান্ত নেবে , তাই হবে ।