ETV Bharat / bharat

এলাহাবাদ হাইকোর্টের নজরদারিতেই হবে হাথরসের ঘটনার তদন্ত : সুপ্রিম কোর্ট

author img

By

Published : Oct 27, 2020, 3:41 PM IST

ঘটনার তদন্ত প্রক্রিয়া একবার শেষ হয়ে গেলে তারপর মামলা স্থানান্তরিত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে । জানাল সুপ্রিম কোর্ট ।

Hathras Horror
ফাইল ছবি

দিল্লি, 27 অক্টোবর : এলাহাবাদ হাইকোর্টের নজরদারিতেই হাথরস মামলার তদন্ত করবে CBI । মামলার নজরদারির বিষয়টি এখনই সুপ্রিম কোর্টে স্থানান্তর করার কোনও প্রয়োজন নেই । আজ একথা জানিয়েছে শীর্ষ আদালত ।

আদালতের নজরদারিতে হাথরসের ঘটনার তদন্ত চালানোর বিষয়ে একাধিক পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করার জন্য আবেদনও করা হয়েছিল । আজ ওই পিটিশনগুলির শুনানি ছিল । শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানায়, "মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হওয়ার আগে CBI -এর তদন্ত প্রক্রিয়া শেষ হওয়া দরকার ।"

শীর্ষ আদালত আরও জানিয়েছে, ঘটনার তদন্ত প্রক্রিয়া একবার শেষ হয়ে গেলে তারপর মামলা স্থানান্তরিত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে । তবে এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ঘটনার তদন্ত করছে এবং এখনও পর্যন্ত উদ্বেগের কোনও কারণ নেই ।

আরও পড়ুন : হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ উত্তরপ্রদেশের স্পেশাল টাস্কফোর্সের

সুপ্রিম কোর্টে যে পিটিশনগুলি জমা পড়েছিল, তাতে আশঙ্কা করা হয়েছিল যে উত্তরপ্রদেশে মামলা চললে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে এবং যথাযথ বিচার পাওয়া সম্ভব হবে না । এই আশঙ্কার প্রেক্ষিতে CBI-কে যাবতীয় স্ট্যাটাস রিপোর্ট এলাহাবাদ হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । পাশাপাশি, এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশ থেকে নির্যাতিতার নাম সরানোরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

আরও পড়ুন : "মুছে ফেলা হয়েছে" CCTV ফুটেজ, হাথরসের ঘটনায় প্রথম ধাক্কা CBI-এর

14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গেছিলেন হাথরসের ওই দলিত যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । হাসপাতালে টানা 15 দিনের লড়াই শেষে দিল্লিতে মৃত্যু হয় হাথরসের নির্যাতিতার ।

দিল্লি, 27 অক্টোবর : এলাহাবাদ হাইকোর্টের নজরদারিতেই হাথরস মামলার তদন্ত করবে CBI । মামলার নজরদারির বিষয়টি এখনই সুপ্রিম কোর্টে স্থানান্তর করার কোনও প্রয়োজন নেই । আজ একথা জানিয়েছে শীর্ষ আদালত ।

আদালতের নজরদারিতে হাথরসের ঘটনার তদন্ত চালানোর বিষয়ে একাধিক পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করার জন্য আবেদনও করা হয়েছিল । আজ ওই পিটিশনগুলির শুনানি ছিল । শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানায়, "মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হওয়ার আগে CBI -এর তদন্ত প্রক্রিয়া শেষ হওয়া দরকার ।"

শীর্ষ আদালত আরও জানিয়েছে, ঘটনার তদন্ত প্রক্রিয়া একবার শেষ হয়ে গেলে তারপর মামলা স্থানান্তরিত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে । তবে এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ঘটনার তদন্ত করছে এবং এখনও পর্যন্ত উদ্বেগের কোনও কারণ নেই ।

আরও পড়ুন : হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ উত্তরপ্রদেশের স্পেশাল টাস্কফোর্সের

সুপ্রিম কোর্টে যে পিটিশনগুলি জমা পড়েছিল, তাতে আশঙ্কা করা হয়েছিল যে উত্তরপ্রদেশে মামলা চললে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে এবং যথাযথ বিচার পাওয়া সম্ভব হবে না । এই আশঙ্কার প্রেক্ষিতে CBI-কে যাবতীয় স্ট্যাটাস রিপোর্ট এলাহাবাদ হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । পাশাপাশি, এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশ থেকে নির্যাতিতার নাম সরানোরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

আরও পড়ুন : "মুছে ফেলা হয়েছে" CCTV ফুটেজ, হাথরসের ঘটনায় প্রথম ধাক্কা CBI-এর

14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গেছিলেন হাথরসের ওই দলিত যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । হাসপাতালে টানা 15 দিনের লড়াই শেষে দিল্লিতে মৃত্যু হয় হাথরসের নির্যাতিতার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.