কালাবুরাগি, (কর্নাটক), 10 মার্চ : একটা গোটা পোস্ট অফিস চালিত হবে শুধু মহিলাদের মাধ্যমে ৷ পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন নারীরা ৷ শুুধু এগিয়ে চলেছেন বললে ভুল হবে ৷ সামাজিক বাধার কারণে অন্ধকার থেকে আলোর দিশা একটু পরে দেখলেও ছাপিয়ে যাচ্ছেন পুরুষদের ৷ কর্নাটকের কালাবুরাগিতে দেখা গেল এমনই এক ছবি ৷
8 মার্চ বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ৷ আর সেদিন কর্নাটকের কালাবুরাগিতে প্রথম মহিলা পরিচালিত ডাকঘরের উদ্বোধন করা হল ৷
এ বিষয়ে পোস্ট অফিসের সুপারিনটেনডেন্ট CG কাম্বলে বলেন, " কালাবুরাগি জেলার অধীনে জগৎ পোস্ট অফিসকে প্রথম মহিলা পরিচালিত ডাকঘর হিসেবে ঘোষণা করছি ৷ এখানে শুধু মহিলা কর্মীরাই একচ্ছত্রভাবে কাজ করতে চলেছেন ৷"
নারী দিবসে উদ্বোধন করা হয় পোস্ট অফিসটির ৷ অফিসের এক কর্মী বলেন, "আমরা খুশি যে আমরা এখানে স্বাধীনভাবে কাজ করতে পারছি ৷ এখানকার সব কর্মচারীই মহিলা । রাজ্যের যে কোনও একটি অফিসকে কেবল মহিলা পরিচালিত অফিস হিসাবে চিহ্নিত করার জন্য সরকারকেও পদক্ষেপ নিতে হবে ৷ "