ETV Bharat / bharat

আজ রাত থেকে বন্ধ ট্রেন পরিষেবা, চাকা ঘুরবে না কলকাতা মেট্রোরও - indian-railways

বন্ধ ট্রেন পরিষেবা
বন্ধ ট্রেন পরিষেবা
author img

By

Published : Mar 22, 2020, 1:17 PM IST

Updated : Mar 22, 2020, 2:00 PM IST

13:12 March 22

দিল্লি, 22 মার্চ : রেল পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা কেন্দ্রের । আজ রেল মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে 31 মার্চ পর্যন্ত দেশজুড়ে সমস্ত যাত্রীবাহী ট্রেন পুরোপুরি বন্ধ থাকবে । মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল ট্রেনের পাশাপাশি বন্ধ থাকবে কলকাতা মেট্রোও । কারণ এই কলকাতা মেট্রো রেল মন্ত্রকের অধীনস্থ । সন্দেহ নেই রেল মন্ত্রকের এই ঘোষণায় পুরোপুরি স্তব্ধ হয়ে গেল কলকাতা-সহ গোটা দেশের লাইফ লাইন ।

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজু়ড়ে জনতা কারফিউ পালনের আহ্বান জানিয়েছিলেন । সেই ডাকে সাড়া দিয়ে আজ সকাল থেকেই গোটা দেশে জনতা কারফিউ চলছে । ফলে এমনিতেই যাত্রীবাহী ট্রেনের সংখ্যা কমে গিয়েছে । তারপরই রেলমন্ত্রকের তরফ থেকে আজকের ঘোষণা আগামী 31 মার্চ পর্যন্ত সব ট্রেন বাতিলের । এর ফলে শতাব্দী, রাজধানী, দুরন্তর মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হয়ে গেল ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল 4টে পর্যন্ত যে দূর পাল্লার ট্রেনগুলি ছাড়বে সেগুলি একমাত্র নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে । বাকি আর কোনও ট্রেন ছাড়বে না । তবে, অত্যাবশকীয় পণ্য পরিষেবার জন্য পণ্যবাহী ট্রেন (মালগাড়ি) চলবে বলেই রেলমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছিল । শুধু ট্রেন নয়, আজ রাত থেকে পরিষেবা বন্ধ হয়ে যাবে কলকাতা মেট্রোরও । কলকাতা মেট্রো রেলমন্ত্রকের অধীনে । আবার কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন । সন্দেহ নেই, রেল এবং মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো স্তব্ধ হতে চলল কলকাতা-সহ গোটা দেশের যাত্রী পরিষেবা ।

গতকালই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে দেওয়া হয় আন্তঃরাজ্য সরকারি বাস পরিষেবা বন্ধ থাকবে । একইসঙ্গে অন্য রাজ্য থেকে যেন ট্রেন আপাতত পশ্চিমবঙ্গে না ঢোকে । এরপরই আজ রেলমন্ত্রকের এই ঘোষণা । 
 

13:12 March 22

দিল্লি, 22 মার্চ : রেল পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা কেন্দ্রের । আজ রেল মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে 31 মার্চ পর্যন্ত দেশজুড়ে সমস্ত যাত্রীবাহী ট্রেন পুরোপুরি বন্ধ থাকবে । মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল ট্রেনের পাশাপাশি বন্ধ থাকবে কলকাতা মেট্রোও । কারণ এই কলকাতা মেট্রো রেল মন্ত্রকের অধীনস্থ । সন্দেহ নেই রেল মন্ত্রকের এই ঘোষণায় পুরোপুরি স্তব্ধ হয়ে গেল কলকাতা-সহ গোটা দেশের লাইফ লাইন ।

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজু়ড়ে জনতা কারফিউ পালনের আহ্বান জানিয়েছিলেন । সেই ডাকে সাড়া দিয়ে আজ সকাল থেকেই গোটা দেশে জনতা কারফিউ চলছে । ফলে এমনিতেই যাত্রীবাহী ট্রেনের সংখ্যা কমে গিয়েছে । তারপরই রেলমন্ত্রকের তরফ থেকে আজকের ঘোষণা আগামী 31 মার্চ পর্যন্ত সব ট্রেন বাতিলের । এর ফলে শতাব্দী, রাজধানী, দুরন্তর মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হয়ে গেল ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল 4টে পর্যন্ত যে দূর পাল্লার ট্রেনগুলি ছাড়বে সেগুলি একমাত্র নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে । বাকি আর কোনও ট্রেন ছাড়বে না । তবে, অত্যাবশকীয় পণ্য পরিষেবার জন্য পণ্যবাহী ট্রেন (মালগাড়ি) চলবে বলেই রেলমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছিল । শুধু ট্রেন নয়, আজ রাত থেকে পরিষেবা বন্ধ হয়ে যাবে কলকাতা মেট্রোরও । কলকাতা মেট্রো রেলমন্ত্রকের অধীনে । আবার কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন । সন্দেহ নেই, রেল এবং মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো স্তব্ধ হতে চলল কলকাতা-সহ গোটা দেশের যাত্রী পরিষেবা ।

গতকালই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে দেওয়া হয় আন্তঃরাজ্য সরকারি বাস পরিষেবা বন্ধ থাকবে । একইসঙ্গে অন্য রাজ্য থেকে যেন ট্রেন আপাতত পশ্চিমবঙ্গে না ঢোকে । এরপরই আজ রেলমন্ত্রকের এই ঘোষণা । 
 

Last Updated : Mar 22, 2020, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.