ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে প্রথম, কেরালার সমস্ত মসজিদে উড়ল জাতীয় পতাকা - Kerala Waqf Board

কেরালার সমস্ত মসজিদগুলিতে আজ সকাল সাড়ে 8টায় উত্তোলন করা হল জাতীয় পতাকা ৷ CAA নিয়ে বিক্ষোভের মধ্যেই জাতীয় সংহতির স্বার্থে এই সিদ্ধান্ত নেয় কেরালা ওয়াকফ বোর্ড ৷

Republic Day 2020
ছবির সূত্র : ANI
author img

By

Published : Jan 26, 2020, 1:00 PM IST

তিরুবনন্তপুরম, 26 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের মধ্যেই 71 তম সাধারণতন্ত্র দিবসে কেরালায় সমস্ত মসজিদে উঠল জাতীয় পতাকা ৷ পাঠ হল ভারতের সংবিধানের প্রস্তাবনাও ৷ জাতীয় ঐক্যকে তুলে ধরার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেরালা ওয়াকফ বোর্ড ৷

এই প্রথমবার কেরালার সমস্ত মসজিদে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে ৷ রাজ্যের সমস্ত মহল কমিটি ও অন্যান্য মসজিদগুলিকে জাতীয় পতাকা উত্তোলনের জন্য নির্দেশিকা জারি করেছে কেরালার ওয়াকফ বোর্ড ৷ একইসঙ্গে সংবিধান রক্ষার বার্তাও দিয়েছে কেরালা ওয়াকফ বোর্ড ৷ আজ সকাল সাড়ে 8 টায় কেরালার সমস্ত মসজিদে একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হল ৷

কেরালার CPI(M) রাজ্য কমিটির সদস্য ও রাজ্য ওয়াকফ বোর্ডের সভাপতি টি কে হামজ়া জানিয়েছেন, "দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে বেশিক্ষণ চুপ করে থাকা যায় না ৷ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এর আগে কখনও এমন আতঙ্কের মধ্যে দিন কাটায়নি ৷ এই ধরনের কাজে জাতীয় সংহতি বাড়বে ও মানুষের মধ্যে ভরসাও বাড়বে ৷

তিরুবনন্তপুরম, 26 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের মধ্যেই 71 তম সাধারণতন্ত্র দিবসে কেরালায় সমস্ত মসজিদে উঠল জাতীয় পতাকা ৷ পাঠ হল ভারতের সংবিধানের প্রস্তাবনাও ৷ জাতীয় ঐক্যকে তুলে ধরার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেরালা ওয়াকফ বোর্ড ৷

এই প্রথমবার কেরালার সমস্ত মসজিদে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে ৷ রাজ্যের সমস্ত মহল কমিটি ও অন্যান্য মসজিদগুলিকে জাতীয় পতাকা উত্তোলনের জন্য নির্দেশিকা জারি করেছে কেরালার ওয়াকফ বোর্ড ৷ একইসঙ্গে সংবিধান রক্ষার বার্তাও দিয়েছে কেরালা ওয়াকফ বোর্ড ৷ আজ সকাল সাড়ে 8 টায় কেরালার সমস্ত মসজিদে একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হল ৷

কেরালার CPI(M) রাজ্য কমিটির সদস্য ও রাজ্য ওয়াকফ বোর্ডের সভাপতি টি কে হামজ়া জানিয়েছেন, "দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে বেশিক্ষণ চুপ করে থাকা যায় না ৷ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এর আগে কখনও এমন আতঙ্কের মধ্যে দিন কাটায়নি ৷ এই ধরনের কাজে জাতীয় সংহতি বাড়বে ও মানুষের মধ্যে ভরসাও বাড়বে ৷

Mumbai, Jan 26 (ANI): On the occasion of 71st Republic Day, Maharashtra Governor Bhagat Singh Koshyari hoisted the national flag at Shivaji Park in Mumbai. Chief Minister Uddhav Thackeray was also present during celebrations. Governor Bhagat Singh Koshyari also witnessed the parade.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.