দিল্লি , 12 অক্টোবর : কেন্দ্রীয় সরকারি কর্মীদের 10 হাজার টাকা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । যে কোনও একটি উৎসবে এটি ব্য়বহার করতে পারবেন সরকারী কর্মীরা । 2021-র মধ্যে তা ব্যবহার করতে হবে । এর জন্য চার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । আজ সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন নির্মলা সীতারমন ।
উৎসবের মরশুমে সরকারী কর্মচারীদের ট্রাভেল ক্যাশ ভাউচার এবং স্পেশাল উৎসব বোনাস প্রকল্প ঘোষণা করলেন নির্মলা সীতারমন । LTC ক্যাশ ভাউচার স্কিমের আওতায় সরকারি কর্মচারীরা নগদ টাকা নিতে পারে । যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই সুবিধাগুলি বেছে নেয়, তার জন্য প্রায় 5,675 কোটি টাকা ব্যয় হবে ।
অন্যদিকে , স্পেশাল উৎসব প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের 10 হাজার টাকা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । যে কোনও একটি উৎসবে এটি ব্য়বহার করতে পারবেন সরকারী কর্মীরা । 2021-র মার্চ মাসের মধ্যে তা ব্যবহার করতে হবে । এতে কোনও সুদ থাকবে না । দশ বারের কিস্তিতে তা পরিশোধ করতে পারবে ।
এছাড়া, রাস্তাঘাট, প্রতিরক্ষা, অবকাঠামো, জল সরবরাহ, নগর উন্নয়ন এবং গৃহজাত উত্পাদিত সামগ্রীর জন্য 25,000 কোটি টাকার অতিরিক্ত বাজেট সরবরাহ করা হবে ।