ETV Bharat / bharat

হ্যান্ড স্য়ানিটাইজ়ারে 18 শতাংশ GST, নির্দেশ গোয়া AAR-এর

author img

By

Published : Jul 17, 2020, 5:33 AM IST

গোয়া AAR-এর দ্বারস্থ হয়ে স্প্রিংফিল্ড ডিস্টিলারি দাবি করে, স্যানিটাইজ়ারের শ্রেণিবিভাগ করে GST নির্ধারণ করার জন্য ৷ পাশাপাশি তারা এও জানতে চায়, তাদের কি GST থেকে অব্যাহতি দেওয়া হবে ?

image
হ্যান্ড স্য়ানিটাইজ়ার

দিল্লি, 16 জুলাই : হ্যান্ড স্যানিটাইজ়ারের উপর GST নিয়ে কয়েকদিন ধরেই বিকর্ত অব্যাহত ৷ এমন সময়ই গোয়ার GST অথরিটি অফ অ্যাডভান্স রুলিংয়ের(AAR) বেঞ্চ অ্যালকোহল যুক্ত হাইজেনিক প্রোডাক্টের উপর 18 শতাংশ GST ধার্য করল ৷ পাশাপাশি বলা হয়েছে, প্রয়োজনীয় জিনিসগুলি কর ছাড়ের আওতায় পড়ে না ৷

গোয়া AAR-এর দ্বারস্থ হয়ে স্প্রিংফিল্ড ডিস্টিলারি দাবি করেছিল, স্যানিটাইজ়ারের শ্রেণিবিভাগ করে GST নির্ধারণ করার জন্য ৷ পাশাপাশি তারা জানতে চায়, তাদের কি GST থেকে অব্যাহতি দেওয়া হবে ? কারণ, ক্রেতা সুরক্ষা মন্ত্রক হ্যান্ড স্যানিটাইজ়ারকে অত্যাবশকীয় জিনিসের তালিকায় রেখেছে৷

আবেদনকারী মতামত প্রকাশ করেছিলেন, হ্যান্ড স্যানিটাইজ়ার মেডিকেলের আওতাভুক্ত ৷ তাই এর GST 12 শতাংশ হওয়া উচিত ৷ তবে AAR-এর বেঞ্চ জানিয়ে দেয়, ‘‘ যেহেতু স্যানিটাইজ়ার প্রস্তুতকারী সংস্থাগুলি অ্যালকোহল ভিত্তিক বিভাগের মধ্যে পড়ে ৷ তাই এগুলি HNS এর 3808 এ পড়ে ৷ এবং এদের 18 শতাংশ GST নির্ধারণ করা আছে ৷ ’’

দ্বিতীয় আবেদন নিয়ে AAR বলে, GST নিয়মে পণ্য ও পরিষেবা নিয়ে আলাদা বিজ্ঞপ্তি আছে ৷ ‘‘কোনও পণ্যকে প্রয়োজনীয় পণ্য হিসাবে শ্রেণিবদ্ধ করা GST থেকে ছাড় পাওয়ার মানদণ্ড হয় না ৷ ’’

তবে এই নির্দেশটি এমন সময়ে এসেছে, যখন GST প্রশাসন অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজ়ার উৎপাদনকারীদের একাংশের GST ফাঁকি দেওয়া নিয়ে তদন্ত করছে৷ এতদিন তারা প্রোডাক্টিটি ‘ মেডিকামেন্ট’ -এর আওতায় ফেলে ভুলভাবে 12 শতাংশ GST দিয়েছে৷

দিল্লি, 16 জুলাই : হ্যান্ড স্যানিটাইজ়ারের উপর GST নিয়ে কয়েকদিন ধরেই বিকর্ত অব্যাহত ৷ এমন সময়ই গোয়ার GST অথরিটি অফ অ্যাডভান্স রুলিংয়ের(AAR) বেঞ্চ অ্যালকোহল যুক্ত হাইজেনিক প্রোডাক্টের উপর 18 শতাংশ GST ধার্য করল ৷ পাশাপাশি বলা হয়েছে, প্রয়োজনীয় জিনিসগুলি কর ছাড়ের আওতায় পড়ে না ৷

গোয়া AAR-এর দ্বারস্থ হয়ে স্প্রিংফিল্ড ডিস্টিলারি দাবি করেছিল, স্যানিটাইজ়ারের শ্রেণিবিভাগ করে GST নির্ধারণ করার জন্য ৷ পাশাপাশি তারা জানতে চায়, তাদের কি GST থেকে অব্যাহতি দেওয়া হবে ? কারণ, ক্রেতা সুরক্ষা মন্ত্রক হ্যান্ড স্যানিটাইজ়ারকে অত্যাবশকীয় জিনিসের তালিকায় রেখেছে৷

আবেদনকারী মতামত প্রকাশ করেছিলেন, হ্যান্ড স্যানিটাইজ়ার মেডিকেলের আওতাভুক্ত ৷ তাই এর GST 12 শতাংশ হওয়া উচিত ৷ তবে AAR-এর বেঞ্চ জানিয়ে দেয়, ‘‘ যেহেতু স্যানিটাইজ়ার প্রস্তুতকারী সংস্থাগুলি অ্যালকোহল ভিত্তিক বিভাগের মধ্যে পড়ে ৷ তাই এগুলি HNS এর 3808 এ পড়ে ৷ এবং এদের 18 শতাংশ GST নির্ধারণ করা আছে ৷ ’’

দ্বিতীয় আবেদন নিয়ে AAR বলে, GST নিয়মে পণ্য ও পরিষেবা নিয়ে আলাদা বিজ্ঞপ্তি আছে ৷ ‘‘কোনও পণ্যকে প্রয়োজনীয় পণ্য হিসাবে শ্রেণিবদ্ধ করা GST থেকে ছাড় পাওয়ার মানদণ্ড হয় না ৷ ’’

তবে এই নির্দেশটি এমন সময়ে এসেছে, যখন GST প্রশাসন অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজ়ার উৎপাদনকারীদের একাংশের GST ফাঁকি দেওয়া নিয়ে তদন্ত করছে৷ এতদিন তারা প্রোডাক্টিটি ‘ মেডিকামেন্ট’ -এর আওতায় ফেলে ভুলভাবে 12 শতাংশ GST দিয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.