ETV Bharat / bharat

শব্দের চেয়ে 2.5 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম আকাশ - Akash Missile

এই ক্ষেপণাস্ত্রটি ব্যাটল ট্যাঙ্ক বা হুইলড ট্রাকের মতো মোবাইল প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায় ৷ আকাশ ক্ষেপণাস্ত্রের ডিজ়াইন ও ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয় ভারতের 30 বছরের পুরানো ইন্টিগ্রেটেড গাইডেড-মিজ়াইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (IGMDP)-র অংশ হিসেবে ৷ এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত অন্য ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে রয়েছে নাগ, অগ্নি, ত্রিশূল ও পৃথ্বী ৷

আকাশ ক্ষেপণাস্ত্র
আকাশ ক্ষেপণাস্ত্র
author img

By

Published : Jul 17, 2020, 7:00 AM IST

প্রথম ভারতে তৈরি মাঝারি রেঞ্জের ক্ষেপণাস্ত্র আকাশ ৷ মাটি থেকে আকাশে উৎক্ষেপণ করা যায় এই ক্ষেপণাস্ত্রটি ৷ বিভিন্ন দিকে বিভিন্ন লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে এটি ৷ যে কোনও পরিবেশে ব্যবহার করা যায় আকাশ ৷ শব্দের থেকে আড়াই গুণ বেশি বেগে লক্ষ্যবস্তুকে আক্রমণ করার ক্ষমতা রয়েছে ৷ কম, মাঝারি ও উঁচু উচ্চতায় ওড়ার সময় লক্ষ্যবস্তু নির্বাচন করে ধ্বংস করতে পারে ৷

আকাশ ক্ষেপণাস্ত্রের ডিজ়াইন ও ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয় ভারতের 30 বছরের পুরানো ইন্টিগ্রেটেড গাইডেড-মিজ়াইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (IGMDP)-র অংশ হিসেবে ৷ এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত অন্য ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে রয়েছে নাগ, অগ্নি, ত্রিশূল ও পৃথ্বী ৷

আকাশের কিছু অনন্য বৈশিষ্ট্য

  • এই ক্ষেপণাস্ত্রটি ব্যাটল ট্যাঙ্ক বা হুইলড ট্রাকের মতো মোবাইল প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায় ৷
  • এই ক্ষেপণাস্ত্রের সিস্টেমে 90 শতাংশ ধ্বংসের ক্ষমতা রয়েছে ৷ এটির প্রথমটিতে ধ্বংসের ক্ষমতা 88 শতাংশ এবং দ্বিতীয়টিতে 99 শতাংশ ক্ষমতা রয়েছে ৷
  • এটি বিভিন্ন দিক থেকে বহু লক্ষ্যবস্তুকে এক সঙ্গে আক্রমণ করতে পারে ৷ আকাশে রামজেট প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে ৷ যার ফলে সুপারসনিক স্পিডে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ৷ এই সিস্টেমের ফলে এটি যেকোনও ইলেক্ট্রনিক জ্যামিং সিস্টেমকেও ভেঙে ফেলতে পারে ৷

আকাশ ক্ষেপণাস্ত্রটির উপাদানগুলি কী কী ?

আকাশ ক্ষেপণাস্ত্রটির মোট সাতটি উপাদান রয়েছে ৷ এটিতে রয়েছে ইন্টেগ্রাল রামজেট প্রপালশন, সুইচেবল গাইডেন্স অ্যান্টেনা সিস্টেম, কমান্ড গাইডেন্স ইউনিট, অনবোর্ড পাওয়ার সাপ্লাই, সিস্টেম আর্মিং অ্যান্ড ডেটোনেশন মেকানিজ়ম, ডিজিটাল অটোপাইলট, মাল্টি-ফাংশন রাজেন্দ্র ফেজ়ড-অ্যারে ব়্যাডার, 3ডি প্যাসিভ ইলেক্ট্রনিকালি স্ক্যান্ড অ্যারে রাজেন্দ্র ব়্যাডার (PESA) ও কমান্ড সেন্টার্স ৷

আকাশে চারটি রাজেন্দ্র ব়্যাডার রয়েছে ৷ চারটি লঞ্চার একে অপরের সঙ্গে সংযুক্ত ৷ এগুলিকে গ্রুপ কন্ট্রোল সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা যায় ৷ প্রতিটি লঞ্চারে তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ব়্যাডার থাকে ৷ এটি 16টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে ৷ সব মিলিয়ে ব়্যাডারটি 64টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে এবং একসঙ্গে 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় ৷

আকাশের তৈরি

এই ক্ষেপণাস্ত্র সিস্টেমটির ডিজ়াইন ও ডেভেলপ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গ্যানাইজ়েশন (DRDO) ৷ কিন্তু, ক্ষেপণাস্ত্রগুলির উৎপাদক ভারত ডায়ানামিক্স (BDL) ৷ অন্যদিকে, ভারত ইলেক্ট্রনিক্স হাই-টেক রাজেন্দ্র ফেজ়ড অ্যারে ব়্যাডার তৈরি করেছে ৷

কারা ব্যবহার করে আকাশ ?

এই ক্ষেপণাস্ত্রটি ভারতীয় সেনা ও ভারতীয় বায়ু সেনা ব্যবহার করে ৷

কতগুলো আকাশ রয়েছে ভারতের কাছে ?

এখনও পর্যন্ত তিন হাজারটি আকাশ তৈরি হয়েছে ৷ ভারতীয় বায়ু সেনার কাছে রয়েছে আটটি স্কোয়াডরান ৷ সাতটি আরও অর্ডার দেওয়া হয়েছে ৷ প্রতিটি স্কোয়াডরানে 125টি করে এই ক্ষেপণাস্ত্র থাকে ৷

অন্যদিকে ভারতীয় সেনা দু'টি রেজিমেন্ট অর্ডার দিয়েছিল ৷ 2015 থেকে কিছু স্থানান্তর করা হয়েছে ৷ আরও দু'টি অর্ডার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ৷ প্রতিটি রেজিমেন্টে 240-288টি লঞ্চার ও 625-750টি ক্ষেপণাস্ত্র রয়েছে ৷

এই ক্ষেপণাস্ত্রগুলি বেলারুজ়, মালয়শিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও UAE কেনার জন্য ইচ্ছে প্রকাশ করেছে বলে খবর ৷

প্রথম ভারতে তৈরি মাঝারি রেঞ্জের ক্ষেপণাস্ত্র আকাশ ৷ মাটি থেকে আকাশে উৎক্ষেপণ করা যায় এই ক্ষেপণাস্ত্রটি ৷ বিভিন্ন দিকে বিভিন্ন লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে এটি ৷ যে কোনও পরিবেশে ব্যবহার করা যায় আকাশ ৷ শব্দের থেকে আড়াই গুণ বেশি বেগে লক্ষ্যবস্তুকে আক্রমণ করার ক্ষমতা রয়েছে ৷ কম, মাঝারি ও উঁচু উচ্চতায় ওড়ার সময় লক্ষ্যবস্তু নির্বাচন করে ধ্বংস করতে পারে ৷

আকাশ ক্ষেপণাস্ত্রের ডিজ়াইন ও ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয় ভারতের 30 বছরের পুরানো ইন্টিগ্রেটেড গাইডেড-মিজ়াইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (IGMDP)-র অংশ হিসেবে ৷ এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত অন্য ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে রয়েছে নাগ, অগ্নি, ত্রিশূল ও পৃথ্বী ৷

আকাশের কিছু অনন্য বৈশিষ্ট্য

  • এই ক্ষেপণাস্ত্রটি ব্যাটল ট্যাঙ্ক বা হুইলড ট্রাকের মতো মোবাইল প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায় ৷
  • এই ক্ষেপণাস্ত্রের সিস্টেমে 90 শতাংশ ধ্বংসের ক্ষমতা রয়েছে ৷ এটির প্রথমটিতে ধ্বংসের ক্ষমতা 88 শতাংশ এবং দ্বিতীয়টিতে 99 শতাংশ ক্ষমতা রয়েছে ৷
  • এটি বিভিন্ন দিক থেকে বহু লক্ষ্যবস্তুকে এক সঙ্গে আক্রমণ করতে পারে ৷ আকাশে রামজেট প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে ৷ যার ফলে সুপারসনিক স্পিডে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ৷ এই সিস্টেমের ফলে এটি যেকোনও ইলেক্ট্রনিক জ্যামিং সিস্টেমকেও ভেঙে ফেলতে পারে ৷

আকাশ ক্ষেপণাস্ত্রটির উপাদানগুলি কী কী ?

আকাশ ক্ষেপণাস্ত্রটির মোট সাতটি উপাদান রয়েছে ৷ এটিতে রয়েছে ইন্টেগ্রাল রামজেট প্রপালশন, সুইচেবল গাইডেন্স অ্যান্টেনা সিস্টেম, কমান্ড গাইডেন্স ইউনিট, অনবোর্ড পাওয়ার সাপ্লাই, সিস্টেম আর্মিং অ্যান্ড ডেটোনেশন মেকানিজ়ম, ডিজিটাল অটোপাইলট, মাল্টি-ফাংশন রাজেন্দ্র ফেজ়ড-অ্যারে ব়্যাডার, 3ডি প্যাসিভ ইলেক্ট্রনিকালি স্ক্যান্ড অ্যারে রাজেন্দ্র ব়্যাডার (PESA) ও কমান্ড সেন্টার্স ৷

আকাশে চারটি রাজেন্দ্র ব়্যাডার রয়েছে ৷ চারটি লঞ্চার একে অপরের সঙ্গে সংযুক্ত ৷ এগুলিকে গ্রুপ কন্ট্রোল সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা যায় ৷ প্রতিটি লঞ্চারে তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ব়্যাডার থাকে ৷ এটি 16টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে ৷ সব মিলিয়ে ব়্যাডারটি 64টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে এবং একসঙ্গে 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় ৷

আকাশের তৈরি

এই ক্ষেপণাস্ত্র সিস্টেমটির ডিজ়াইন ও ডেভেলপ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গ্যানাইজ়েশন (DRDO) ৷ কিন্তু, ক্ষেপণাস্ত্রগুলির উৎপাদক ভারত ডায়ানামিক্স (BDL) ৷ অন্যদিকে, ভারত ইলেক্ট্রনিক্স হাই-টেক রাজেন্দ্র ফেজ়ড অ্যারে ব়্যাডার তৈরি করেছে ৷

কারা ব্যবহার করে আকাশ ?

এই ক্ষেপণাস্ত্রটি ভারতীয় সেনা ও ভারতীয় বায়ু সেনা ব্যবহার করে ৷

কতগুলো আকাশ রয়েছে ভারতের কাছে ?

এখনও পর্যন্ত তিন হাজারটি আকাশ তৈরি হয়েছে ৷ ভারতীয় বায়ু সেনার কাছে রয়েছে আটটি স্কোয়াডরান ৷ সাতটি আরও অর্ডার দেওয়া হয়েছে ৷ প্রতিটি স্কোয়াডরানে 125টি করে এই ক্ষেপণাস্ত্র থাকে ৷

অন্যদিকে ভারতীয় সেনা দু'টি রেজিমেন্ট অর্ডার দিয়েছিল ৷ 2015 থেকে কিছু স্থানান্তর করা হয়েছে ৷ আরও দু'টি অর্ডার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ৷ প্রতিটি রেজিমেন্টে 240-288টি লঞ্চার ও 625-750টি ক্ষেপণাস্ত্র রয়েছে ৷

এই ক্ষেপণাস্ত্রগুলি বেলারুজ়, মালয়শিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও UAE কেনার জন্য ইচ্ছে প্রকাশ করেছে বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.