ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী, ভরতি হাসপাতালে - Ajit Pawar, Maharashtra Deputy CM, tests positive for coronavirus

টুইটারে তিনি লেখেন, " আমি লকডাউনের প্রথম দিন থেকেই কাজ করছি ৷ এবার মনে হচ্ছে ভগবানও আমায় থামাতে চাইছে ৷ একটু স্বস্তি দিতে চাইছে ৷ আমার কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে ৷ বর্তমানে আইসোলেশনে রয়েছি ৷ চিকিৎসকের পরামর্শমতো আমি ওষুধ নিচ্ছি ৷ "

AJIT PAWAR TESTED CORONA POSITIVE
কোরোনা আক্রান্ত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী, ভরতি হাসপাতালে
author img

By

Published : Oct 26, 2020, 12:44 PM IST

মুম্বই, 26 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও NCP নেতা অজিত পাওয়ার ৷ তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

গতকাল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে বিরোধী নেতা দেবেন্দ্র ফড়ণবিশ আক্রান্ত হন কোরোনায় ৷ তিনি বর্তমানে মুম্বইয়ের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ দেবেন্দ্র ফড়ণবীশ নিজের টুইটার থেকে তাঁর কোরোনা পজ়িটিভ হওয়ার খবর জানান ৷ এরপর আজই বর্তমান উপ-মুখ্যমন্ত্রী আক্রান্ত হলেন কোরোনায় ৷

টুইটারে তিনি লেখেন, " আমি লকডাউনের প্রথম দিন থেকেই কাজ করছি ৷ এবার মনে হচ্ছে ভগবানও আমায় থামাতে চাইছে ৷ একটু স্বস্তি দিতে চাইছে ৷ আমার কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে ৷ বর্তমানে আইসোলেশনে রয়েছি ৷ চিকিৎসকের পরামর্শমতো আমি ওষুধ নিচ্ছি ৷ " এরপর অন্য একটি টুইট করে তিনি লেখেন , " আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা নিজেদের কোরোনা পরীক্ষা করান ৷ ভালো থাকবেন সবাই ৷ "

বর্তমানে মহারাষ্ট্রে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 16 লাখ 45 হাজার 20 জন ৷ মোট মৃত 43 হাজার 264 জন ৷ তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 14 লাখ 60 হাজার 755 জন ৷

মুম্বই, 26 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও NCP নেতা অজিত পাওয়ার ৷ তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

গতকাল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে বিরোধী নেতা দেবেন্দ্র ফড়ণবিশ আক্রান্ত হন কোরোনায় ৷ তিনি বর্তমানে মুম্বইয়ের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ দেবেন্দ্র ফড়ণবীশ নিজের টুইটার থেকে তাঁর কোরোনা পজ়িটিভ হওয়ার খবর জানান ৷ এরপর আজই বর্তমান উপ-মুখ্যমন্ত্রী আক্রান্ত হলেন কোরোনায় ৷

টুইটারে তিনি লেখেন, " আমি লকডাউনের প্রথম দিন থেকেই কাজ করছি ৷ এবার মনে হচ্ছে ভগবানও আমায় থামাতে চাইছে ৷ একটু স্বস্তি দিতে চাইছে ৷ আমার কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে ৷ বর্তমানে আইসোলেশনে রয়েছি ৷ চিকিৎসকের পরামর্শমতো আমি ওষুধ নিচ্ছি ৷ " এরপর অন্য একটি টুইট করে তিনি লেখেন , " আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা নিজেদের কোরোনা পরীক্ষা করান ৷ ভালো থাকবেন সবাই ৷ "

বর্তমানে মহারাষ্ট্রে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 16 লাখ 45 হাজার 20 জন ৷ মোট মৃত 43 হাজার 264 জন ৷ তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 14 লাখ 60 হাজার 755 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.