ETV Bharat / bharat

NCP বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কৃত অজিত পাওয়ার - এনসিপি বিধায়ক দল

আজ সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার ৷ তাঁর শপথগ্রহণের পর NCP সুপ্রিমো শরদ পাওয়ার টুইট করে জানান, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ দল এই সিদ্ধান্ত নেয়নি ৷ ভাইপো অজিত পাওয়ারের সিদ্ধান্তকে দল সমর্থন করে না বলেও NCP সুপ্রিমো স্পষ্ট করে দেন ৷

Ajit Pawar expelled
author img

By

Published : Nov 23, 2019, 12:39 PM IST

Updated : Nov 23, 2019, 1:09 PM IST

মুম্বই, 23 নভেম্বর : BJP-র সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠনের পর অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিল NCP ৷ NCP বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কার করা হল তাঁকে ৷

আজ সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার ৷ তাঁর শপথগ্রহণের পর NCP সুপ্রিমো শরদ পাওয়ার টুইট করে জানান, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ দল এই সিদ্ধান্ত নেয়নি ৷ ভাইপো অজিত পাওয়ারের সিদ্ধান্তকে দল সমর্থন করে না বলেও NCP সুপ্রিমো স্পষ্ট করে দেন ৷

তারপর কয়েকঘণ্টার মধ্য NCP বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কৃত করা হয় অজিত পাওয়ারকে ৷ বারামতী আসন থেকে এবার 1 লাখ 65 হাজার 265 ভোটে জিতেছেন অজিত ৷ 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় NCP জিতেছে 54টি আসন ৷ আজ বিকেল সাড়ে চারটেয় NCP বিধায়ক দলের নতুন নেতা নির্বাচন করা হবে বলে শরদ পাওয়ার জানিয়েছেন ৷ NCP-র অভিযোগ, বিধায়কদের স্বাক্ষর করা চিঠি দলের অফিসে রাখা ছিল ৷ সেই চিঠি সম্ভবত রাজ্যপালের কাছে জমা দিয়েছেন অজিত পাওয়ার ৷

মুম্বই, 23 নভেম্বর : BJP-র সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠনের পর অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিল NCP ৷ NCP বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কার করা হল তাঁকে ৷

আজ সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার ৷ তাঁর শপথগ্রহণের পর NCP সুপ্রিমো শরদ পাওয়ার টুইট করে জানান, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ দল এই সিদ্ধান্ত নেয়নি ৷ ভাইপো অজিত পাওয়ারের সিদ্ধান্তকে দল সমর্থন করে না বলেও NCP সুপ্রিমো স্পষ্ট করে দেন ৷

তারপর কয়েকঘণ্টার মধ্য NCP বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কৃত করা হয় অজিত পাওয়ারকে ৷ বারামতী আসন থেকে এবার 1 লাখ 65 হাজার 265 ভোটে জিতেছেন অজিত ৷ 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় NCP জিতেছে 54টি আসন ৷ আজ বিকেল সাড়ে চারটেয় NCP বিধায়ক দলের নতুন নেতা নির্বাচন করা হবে বলে শরদ পাওয়ার জানিয়েছেন ৷ NCP-র অভিযোগ, বিধায়কদের স্বাক্ষর করা চিঠি দলের অফিসে রাখা ছিল ৷ সেই চিঠি সম্ভবত রাজ্যপালের কাছে জমা দিয়েছেন অজিত পাওয়ার ৷

Mumbai, Nov 23 (ANI): Devendra Fadnavis took oath as Maharashtra Chief Minister and NCP's Ajit Pawar took oath as Deputy CM on November 23. While speaking on the political twist, Maharashtra BJP president Chandrakant Patil said, "Voters had voted for BJP-Shiv Sena alliance and we got 161 MLAs, but Shiv Sena betrayed the mandate. Since the first press conference, they had started talking about alternatives," Said Chandrakant Patil.
Last Updated : Nov 23, 2019, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.