ETV Bharat / bharat

ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পূর্ণ মন্ত্রীর মর্যাদা ; ডোভালেই ভরসা মোদির - narendra modi

অজিত ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পুনর্বহাল করা হল । NSA(ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজ়ার)-র পাশাপাশি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে তাঁকে ।

অজিত ডোভাল
author img

By

Published : Jun 3, 2019, 4:28 PM IST

দিল্লি, 3 জুন : অজিত ডোভালেই ভরসা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পুনর্বহাল করল মোদি সরকার । শুধু তাই নয়, NSA(ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজ়ার)-র পাশাপাশি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে তাঁকে ।

প্রথমে সার্জিকাল স্ট্রাইক, পরে বালাকোটে বায়ুসেনার অভিযান । পাকিস্তানের বিরুদ্ধে এই দুই পদক্ষেপেই সাফল্য পেয়েছে ভারত । নেপথ্যে ছিলেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । রাজনীতির কারবারিদের মতে, এই দুই সাফল্য নির্বাচনের আগে BJP তথা মোদির পালে যথেষ্ট হাওয়া টেনেছিল ।

প্রথম মোদি সরকারের সময় থেকেই প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ছিলেন অজিত ডোভাল । তাই ফের ক্ষমতায় আসায় তিনি ডোভালেই ভরসা রাখবেন বলে মনে করছিলেন অনেকে ।

সরকারের শীর্ষ পর্যায় সূত্রে খবর, এবার তাঁর প্রতি শুধু আস্থা রাখাই নয়, তাঁর পদমর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই । তাঁকে ক্যাবিনেট ব়্যাঙ্কের পদমর্যাদা দেওয়া হয়েছে । অর্থাৎ একজন পূর্ণ মন্ত্রীর সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন তিনি ।

দিল্লি, 3 জুন : অজিত ডোভালেই ভরসা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পুনর্বহাল করল মোদি সরকার । শুধু তাই নয়, NSA(ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজ়ার)-র পাশাপাশি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে তাঁকে ।

প্রথমে সার্জিকাল স্ট্রাইক, পরে বালাকোটে বায়ুসেনার অভিযান । পাকিস্তানের বিরুদ্ধে এই দুই পদক্ষেপেই সাফল্য পেয়েছে ভারত । নেপথ্যে ছিলেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । রাজনীতির কারবারিদের মতে, এই দুই সাফল্য নির্বাচনের আগে BJP তথা মোদির পালে যথেষ্ট হাওয়া টেনেছিল ।

প্রথম মোদি সরকারের সময় থেকেই প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ছিলেন অজিত ডোভাল । তাই ফের ক্ষমতায় আসায় তিনি ডোভালেই ভরসা রাখবেন বলে মনে করছিলেন অনেকে ।

সরকারের শীর্ষ পর্যায় সূত্রে খবর, এবার তাঁর প্রতি শুধু আস্থা রাখাই নয়, তাঁর পদমর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই । তাঁকে ক্যাবিনেট ব়্যাঙ্কের পদমর্যাদা দেওয়া হয়েছে । অর্থাৎ একজন পূর্ণ মন্ত্রীর সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন তিনি ।

New Delhi, Jun 03 (ANI): General (Retd.) VK Singh on Monday took charge as the Minister of State in the Ministry of Road Transport and Highways. He joined the Bharatiya Janata Party (BJP) in 2014 and was elected as the Member of Parliament of the Lok Sabha in the 2014 general elections. VK Singh won from Ghaziabad constituency in the 2019 Lok Sabha elections.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.