দিল্লি, 3 জুন : অজিত ডোভালেই ভরসা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পুনর্বহাল করল মোদি সরকার । শুধু তাই নয়, NSA(ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজ়ার)-র পাশাপাশি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে তাঁকে ।
প্রথমে সার্জিকাল স্ট্রাইক, পরে বালাকোটে বায়ুসেনার অভিযান । পাকিস্তানের বিরুদ্ধে এই দুই পদক্ষেপেই সাফল্য পেয়েছে ভারত । নেপথ্যে ছিলেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । রাজনীতির কারবারিদের মতে, এই দুই সাফল্য নির্বাচনের আগে BJP তথা মোদির পালে যথেষ্ট হাওয়া টেনেছিল ।
প্রথম মোদি সরকারের সময় থেকেই প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ছিলেন অজিত ডোভাল । তাই ফের ক্ষমতায় আসায় তিনি ডোভালেই ভরসা রাখবেন বলে মনে করছিলেন অনেকে ।
সরকারের শীর্ষ পর্যায় সূত্রে খবর, এবার তাঁর প্রতি শুধু আস্থা রাখাই নয়, তাঁর পদমর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই । তাঁকে ক্যাবিনেট ব়্যাঙ্কের পদমর্যাদা দেওয়া হয়েছে । অর্থাৎ একজন পূর্ণ মন্ত্রীর সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন তিনি ।