ETV Bharat / bharat

পড়ছিলেন নমাজ়, খবর পেয়েই পুলিশকে মারমুখী জনতার থেকে উদ্ধার - CAA

নাম জানতেন না ৷ মানবিকতার খাতিরেই পুলিশকর্মীকে মারমুখী জনতার হাত থেকে বাঁচিয়েছিলেন ফিরোজ়াবাদের হাজি কাদির ৷

Ajay Kumar, a police personnel was rescued from a violent mob by a local, Hajji Qadir
অজয় কুমার ও ফিরোজ় কাদির
author img

By

Published : Dec 27, 2019, 10:47 AM IST

ফিরোজ়াবাদ, 27 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে উত্তপ্ত উত্তরপ্রদেশ ৷ 20 তারিখেও চলছিল বিক্ষোভ ৷ নমাজ় পড়ছিলেন হাজ়ি কাদির ৷ উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদের বাসিন্দা ৷ আচমকাই খবর পেলেন এক পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে বাড়ির ঠিক পাশেই ৷ খবর পেয়েই নমাজ় তাড়াতাড়ি শেষ করে উঠে পড়েন তিনি ৷ বিক্ষোভকারীদের হাত থেকে পুলিশকর্মীকে বাঁচিয়ে নিয়ে আসেন বাড়িতে ৷ আশ্বস্ত করেন, ওই পুলিশ কর্মীকে ৷ বলেন, তাঁর বাড়িতে সম্পূর্ণরূপে সুরক্ষিত ওই কর্মী ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিগত কয়েকদিন ধরেই উত্তাল দেশ ৷ প্রায় প্রতিটি রাজ্যেই আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ ৷ কোথাও কোথাও বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছে ৷ উত্তরপ্রদেশের অনেক এলাকাতেই বিক্ষোভের নামে চলে তাণ্ডব ৷ 20 ডিসেম্বর উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদেও নাগরিকত্ব ইশুতে পথে নামে বিক্ষোভকারীরা ৷ শান্তিপূর্ণ সেই প্রতিবাদ হিংসাত্মক হয়ে ওঠে ৷ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে ৷ পালটা পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধ্বস্তাধস্তি, মারধর ৷ বিক্ষোভকারীরা অজয় কুমারকে সামনে পেয়ে তাঁর উপর চড়াও হয় ৷ মারধর শুরু করে ৷ পুলিশকর্মীকে মারধর করা হচ্ছে দেখে এগিয়ে যান স্থানীয় বাসিন্দা হাজ়ি কাদির ৷ তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান ৷

অজয়বাবু জানান, "বিক্ষোভকারীরা আমাকে ঘিরে ধরেছিল ৷ মারধর করছিল ৷ সে সময় কাদির এগিয়ে আসেন ৷ আমাকে উদ্ধার করেন ৷ তিনি আমায় তাঁর বাড়িতে নিয়ে যান ৷ আমার মাথায় আঘাত লেগেছিল ৷ তিনি আমায় জল এবং তাঁর পোশাক দেন ৷ সেইসঙ্গে আশ্বস্ত করেন যে আমি তাঁর বাড়িতে সুরক্ষিত ৷ পরে তিনিই আমায় থানায় নিয়ে যান ৷ তিনি যদি আমায় সেদিন না বাঁচাতেন তাহলে আমি হয়তো বাঁচতাম না ৷ "

  • Ajay Kumar: Hajji Qadir sahab took me to his home, I had injuries on one of my fingers,& head. He gave me water and his clothes & assured I will be safe. He took me to the police station later. He came like an angel in my life, had it not been for him, I would have been killed. pic.twitter.com/IBDwhfhrg4

    — ANI UP (@ANINewsUP) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ বিষয়ে হাজ়ি কাদিরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি নমাজ় পড়ছিলাম ৷ সে সময় জানতে পারি বিক্ষোভকারীরা এক পুলিশকর্মীর উপর চড়াও হয়েছে ৷ তাড়াতাড়ি নমাজ় পড়া শেষ করে বাইরে যাই ৷ উদ্ধার করি ৷ বাড়িতে নিয়ে আসি ৷ কিন্তু আমি তাঁর নাম জানতাম না ৷ যা কিছুই করেছি মানবিকতার খাতিরে করেছি ৷ "

পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু নিয়ে যোগী আদিত্যনাথের রাজ্যে বিতর্ক চলছেই ৷ ধর্মের নামে বিভাজনের অভিযোগও উঠেছে ৷ ঠিক সেই সময় দেশের মূল সুরের এমনই ছবি ধরা পড়ল উত্তরপ্রদেশেই ৷

  • Hajji Qadir: I was reading namaaz when I was told a policeman has been surrounded by the mob. He was severely injured, I assured him that I will save him. I didn't know his name at the time, what I did was for humanity. https://t.co/00lqTYvDB9 pic.twitter.com/ZKPeDAk1u4

    — ANI UP (@ANINewsUP) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফিরোজ়াবাদ, 27 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে উত্তপ্ত উত্তরপ্রদেশ ৷ 20 তারিখেও চলছিল বিক্ষোভ ৷ নমাজ় পড়ছিলেন হাজ়ি কাদির ৷ উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদের বাসিন্দা ৷ আচমকাই খবর পেলেন এক পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে বাড়ির ঠিক পাশেই ৷ খবর পেয়েই নমাজ় তাড়াতাড়ি শেষ করে উঠে পড়েন তিনি ৷ বিক্ষোভকারীদের হাত থেকে পুলিশকর্মীকে বাঁচিয়ে নিয়ে আসেন বাড়িতে ৷ আশ্বস্ত করেন, ওই পুলিশ কর্মীকে ৷ বলেন, তাঁর বাড়িতে সম্পূর্ণরূপে সুরক্ষিত ওই কর্মী ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিগত কয়েকদিন ধরেই উত্তাল দেশ ৷ প্রায় প্রতিটি রাজ্যেই আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ ৷ কোথাও কোথাও বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছে ৷ উত্তরপ্রদেশের অনেক এলাকাতেই বিক্ষোভের নামে চলে তাণ্ডব ৷ 20 ডিসেম্বর উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদেও নাগরিকত্ব ইশুতে পথে নামে বিক্ষোভকারীরা ৷ শান্তিপূর্ণ সেই প্রতিবাদ হিংসাত্মক হয়ে ওঠে ৷ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে ৷ পালটা পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধ্বস্তাধস্তি, মারধর ৷ বিক্ষোভকারীরা অজয় কুমারকে সামনে পেয়ে তাঁর উপর চড়াও হয় ৷ মারধর শুরু করে ৷ পুলিশকর্মীকে মারধর করা হচ্ছে দেখে এগিয়ে যান স্থানীয় বাসিন্দা হাজ়ি কাদির ৷ তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান ৷

অজয়বাবু জানান, "বিক্ষোভকারীরা আমাকে ঘিরে ধরেছিল ৷ মারধর করছিল ৷ সে সময় কাদির এগিয়ে আসেন ৷ আমাকে উদ্ধার করেন ৷ তিনি আমায় তাঁর বাড়িতে নিয়ে যান ৷ আমার মাথায় আঘাত লেগেছিল ৷ তিনি আমায় জল এবং তাঁর পোশাক দেন ৷ সেইসঙ্গে আশ্বস্ত করেন যে আমি তাঁর বাড়িতে সুরক্ষিত ৷ পরে তিনিই আমায় থানায় নিয়ে যান ৷ তিনি যদি আমায় সেদিন না বাঁচাতেন তাহলে আমি হয়তো বাঁচতাম না ৷ "

  • Ajay Kumar: Hajji Qadir sahab took me to his home, I had injuries on one of my fingers,& head. He gave me water and his clothes & assured I will be safe. He took me to the police station later. He came like an angel in my life, had it not been for him, I would have been killed. pic.twitter.com/IBDwhfhrg4

    — ANI UP (@ANINewsUP) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ বিষয়ে হাজ়ি কাদিরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি নমাজ় পড়ছিলাম ৷ সে সময় জানতে পারি বিক্ষোভকারীরা এক পুলিশকর্মীর উপর চড়াও হয়েছে ৷ তাড়াতাড়ি নমাজ় পড়া শেষ করে বাইরে যাই ৷ উদ্ধার করি ৷ বাড়িতে নিয়ে আসি ৷ কিন্তু আমি তাঁর নাম জানতাম না ৷ যা কিছুই করেছি মানবিকতার খাতিরে করেছি ৷ "

পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু নিয়ে যোগী আদিত্যনাথের রাজ্যে বিতর্ক চলছেই ৷ ধর্মের নামে বিভাজনের অভিযোগও উঠেছে ৷ ঠিক সেই সময় দেশের মূল সুরের এমনই ছবি ধরা পড়ল উত্তরপ্রদেশেই ৷

  • Hajji Qadir: I was reading namaaz when I was told a policeman has been surrounded by the mob. He was severely injured, I assured him that I will save him. I didn't know his name at the time, what I did was for humanity. https://t.co/00lqTYvDB9 pic.twitter.com/ZKPeDAk1u4

    — ANI UP (@ANINewsUP) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Lucknow (UP), Dec 27 (ANI): Uttar Pradesh Government sent notice to rioters who were involved in violent protest against Citizenship (Amendment) Act in Lucknow on December 19. Government seeks to recover damages to the tunes of over Rs 2 crore of public property during the protest. Notices were sent to 42 rioters in Lucknow. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath had announced that violent protestors will be dealt seriously and their property will be seized.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.