ETV Bharat / bharat

কোঝিকোড়ের দুর্ঘটনা উসকে দিল মেঙ্গালুরুর স্মৃতি - বিমান দুর্ঘটনা

শুক্রবার সন্ধ্যা । প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা ভয়ঙ্কর কমে গেছিল, তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ ঠিক ছিল । কিন্তু অবতরণের সময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারায় বিমানটি ।

কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা
কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা
author img

By

Published : Aug 7, 2020, 9:56 PM IST

Updated : Aug 8, 2020, 4:39 PM IST

কোঝিকোড় (কেরালা), 7 অগাস্ট : যেন ইতিহাসের পুনরাবৃত্তি । বছর ঘুরতে না ঘুরতেই ফের কেরালার কারিপুর বিমানবন্দর ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল । গত বছর এই বিমানবন্দরই দুর্ঘটনার সাক্ষী থেকেছিল । পাশাপাশি, আজকের দুর্ঘটনা উসকে দিল বছর দশেক আগের মেঙ্গালুরু বিমানবন্দরের ভয়াবহ দুর্ঘটনা । সে দিনও একই ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বন্দরের পাঁচিল ভেঙে বেরিয়ে গিয়েছিল বিমান । 166 জন আরহী নিয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি । প্রাণ হারিয়েছিলেন 158 জন ।

7 অগাস্ট । সন্ধ্যা 7 টা 45 মিনিট । দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমান পিছলে গেল একই বন্দরে । প্রাথমিকভাবে জানানো হয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 16 জন । আহত 123-এর বেশি । কিন্তু যেভাবে প্রবল বর্ষার মধ্যে পিছলে যাওয়া বিমানটার দু'টুকরো হয়ে গিয়েছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা । ঘটনার পরই উদ্ধারকার্য এবং পরিস্থিতির খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ফোন করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে ।

  • Pained by the plane accident in Kozhikode. My thoughts are with those who lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Kerala CM @vijayanpinarayi Ji regarding the situation. Authorities are at the spot, providing all assistance to the affected.

    — Narendra Modi (@narendramodi) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার সন্ধ্যা । প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা ভয়ঙ্কর কমে গেছিল । সব ঠিকঠাক ছিল । 'বন্দে ভারত' মিশনের এই বিমানটিতে দেশে ফিরছিলেন বিদেশ আটকে থাকা ভারতীয়রা । এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগও ঠিক ছিল । বন্দর কর্তৃপক্ষের সবুজ সংকেত পেয়েই অবতরণ করছিলেন পাইলট । কিন্তু, প্রবল বৃষ্টিতে পিছলে যায় বিমানের চাকা । নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট । মুহূর্তে 30 ফুট গভীর খাদে পড়ে যায় বিমানটি । দু'টুকরো হয়ে যায় ।

  • Distressed to learn about the tragic accident of Air India Express aircraft in Kozhikode, Kerala.

    Have instructed NDRF to reach the site at the earliest and assist with the rescue operations.

    — Amit Shah (@AmitShah) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সন্ধের অন্ধকারের সঙ্গে বৃষ্টি - স্বাভাবিকভাবেই প্রাথমিক উদ্ধারকার্য ব্যাহত হয় । প্রাথমিক ধাক্কা সামলে বন্দরকর্মীরা থেকে শুরু করে NDRF, কেরালা পুলিশকে উদ্ধারকার্যে নামানো হয় । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের । শুরু হয় চিকিৎসা । ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকার্যের নির্দেশ দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । নিহতদের পরিবারর প্রতি শোকপ্রকাশ করেছেন । পরিস্থিতির খোঁজ নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । নিহতের পরিবারের প্রতি শোক জানিয়ে টুইট করেন রাহুল গান্ধি, জয়শংকর থেকে শুরু করে শশী থারুর, সকলেই ।

  • Have instructed Police and Fire Force to take urgent action in the wake of the plane crash at the Kozhikode International airport (CCJ) in Karipur. Have also directed the officials to make necessary arrangements for rescue and medical support.

    — Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

DGCA-এর তরফে জানানো হয়েছে, বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না বলেই প্রাথমিকভাবে খবর । প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়াই দুর্ঘটনার অন্যতম কারণ । বৃষ্টি এবং জমে থাকা জলের কারণে চাকা পিছলে যায় বিমানটির । বন্দরের দেওয়াল ভেঙে 30 ফুট গভীর খাদে ঢুকে যায় বিমানটি ।

দুর্ঘটনার খোঁজখবর নেওয়ার জন্য কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে ফোন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । শোক জানিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খানও ।

  • Deeply distressed to hear about the tragic plane crash of Air India Express flight at Kozhikode, Kerala. Spoke to @KeralaGovernor Shri Arif Mohammed Khan and inquired about the situation. Thoughts and prayers with affected passengers, crew members and their families.

    — President of India (@rashtrapatibhvn) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিমানবন্দর সূত্রে খবর, প্রবল বর্ষার কারণে উদ্ধারকার্য প্রাথমিকভাবে ব্যাহত হয় । তবে যত দ্রুত সম্ভব আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে । ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে DGCA । দুর্ঘটনার পরেই শতাধিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় । আহতদের হাসপাতালে পাঠানো হয় ।

  • Shocked at the devastating news of the plane mishap in Kozhikode. Deepest condolences to the friends and family of those who died in this accident. Prayers for the speedy recovery of the injured.

    — Rahul Gandhi (@RahulGandhi) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোঝিকোড় (কেরালা), 7 অগাস্ট : যেন ইতিহাসের পুনরাবৃত্তি । বছর ঘুরতে না ঘুরতেই ফের কেরালার কারিপুর বিমানবন্দর ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল । গত বছর এই বিমানবন্দরই দুর্ঘটনার সাক্ষী থেকেছিল । পাশাপাশি, আজকের দুর্ঘটনা উসকে দিল বছর দশেক আগের মেঙ্গালুরু বিমানবন্দরের ভয়াবহ দুর্ঘটনা । সে দিনও একই ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বন্দরের পাঁচিল ভেঙে বেরিয়ে গিয়েছিল বিমান । 166 জন আরহী নিয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি । প্রাণ হারিয়েছিলেন 158 জন ।

7 অগাস্ট । সন্ধ্যা 7 টা 45 মিনিট । দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমান পিছলে গেল একই বন্দরে । প্রাথমিকভাবে জানানো হয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 16 জন । আহত 123-এর বেশি । কিন্তু যেভাবে প্রবল বর্ষার মধ্যে পিছলে যাওয়া বিমানটার দু'টুকরো হয়ে গিয়েছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা । ঘটনার পরই উদ্ধারকার্য এবং পরিস্থিতির খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ফোন করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে ।

  • Pained by the plane accident in Kozhikode. My thoughts are with those who lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Kerala CM @vijayanpinarayi Ji regarding the situation. Authorities are at the spot, providing all assistance to the affected.

    — Narendra Modi (@narendramodi) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার সন্ধ্যা । প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা ভয়ঙ্কর কমে গেছিল । সব ঠিকঠাক ছিল । 'বন্দে ভারত' মিশনের এই বিমানটিতে দেশে ফিরছিলেন বিদেশ আটকে থাকা ভারতীয়রা । এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগও ঠিক ছিল । বন্দর কর্তৃপক্ষের সবুজ সংকেত পেয়েই অবতরণ করছিলেন পাইলট । কিন্তু, প্রবল বৃষ্টিতে পিছলে যায় বিমানের চাকা । নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট । মুহূর্তে 30 ফুট গভীর খাদে পড়ে যায় বিমানটি । দু'টুকরো হয়ে যায় ।

  • Distressed to learn about the tragic accident of Air India Express aircraft in Kozhikode, Kerala.

    Have instructed NDRF to reach the site at the earliest and assist with the rescue operations.

    — Amit Shah (@AmitShah) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সন্ধের অন্ধকারের সঙ্গে বৃষ্টি - স্বাভাবিকভাবেই প্রাথমিক উদ্ধারকার্য ব্যাহত হয় । প্রাথমিক ধাক্কা সামলে বন্দরকর্মীরা থেকে শুরু করে NDRF, কেরালা পুলিশকে উদ্ধারকার্যে নামানো হয় । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের । শুরু হয় চিকিৎসা । ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকার্যের নির্দেশ দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । নিহতদের পরিবারর প্রতি শোকপ্রকাশ করেছেন । পরিস্থিতির খোঁজ নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । নিহতের পরিবারের প্রতি শোক জানিয়ে টুইট করেন রাহুল গান্ধি, জয়শংকর থেকে শুরু করে শশী থারুর, সকলেই ।

  • Have instructed Police and Fire Force to take urgent action in the wake of the plane crash at the Kozhikode International airport (CCJ) in Karipur. Have also directed the officials to make necessary arrangements for rescue and medical support.

    — Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

DGCA-এর তরফে জানানো হয়েছে, বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না বলেই প্রাথমিকভাবে খবর । প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়াই দুর্ঘটনার অন্যতম কারণ । বৃষ্টি এবং জমে থাকা জলের কারণে চাকা পিছলে যায় বিমানটির । বন্দরের দেওয়াল ভেঙে 30 ফুট গভীর খাদে ঢুকে যায় বিমানটি ।

দুর্ঘটনার খোঁজখবর নেওয়ার জন্য কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে ফোন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । শোক জানিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খানও ।

  • Deeply distressed to hear about the tragic plane crash of Air India Express flight at Kozhikode, Kerala. Spoke to @KeralaGovernor Shri Arif Mohammed Khan and inquired about the situation. Thoughts and prayers with affected passengers, crew members and their families.

    — President of India (@rashtrapatibhvn) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিমানবন্দর সূত্রে খবর, প্রবল বর্ষার কারণে উদ্ধারকার্য প্রাথমিকভাবে ব্যাহত হয় । তবে যত দ্রুত সম্ভব আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে । ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে DGCA । দুর্ঘটনার পরেই শতাধিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় । আহতদের হাসপাতালে পাঠানো হয় ।

  • Shocked at the devastating news of the plane mishap in Kozhikode. Deepest condolences to the friends and family of those who died in this accident. Prayers for the speedy recovery of the injured.

    — Rahul Gandhi (@RahulGandhi) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Aug 8, 2020, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.