ETV Bharat / bharat

কোঝিকোড়ের রানওয়েতে পিছলে দু'টুকরো বিমান, মৃত 18 - কোঝিকোড় বিমান দুর্ঘটনা

কেরালার কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান IX 1344 ।

Air India Express Flight skidds off
কারিপুর বিমানবন্দর
author img

By

Published : Aug 7, 2020, 8:57 PM IST

Updated : Aug 8, 2020, 9:09 AM IST

কোঝিকোড়, 7 অগাস্ট : কেরালায় কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান । 184 জন যাত্রী ছিলেন বিমানটিতে । দুই পাইলট সহ মৃত্যু হয়েছে 18 জনের । জখম কমপক্ষে 123 জন । আজ দুর্ঘটনাস্থান পরিদর্শন করবেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী।

আবহাওয়া খারাপ ছিল । প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল । প্রতিকূল পরিস্থিতিতে রানওয়েতে অবতরণের সময় পিছলে যায় বিমানটি । বন্দে ভারত মিশনের আওতায় বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল ।

  • A Dubai-Kozhikode Air India Express flight fell down into the valley after landing at Runway 10 of Karipur Airport & broke down in two pieces. There were 191 people on board. Visibility was 2000 meter at the time of landing: Directorate General of Civil Aviation (DGCA)

    — ANI (@ANI) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে DGCA ।

পুলিশ ও দমকলকে দ্রুত পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।

ওই বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন দীপক শাঠে । এই দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে । তাঁর বাড়ি মুম্বইয়ে । 2005 সাল থেকে তিনি এয়ার ইন্ডিয়ার সঙ্গে নিযুক্ত ছিলেন । এর আগে তিনি বায়ুসেনার উইং কম্যান্ডার ছিলেন । দুর্ঘটনার কবলে পড়া বিমানের কো-পাইলট অখিলেশ কুমারেরও মৃত্যু হয়েছে ।

  • #WATCH Kerala: Dubai-Kozhikode Air India flight (IX-1344) with 190 people onboard skidded during landing at Karipur Airport today. (Video source: Karipur Airport official) pic.twitter.com/aX90CYve90

    — ANI (@ANI) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুর্ঘটনার জেরে কারিপুর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে । সমস্ত বিমান কান্নুন বিমানবন্দর থেকে যাতায়াত করবে বলে জানানো হয়েছে । NDRF-কে যত দ্রুত সম্ভব দুর্ঘটনাস্থানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

  • Distressed to learn about the tragic accident of Air India Express aircraft in Kozhikode, Kerala.

    Have instructed NDRF to reach the site at the earliest and assist with the rescue operations.

    — Amit Shah (@AmitShah) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোঝিকোড়, 7 অগাস্ট : কেরালায় কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান । 184 জন যাত্রী ছিলেন বিমানটিতে । দুই পাইলট সহ মৃত্যু হয়েছে 18 জনের । জখম কমপক্ষে 123 জন । আজ দুর্ঘটনাস্থান পরিদর্শন করবেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী।

আবহাওয়া খারাপ ছিল । প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল । প্রতিকূল পরিস্থিতিতে রানওয়েতে অবতরণের সময় পিছলে যায় বিমানটি । বন্দে ভারত মিশনের আওতায় বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল ।

  • A Dubai-Kozhikode Air India Express flight fell down into the valley after landing at Runway 10 of Karipur Airport & broke down in two pieces. There were 191 people on board. Visibility was 2000 meter at the time of landing: Directorate General of Civil Aviation (DGCA)

    — ANI (@ANI) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে DGCA ।

পুলিশ ও দমকলকে দ্রুত পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।

ওই বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন দীপক শাঠে । এই দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে । তাঁর বাড়ি মুম্বইয়ে । 2005 সাল থেকে তিনি এয়ার ইন্ডিয়ার সঙ্গে নিযুক্ত ছিলেন । এর আগে তিনি বায়ুসেনার উইং কম্যান্ডার ছিলেন । দুর্ঘটনার কবলে পড়া বিমানের কো-পাইলট অখিলেশ কুমারেরও মৃত্যু হয়েছে ।

  • #WATCH Kerala: Dubai-Kozhikode Air India flight (IX-1344) with 190 people onboard skidded during landing at Karipur Airport today. (Video source: Karipur Airport official) pic.twitter.com/aX90CYve90

    — ANI (@ANI) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুর্ঘটনার জেরে কারিপুর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে । সমস্ত বিমান কান্নুন বিমানবন্দর থেকে যাতায়াত করবে বলে জানানো হয়েছে । NDRF-কে যত দ্রুত সম্ভব দুর্ঘটনাস্থানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

  • Distressed to learn about the tragic accident of Air India Express aircraft in Kozhikode, Kerala.

    Have instructed NDRF to reach the site at the earliest and assist with the rescue operations.

    — Amit Shah (@AmitShah) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Aug 8, 2020, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.