ETV Bharat / bharat

"ঝাঁকিয়ে দিয়েছি, ওদের ঘুম আসবে কী করে?" পাকিস্তানকে খোঁচা বায়ুসেনার - Air Strike

নাম না করে পাকিস্তানকে খোঁচা বায়ুসেনার

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 8, 2019, 6:09 PM IST

দিল্লি, ৮ মার্চ : "আমরা তো ওদের ঝাঁকিয়ে দিয়েছি। এখন ওদের ঘুম আসবে কী করে?" এভাবেই আজ নাম না করে পাকিস্তানকে বিঁধল ভারতীয় বায়ুসেনা। তাদের তরফে টুইটারে এই কবিতা পোস্ট করা হয়। কবিতাটি লিখেছেন বিপিন এলাহাবাদী।

কবিতায় লেখা হয়েছে, "কেউ সব সীমা লঙ্ঘন করায় ম্রিগমরীচিকাকে সীমান্ত পার করতে হয়েছে।" সংশ্লিষ্ট মহলের পর্যবেক্ষণ, এখানে ম্রিগমরীচিকা বলতে মিরাজ ২০০০-কে বোঝানো হয়েছে। যা ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দেয়।

  • हद सरहद की

    आज किसी ने सरहदें पार की,
    क्योंकि किसी ने सारी हदें पार की।
    उस लड़ाकू में, जिसका अर्थ मृगमरीचिका है,
    एक हक़ीक़त, गयी रात हमने बयाँ की।
    आज किसी ने सरहदें पार की...

    . .. विपिन 'इलाहाबादी', २७ फरवरी २०१९ pic.twitter.com/9nymkFLzhk

    — Indian Air Force (@IAF_MCC) March 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কবিতায় লেখা রয়েছে, "এবার আমরা সীমান্ত পার করেছি। এক অভূতপূর্ব উপায়ে আমরা প্রতিকূলতাকে ছুঁয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল নিজের পথ শুধরে নেওয়ার জন্য তাকে সতর্ক করা।" কবিতাটি পুরোপুরি ব্যক্তিবিশেষকে উদ্দেশ্য করে লেখা হলেও নেটিজেনদের মত, ঘুরিয়ে পাকিস্তানকে বিদ্রুপ করেছে ভারতীয় বায়ুসেনা।

দিল্লি, ৮ মার্চ : "আমরা তো ওদের ঝাঁকিয়ে দিয়েছি। এখন ওদের ঘুম আসবে কী করে?" এভাবেই আজ নাম না করে পাকিস্তানকে বিঁধল ভারতীয় বায়ুসেনা। তাদের তরফে টুইটারে এই কবিতা পোস্ট করা হয়। কবিতাটি লিখেছেন বিপিন এলাহাবাদী।

কবিতায় লেখা হয়েছে, "কেউ সব সীমা লঙ্ঘন করায় ম্রিগমরীচিকাকে সীমান্ত পার করতে হয়েছে।" সংশ্লিষ্ট মহলের পর্যবেক্ষণ, এখানে ম্রিগমরীচিকা বলতে মিরাজ ২০০০-কে বোঝানো হয়েছে। যা ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দেয়।

  • हद सरहद की

    आज किसी ने सरहदें पार की,
    क्योंकि किसी ने सारी हदें पार की।
    उस लड़ाकू में, जिसका अर्थ मृगमरीचिका है,
    एक हक़ीक़त, गयी रात हमने बयाँ की।
    आज किसी ने सरहदें पार की...

    . .. विपिन 'इलाहाबादी', २७ फरवरी २०१९ pic.twitter.com/9nymkFLzhk

    — Indian Air Force (@IAF_MCC) March 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কবিতায় লেখা রয়েছে, "এবার আমরা সীমান্ত পার করেছি। এক অভূতপূর্ব উপায়ে আমরা প্রতিকূলতাকে ছুঁয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল নিজের পথ শুধরে নেওয়ার জন্য তাকে সতর্ক করা।" কবিতাটি পুরোপুরি ব্যক্তিবিশেষকে উদ্দেশ্য করে লেখা হলেও নেটিজেনদের মত, ঘুরিয়ে পাকিস্তানকে বিদ্রুপ করেছে ভারতীয় বায়ুসেনা।

Digital Advisory
Friday 8th March 2019
++CLIENT NOTE, PLEASE DO NOT USE SOCCER: CHELSEA - A MAURIZIO SARRI NEWS CONFERENCE EDIT ON VIDEOHUB/MEDIAPORT++
This story is strictly embargoed until 22:30GMT on Friday 8th March 2019.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.