হায়দরাবাদ, 22 ডিসেম্বর : হায়দরাবাদ গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের শব-ব্যবচ্ছেদ (অটোপসি) করা হোক । গতকাল এই নির্দেশ দিয়েছিল তেলাঙ্গানা হাইকোর্ট । আর সেই মতো আজ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (AIIMS) থেকে তিন বিশেষজ্ঞের দল পাঠানো হল হায়দরাবাদে ৷
আদালতের নির্দেশে বলা ছিল, 23 ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে এই অটোপসির কাজ শেষ করতে হবে । দিল্লি AIIMS-র ফরেনসিক অফিসাররা অটোপসি করবেন ৷ সেই মতোই তিন বিশেষজ্ঞের দলকে পাঠাল AIIMS ৷
গত 28 নভেম্বর এক পশুচিকিৎসক যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে হায়দরাবাদে ৷ পরদিন ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয় । 6 ডিসেম্বর তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তদের ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় । পুলিশের দাবি, সেই সময় অভিযুক্তরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে । সেসময় বাধ্য হয়ে তাদের এনকাউন্টারে হত্যা করে বলে জানায় পুলিশ ।