ETV Bharat / bharat

হায়দরাবাদ এনকাউন্টারে মৃতদের শব-ব্যবচ্ছেদে 3 সদস্যের প্রতিনিধি পাঠাল AIIMS - এনকাউন্টার

হায়দরাবাদ গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের শব-ব্যবচ্ছেদ (অটোপসি) করা হোক । এই নির্দেশ দিয়েছিল তেলাঙ্গানা হাইকোর্ট । আর সেই মতো আজ দিল্লির AIIMS থেকে তিন বিশেষজ্ঞের দল পাঠানো হল হায়দরাবাদে ৷

AIIMS
ফাইল ফোটো
author img

By

Published : Dec 22, 2019, 12:56 PM IST

হায়দরাবাদ, 22 ডিসেম্বর : হায়দরাবাদ গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের শব-ব্যবচ্ছেদ (অটোপসি) করা হোক । গতকাল এই নির্দেশ দিয়েছিল তেলাঙ্গানা হাইকোর্ট । আর সেই মতো আজ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (AIIMS) থেকে তিন বিশেষজ্ঞের দল পাঠানো হল হায়দরাবাদে ৷

আদালতের নির্দেশে বলা ছিল, 23 ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে এই অটোপসির কাজ শেষ করতে হবে । দিল্লি AIIMS-র ফরেনসিক অফিসাররা অটোপসি করবেন ৷ সেই মতোই তিন বিশেষজ্ঞের দলকে পাঠাল AIIMS ৷

গত 28 নভেম্বর এক পশুচিকিৎসক যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে হায়দরাবাদে ৷ পরদিন ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয় । 6 ডিসেম্বর তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তদের ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় । পুলিশের দাবি, সেই সময় অভিযুক্তরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে । সেসময় বাধ্য হয়ে তাদের এনকাউন্টারে হত্যা করে বলে জানায় পুলিশ ।

হায়দরাবাদ, 22 ডিসেম্বর : হায়দরাবাদ গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের শব-ব্যবচ্ছেদ (অটোপসি) করা হোক । গতকাল এই নির্দেশ দিয়েছিল তেলাঙ্গানা হাইকোর্ট । আর সেই মতো আজ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (AIIMS) থেকে তিন বিশেষজ্ঞের দল পাঠানো হল হায়দরাবাদে ৷

আদালতের নির্দেশে বলা ছিল, 23 ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে এই অটোপসির কাজ শেষ করতে হবে । দিল্লি AIIMS-র ফরেনসিক অফিসাররা অটোপসি করবেন ৷ সেই মতোই তিন বিশেষজ্ঞের দলকে পাঠাল AIIMS ৷

গত 28 নভেম্বর এক পশুচিকিৎসক যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে হায়দরাবাদে ৷ পরদিন ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয় । 6 ডিসেম্বর তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তদের ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় । পুলিশের দাবি, সেই সময় অভিযুক্তরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে । সেসময় বাধ্য হয়ে তাদের এনকাউন্টারে হত্যা করে বলে জানায় পুলিশ ।

Cuttack (Odisha), Dec 21 (ANI): The players of West Indies cricket team practiced at the Barabati Stadium in Cuttack ahead of third and final ODI against India, on December 21. The two teams will lock horns against each other in the third and final ODI?of the series on December 22. West Indies won the first contest by 8 wickets while India hit back in the second, winning the match by 107 runs.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.