ETV Bharat / bharat

যত দোষ বাতাসের ! স্কুটি চালকের মৃত্যুর পর বললেন নেতা

প্রায় 1 মাস আগের ঘটনা । শুভশ্রী রবি (23) চেন্নাইয়ের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন । 12 সেপ্টেম্বর তিনি স্কুটি চালিয়ে যখন অফিসে যাচ্ছিলেন তখন একটি হোর্ডিং ভেঙে পড়ে তাঁর উপর । হোর্ডিংয়ের আঘাতে স্কুটি থেকে পড়ে যান শুভশ্রী । পেছন থেকে একটি ট্রাক এসে তাঁকে চাপা দিয়ে চলে যায় । গুরতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা শুভশ্রীকে মৃত বলে ঘোষণা করেন ।

Accident
author img

By

Published : Oct 7, 2019, 10:27 AM IST

চেন্নাই, 7 অক্টোবর : প্রায় 1 মাস আগের ঘটনা । শুভশ্রী রবি (23) চেন্নাইয়ের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন । 12 সেপ্টেম্বর তিনি স্কুটি চালিয়ে যখন অফিসে যাচ্ছিলেন তখন একটি হোর্ডিং ভেঙে পড়ে তাঁর উপর । হোর্ডিংয়ের আঘাতে স্কুটি থেকে পড়ে যান শুভশ্রী । পেছন থেকে একটি ট্রাক এসে তাঁকে চাপা দিয়ে চলে যায় । গুরতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা শুভশ্রীকে মৃত বলে ঘোষণা করেন ।

যে হোর্ডিংটি ভেঙে পড়েছিল সেটি ছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর একটি লাইফ-সাইজ় কাটআউট । রাস্তার ধারে অবৈধভাবে হোর্ডিংটি লাগিয়েছিলেন AIADMK-র সদস্য জয়াগোপাল । ঘটনার প্রায় তিন সপ্তাহ পর পুলিশ তাকে গ্রেপ্তার করে । কিন্তু দলের অন্যতম বর্ষীয়ান নেতা সি পুন্নাইয়া জয়াগোপালকে এই ঘটনায় দোষী মানতে রাজি নন । গতকাল তিনি স্থানীয় এক TV চ্যানেলে বলেন, "ওই ঘটনায় আমাদের দলের কর্মীর কোনও দোষ নেই । যদি কারও দোষ থাকে তবে সেটা হল বাতাস । ঘটনার সময় এলাকায় দমকা বাতাস দিচ্ছিল । তার জেরেই হোর্ডিংটি ভেঙে পড়ে । যদি কারও বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতেই হয়, তবে বাতাসের বিরুদ্ধেই জানানো উচিত । " যদিও রাস্তার ধারে অবৈধভাবে হোর্ডিং কেন লাগানো হয়েছিল, তা নিয়ে ওই বর্ষীয়ান নেতা কোনও মন্তব্য করেননি ।

শুভশ্রীর মৃত্যুর পর রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে অবৈধভাবে লাগানো রাজনৈতিক দলগুলির হোর্ডিংয়ের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছেন । বিষয়টি নিয়ে মাদ্রাজ় হাইকোর্টও উদ্বেগ প্রকাশ করেছে । অবৈধভাবে হোর্ডিং লাগানো বন্ধ করতে রাজ্য সরকারকে অবিলম্বে কড়া পদক্ষেপ করতে বলেছে হাইকোর্ট । হাইকোর্ট প্রশ্ন করেছে, "আর কত রক্তপাতের পর রাজ্য সরকার নড়েচড়ে বসবে ?"

2017 সালেও রাস্তার ধারে অবৈধভাবে লাগানো হোর্ডিংয়ের সঙ্গে বাইকের ধাক্কায় এক তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু হয় । তিনি অ্যামেরিকায় চাকরি করতেন । বিয়ে করার জন্য দেশে ফিরেছিলেন । সেই সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় । সেই হোর্ডিংটিও লাগিয়েছিল AIADMK-র এক কর্মী ।

তবে এত কিছুর পরেও পরিস্থিতি পালটায়নি । চলতি মাসেই চেন্নাইয়ের অদূরে মামাল্লাপূরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চিনের প্রেসিডেন্ট জ়ি জিনপিং-এর বৈঠক হওয়ার কথা । বৈঠক উপলক্ষে ইতিমধ্যে 30টি বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে রাস্তার দু'ধারে ।

চেন্নাই, 7 অক্টোবর : প্রায় 1 মাস আগের ঘটনা । শুভশ্রী রবি (23) চেন্নাইয়ের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন । 12 সেপ্টেম্বর তিনি স্কুটি চালিয়ে যখন অফিসে যাচ্ছিলেন তখন একটি হোর্ডিং ভেঙে পড়ে তাঁর উপর । হোর্ডিংয়ের আঘাতে স্কুটি থেকে পড়ে যান শুভশ্রী । পেছন থেকে একটি ট্রাক এসে তাঁকে চাপা দিয়ে চলে যায় । গুরতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা শুভশ্রীকে মৃত বলে ঘোষণা করেন ।

যে হোর্ডিংটি ভেঙে পড়েছিল সেটি ছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর একটি লাইফ-সাইজ় কাটআউট । রাস্তার ধারে অবৈধভাবে হোর্ডিংটি লাগিয়েছিলেন AIADMK-র সদস্য জয়াগোপাল । ঘটনার প্রায় তিন সপ্তাহ পর পুলিশ তাকে গ্রেপ্তার করে । কিন্তু দলের অন্যতম বর্ষীয়ান নেতা সি পুন্নাইয়া জয়াগোপালকে এই ঘটনায় দোষী মানতে রাজি নন । গতকাল তিনি স্থানীয় এক TV চ্যানেলে বলেন, "ওই ঘটনায় আমাদের দলের কর্মীর কোনও দোষ নেই । যদি কারও দোষ থাকে তবে সেটা হল বাতাস । ঘটনার সময় এলাকায় দমকা বাতাস দিচ্ছিল । তার জেরেই হোর্ডিংটি ভেঙে পড়ে । যদি কারও বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতেই হয়, তবে বাতাসের বিরুদ্ধেই জানানো উচিত । " যদিও রাস্তার ধারে অবৈধভাবে হোর্ডিং কেন লাগানো হয়েছিল, তা নিয়ে ওই বর্ষীয়ান নেতা কোনও মন্তব্য করেননি ।

শুভশ্রীর মৃত্যুর পর রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে অবৈধভাবে লাগানো রাজনৈতিক দলগুলির হোর্ডিংয়ের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছেন । বিষয়টি নিয়ে মাদ্রাজ় হাইকোর্টও উদ্বেগ প্রকাশ করেছে । অবৈধভাবে হোর্ডিং লাগানো বন্ধ করতে রাজ্য সরকারকে অবিলম্বে কড়া পদক্ষেপ করতে বলেছে হাইকোর্ট । হাইকোর্ট প্রশ্ন করেছে, "আর কত রক্তপাতের পর রাজ্য সরকার নড়েচড়ে বসবে ?"

2017 সালেও রাস্তার ধারে অবৈধভাবে লাগানো হোর্ডিংয়ের সঙ্গে বাইকের ধাক্কায় এক তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু হয় । তিনি অ্যামেরিকায় চাকরি করতেন । বিয়ে করার জন্য দেশে ফিরেছিলেন । সেই সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় । সেই হোর্ডিংটিও লাগিয়েছিল AIADMK-র এক কর্মী ।

তবে এত কিছুর পরেও পরিস্থিতি পালটায়নি । চলতি মাসেই চেন্নাইয়ের অদূরে মামাল্লাপূরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চিনের প্রেসিডেন্ট জ়ি জিনপিং-এর বৈঠক হওয়ার কথা । বৈঠক উপলক্ষে ইতিমধ্যে 30টি বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে রাস্তার দু'ধারে ।

Pune (Maharashtra), Oct 07 (ANI): All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) chief Asaduddin Owaisi on Sunday attacked Congress saying that even the best calcium injection wouldn't be able to strengthen the grand old party. While addressing a gathering in Pune on October 06, Owaisi said, "Congress has weakened. Strength cannot be infused into it even if the best calcium injection of the world is administered to it. They are going downwards now and no one can pick them up because they themselves aren't ready to put up a fight." The AIMIM chief also attacked the ruling Bharatiya Janata Party (BJP) and said that the country is heading towards fascism. "More than 100 seats are reserved for minorities but has any party given them any leadership position? This is the reason that when on economical grounds the reservation bill was brought and passed in Parliament by the BJP, there was no minority MP to oppose it," he added. Owaisi also said that there is a new law in Himachal Pradesh where a person, who wants to convert their religion, has to give a notice of a month in advance. "If a person wants to change religion, why do they need to give a notice in advance?" he said. The Maharashtra Assembly elections are scheduled to be held on October 21 and the counting of votes will be done on October 24.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.