ETV Bharat / bharat

আহমেদাবাদে জয় রাইড ভেঙে মৃত 2, জখম 26 - Accident

আজ বিকেলে আহমেদাবাদে জয় রাইড ভেঙে মৃত্যু হয়েছে দু'জনের । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jul 14, 2019, 9:57 PM IST

আহমেদাবাদ, 14 জুলাই : আহমেদাবাদে জয় রাইড ভেঙে মৃত্যু হল দু'জনের । জখম হয়েছেন 26 জন । 15 জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আজ বিকেলে কানকারিয়া এলাকার একটি অ্যাডভেঞ্চার পার্কে জয়রাইড ভেঙে পড়ে । সেই সময় ওই জয় রাইডে প্রায় 40 জন ছিলেন । জখমদের দ্রুত স্থানীয় আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এল জি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মৃত্যু হয় দু'জনের ।

মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার বিজয় নেহরা বলেন, "FSL টিম ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । জখমদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ।"

আহমেদাবাদ, 14 জুলাই : আহমেদাবাদে জয় রাইড ভেঙে মৃত্যু হল দু'জনের । জখম হয়েছেন 26 জন । 15 জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আজ বিকেলে কানকারিয়া এলাকার একটি অ্যাডভেঞ্চার পার্কে জয়রাইড ভেঙে পড়ে । সেই সময় ওই জয় রাইডে প্রায় 40 জন ছিলেন । জখমদের দ্রুত স্থানীয় আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এল জি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মৃত্যু হয় দু'জনের ।

মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার বিজয় নেহরা বলেন, "FSL টিম ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । জখমদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ।"

Kanpur (UP), July 14 (ANI): As the countdown has begun for 'Chandrayaan 2', the country's second Chandrayaan mission, IIT Kanpur has developed mapping generation software for Indian Space Research Organisation (ISRO). The premier institute has developed a motion planning and mapping generation software that will help ISRO's rover in its movement and will guide its route on the lunar surface. The software has been developed by Prof Ashish Datta of the Mechanical Engineering Department and Prof KS Venkatesh of Electrical Engineering wing of IIT Kanpur. This mission will shed light on completely unexplored South Polar Region of the moon. The whole world is looking forward to this mission.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.