আমেদাবাদ, 14 ফেব্রুয়ারি : এই মাসের শেষ দিকে প্রথমবারের জন্য ভারত সফরে আসছেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ উদ্বোধন করবেন নতুন ভাবে নির্মিত মোতেরা স্টেডিয়ামের ৷ অ্যামেরিকান প্রেসিডেন্টের আগমন নিয়ে প্রস্তুতি তুঙ্গে আমেদাবাদজুড়ে ৷ এবার দেখা গেল সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত রাস্তার ধারে বস্তি এলাকায় তৈরি হচ্ছে গার্ড ওয়াল ৷ আমেদাবাদ পৌরনিগমের পক্ষ থেকে এই কাজ শুরু করা হয়েছে ৷ আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷
তাঁর এই বিষয়ে কিছু জানা নেই বলে দায় এড়িয়েছেন মেয়র বিজল প্যাটেল ৷ তিনি বলেন, ‘‘ এটা আমি দেখিনি ৷ আমি এর সম্পর্কে কিছু জানি না ৷ ’’
ট্রাম্পের আসার আগে বুধবার শবরমতি আশ্রমে নিরপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় ৷ বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘মোতেরা স্টেডিয়ামের উদ্বোধনে আসবেন মোদি ও ট্রাম্প ৷ গত সেপ্টম্বরে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে এই ইভেন্টের রুপরেখা তৈরি হয়ে যায় ৷’’
সোমবার হোয়াইট হাউসের তরফ থেকে ট্রাম্পের ভারত সফর নিশ্চিত করা হয় ৷ এই সফরে ভারত ও অ্যামেরিকার মধ্য়ের সম্পর্কের আরও উন্নতি হবে বলেই আশা করা হয়েছে ৷