ETV Bharat / bharat

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার মামলায় মাইকেল-রাজীবের বিরুদ্ধে চার্জশিট CBI-র - CBI files chargesheet against accused in AgustaWestland case

ব্রিটিশ নাগরিক খ্রিশ্চিয়ান মাইকেল জেমস, ব্যবসায়ী রাজীব সাক্সেনা ও আরও 13 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করল CBI । তাঁরা প্রত্যেকে অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত ।

Aa
Aa
author img

By

Published : Sep 19, 2020, 4:11 PM IST

দিল্লি, 19 সেপ্টেম্বর: অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি মামলায় ব্রিটিশ নাগরিক খ্রিশ্চিয়ান মাইকেল জেমস, ব্যবসায়ী রাজীব সাক্সেনা ও আরও 13 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করল CBI (সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন) ।

21 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক অরবিন্দ কুমার । তার আগে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হল । সূত্রের খবর, চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম নেই প্রাক্তন প্রতিরক্ষা সচিব শশীকান্ত শর্মার । তিনি পরে অডিটর জেনেরাল হয়েছিলেন । এখনও পর্যন্ত CBI শর্মার বিরুদ্ধে মামলা করার অনুমতি পায়নি । অনুমতি মিললে পরের চার্জশিটে শর্মার নাম থাকতে পারে বলে জানা যাচ্ছে ।

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি মামলায় মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত মাইকেলের বিরুদ্ধে 3600 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে । বর্তমানে তিহার জেলে বন্দী মাইকেল । 2018 সালে তাঁকে UAE থেকে ফিরিয়ে আনা হয় । CBI তাঁকে টাকা লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে চিহ্নিত করেছে । তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে তদন্ত করছে ED । গতবছর জানুয়ারিতে দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনাকে UAE থেকে ফিরিয়ে আনা হয় ।

UPA-এর শাসনকালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার চুক্তি চূড়ান্ত হয় । কিন্তু টাকা তছরুপের মামলায় জড়িয়ে পড়ে এই চুক্তি ।

দিল্লি, 19 সেপ্টেম্বর: অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি মামলায় ব্রিটিশ নাগরিক খ্রিশ্চিয়ান মাইকেল জেমস, ব্যবসায়ী রাজীব সাক্সেনা ও আরও 13 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করল CBI (সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন) ।

21 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক অরবিন্দ কুমার । তার আগে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হল । সূত্রের খবর, চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম নেই প্রাক্তন প্রতিরক্ষা সচিব শশীকান্ত শর্মার । তিনি পরে অডিটর জেনেরাল হয়েছিলেন । এখনও পর্যন্ত CBI শর্মার বিরুদ্ধে মামলা করার অনুমতি পায়নি । অনুমতি মিললে পরের চার্জশিটে শর্মার নাম থাকতে পারে বলে জানা যাচ্ছে ।

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি মামলায় মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত মাইকেলের বিরুদ্ধে 3600 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে । বর্তমানে তিহার জেলে বন্দী মাইকেল । 2018 সালে তাঁকে UAE থেকে ফিরিয়ে আনা হয় । CBI তাঁকে টাকা লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে চিহ্নিত করেছে । তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে তদন্ত করছে ED । গতবছর জানুয়ারিতে দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনাকে UAE থেকে ফিরিয়ে আনা হয় ।

UPA-এর শাসনকালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার চুক্তি চূড়ান্ত হয় । কিন্তু টাকা তছরুপের মামলায় জড়িয়ে পড়ে এই চুক্তি ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.