দিল্লি, 10 অগাস্ট : সমঝোতা এক্সপ্রেসের পর এবার দোস্তি বাস পরিষেবা । সাময়িকভাবে লাহোর থেকে দিল্লিগামী বাস পরিষেবা থামাল পাকিস্তান । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইমরান খান প্রশাসন । দুই দেশের মধ্যে ক্রমাগত এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে বাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তানের ।
পাকিস্তানের মন্ত্রী মুরাদ সইদ টুইট করে এই বাস পরিষেবা বন্ধ করার কথা জানান । 1999 সালে শুরু হয় এই বাস পরিষেবা । 2001 সালে ভারতীয় সংসদে হামলার পর দু'বছর স্থগিত রাখা হয়েছিল বাস পরিষেবা । ফের 2003 থেকে চালু হয় পরিষেবা ।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তান থেকে ভারতগামী সমঝোতা এক্সপ্রেস ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকঘণ্টা ৷ জানা গেছে, পাকিস্তানের লাহোর থেকে আসার সময় সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা দুপুর 1টা থেকে ওয়াঘা সীমান্তে আটকে পড়েন । কারণ ওই ট্রেনের কর্মীরা ভারতীয় সীমান্ত পর্যন্ত সেটিকে নিয়ে আসতে অস্বীকার করেন । তাঁরা বলেন, ভারতীয় রেলকর্মীরা এসে ট্রেনটিকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যান ৷ পরে পাকিস্তানের রেলমন্ত্রী ট্রেন পরিষেবা বন্ধের কথা জানান ।
এর আগে নিজেদের আকাশপথ আংশিক বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ এদিকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করা ও বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার পাকিস্তানের সিদ্ধান্তের বিষয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত । এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার গতকাল বলেন, "জম্মু-কাশ্মীর ইশুতে বাস্তবটা ইসলামাবাদের মেনে নেওয়া উচিত ৷ দিল্লির সিদ্ধান্ত নিয়ে বারবার পাকিস্তানের মাথা গলানো বরদাস্ত করা হবে না ৷" এর আগে অন্য একটি বিবৃতিতে ভারত বলে, "370 ধারা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি ভারতের অভ্যন্তরীণ বিষয় । ভারতের সংবিধান সর্বদা সার্বভৌম ছিল, আছে ও থাকবে । তাই এই বিষয়ে হস্তক্ষেপ করে এই অঞ্চলে অহেতুক আতঙ্ক তৈরির প্রচেষ্টা কখনই সফল হবে না ।"