ETV Bharat / bharat

সমঝোতা এক্সপ্রেসের পর দোস্তি বাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান - samjhauta express

সাময়িকভাবে লাহোর থেকে দিল্লিগামী বাস পরিষেবা থামাল পাকিস্তান ।

দোস্তি বাস পরিষেবা
author img

By

Published : Aug 10, 2019, 11:48 AM IST

দিল্লি, 10 অগাস্ট : সমঝোতা এক্সপ্রেসের পর এবার দোস্তি বাস পরিষেবা । সাময়িকভাবে লাহোর থেকে দিল্লিগামী বাস পরিষেবা থামাল পাকিস্তান । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইমরান খান প্রশাসন । দুই দেশের মধ্যে ক্রমাগত এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে বাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তানের ।

পাকিস্তানের মন্ত্রী মুরাদ সইদ টুইট করে এই বাস পরিষেবা বন্ধ করার কথা জানান । 1999 সালে শুরু হয় এই বাস পরিষেবা । 2001 সালে ভারতীয় সংসদে হামলার পর দু'বছর স্থগিত রাখা হয়েছিল বাস পরিষেবা । ফের 2003 থেকে চালু হয় পরিষেবা ।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তান থেকে ভারতগামী সমঝোতা এক্সপ্রেস ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকঘণ্টা ৷ জানা গেছে, পাকিস্তানের লাহোর থেকে আসার সময় সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা দুপুর 1টা থেকে ওয়াঘা সীমান্তে আটকে পড়েন । কারণ ওই ট্রেনের কর্মীরা ভারতীয় সীমান্ত পর্যন্ত সেটিকে নিয়ে আসতে অস্বীকার করেন । তাঁরা বলেন, ভারতীয় রেলকর্মীরা এসে ট্রেনটিকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যান ৷ পরে পাকিস্তানের রেলমন্ত্রী ট্রেন পরিষেবা বন্ধের কথা জানান ।

এর আগে নিজেদের আকাশপথ আংশিক বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ এদিকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করা ও বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার পাকিস্তানের সিদ্ধান্তের বিষয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত । এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার গতকাল বলেন, "জম্মু-কাশ্মীর ইশুতে বাস্তবটা ইসলামাবাদের মেনে নেওয়া উচিত ৷ দিল্লির সিদ্ধান্ত নিয়ে বারবার পাকিস্তানের মাথা গলানো বরদাস্ত করা হবে না ৷" এর আগে অন্য একটি বিবৃতিতে ভারত বলে, "370 ধারা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি ভারতের অভ্যন্তরীণ বিষয় । ভারতের সংবিধান সর্বদা সার্বভৌম ছিল, আছে ও থাকবে । তাই এই বিষয়ে হস্তক্ষেপ করে এই অঞ্চলে অহেতুক আতঙ্ক তৈরির প্রচেষ্টা কখনই সফল হবে না ।"

দিল্লি, 10 অগাস্ট : সমঝোতা এক্সপ্রেসের পর এবার দোস্তি বাস পরিষেবা । সাময়িকভাবে লাহোর থেকে দিল্লিগামী বাস পরিষেবা থামাল পাকিস্তান । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইমরান খান প্রশাসন । দুই দেশের মধ্যে ক্রমাগত এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে বাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তানের ।

পাকিস্তানের মন্ত্রী মুরাদ সইদ টুইট করে এই বাস পরিষেবা বন্ধ করার কথা জানান । 1999 সালে শুরু হয় এই বাস পরিষেবা । 2001 সালে ভারতীয় সংসদে হামলার পর দু'বছর স্থগিত রাখা হয়েছিল বাস পরিষেবা । ফের 2003 থেকে চালু হয় পরিষেবা ।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তান থেকে ভারতগামী সমঝোতা এক্সপ্রেস ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকঘণ্টা ৷ জানা গেছে, পাকিস্তানের লাহোর থেকে আসার সময় সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা দুপুর 1টা থেকে ওয়াঘা সীমান্তে আটকে পড়েন । কারণ ওই ট্রেনের কর্মীরা ভারতীয় সীমান্ত পর্যন্ত সেটিকে নিয়ে আসতে অস্বীকার করেন । তাঁরা বলেন, ভারতীয় রেলকর্মীরা এসে ট্রেনটিকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যান ৷ পরে পাকিস্তানের রেলমন্ত্রী ট্রেন পরিষেবা বন্ধের কথা জানান ।

এর আগে নিজেদের আকাশপথ আংশিক বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ এদিকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করা ও বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার পাকিস্তানের সিদ্ধান্তের বিষয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত । এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার গতকাল বলেন, "জম্মু-কাশ্মীর ইশুতে বাস্তবটা ইসলামাবাদের মেনে নেওয়া উচিত ৷ দিল্লির সিদ্ধান্ত নিয়ে বারবার পাকিস্তানের মাথা গলানো বরদাস্ত করা হবে না ৷" এর আগে অন্য একটি বিবৃতিতে ভারত বলে, "370 ধারা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি ভারতের অভ্যন্তরীণ বিষয় । ভারতের সংবিধান সর্বদা সার্বভৌম ছিল, আছে ও থাকবে । তাই এই বিষয়ে হস্তক্ষেপ করে এই অঞ্চলে অহেতুক আতঙ্ক তৈরির প্রচেষ্টা কখনই সফল হবে না ।"

Kolkata, Aug 09 (ANI): West Bengal Chief Minister Mamata Banerjee, who was returning from Kolkata airport on August 08, stopped her convoy, and asked the traffic police to allow vehicular movement which was stopped at Service road for smooth movement of her convoy.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.