দিল্লি, 14 ফেব্রুয়ারি : আজ মধ্যরাতের আগে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে টেলিকম সংস্থাগুলিকে ৷ কেন্দ্রের তরফে আজ এই নির্দেশিকা জারি করা হল ৷ সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে এই খবর জানা গেছে ৷
টেলিকম সংস্থাগুলির সবমিলিয়ে প্রায় 92 হাজার কোটি টাকা বকেয়া জমে আছে ৷ সেই বকেয়া টাকা মেটানোর দিন পিছানোর দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল টেলিকম সংস্থাগুলি ৷ আজ সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই আজ রাত 11.59 মিনিটের মধ্যে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে বলা হয় ৷
সর্বভারতীয় ওই সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো সংস্থাগুলিকে এই মর্মে নোটিস পাঠিয়েছে টেলিকম বিভাগ ৷
আজ সুপ্রিম কোর্টের ধমকের মুখে পড়তে হয় টেলিকম সংস্থা ও কেন্দ্র উভয়পক্ষকেই ৷ কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত বকেয়া টাকা না মেটানোয় ক্ষোভপ্রকাশ করে সুপ্রিম কোর্ট জানায়, "আমরা জানি না কে বা কারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে ৷ দেশে কি আইন বলে আর কিছু বাকি নেই?" পাশাপাশি, টেলিকম বিভাগের আধিকারিকদের থেকে জানতে চাওয়া হয়, বকেয়া টাকা না মেটানো সত্বেও কেন এখনও পর্যন্ত টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷