ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরের উঠতি ক্রিকেটারদের সাহায্য করতে চান রায়না

author img

By

Published : Sep 18, 2020, 7:41 PM IST

Updated : Sep 18, 2020, 8:24 PM IST

রায়না আজ টুইট বার্তায় বলেন, "লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা স্যারের সমর্থন পেয়ে আমি প্রচুর আনন্দ পেয়েছি । জম্মু ও কাশ্মীরে খেলাধুলোর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে তাঁর সঙ্গে আজ একটি বৈঠক হয়েছে । আসুন আমরা এটিকে আরও বড় করে তুলি ।" জম্মু ও কাশ্মীর পুলিশ খেলাধুলোয় অসামান্য অবদান রাখার জন্যে সুরেশ রায়নার হাতে একটি স্মৃতিসৌধও তুলে দেন ।

Suresh Raina
Suresh Raina

শ্রীনগর, 18 সেপ্টেম্বর : অবসরপ্রাপ্ত ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না মূলত শ্রীনগরের রায়নাওয়ারির বাসিন্দা । সেরাজ্যে খেলাধুলোর উন্নতির জন্যে তিনি আজ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং পুলিশের DG দিলবাগ সিংয়ের সঙ্গে দেখা করেন । এর আগে 26 অগাস্ট, রায়না জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিং এবং অনন্তনাগের সিনিয়র পুলিশ সুপার সন্দীপ সিংকে একটি চিঠি লিখে উপত্যকার খেলাধুলোর কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছিলেন ।

রায়না চিঠিতে বলেন, "উপত্যকায় ক্রিকেট শুরু এবং প্রচারের জন্য অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে আমি এই চিঠিটি লিখছি । এভাবে জম্মু ও কাশ্মীর রাজ্যের সুবিধাবঞ্চিত শিশুদের ক্রিকেটে তাঁদের কেরিয়ার গড়ার সুযোগ করে দেবে ।"

রায়না আজ টুইট বার্তায় বলেন, "লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা স্যারের সমর্থন পেয়ে আমি প্রচুর আনন্দ পেয়েছি । জম্মু ও কাশ্মীরে খেলাধুলোর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে তাঁর সঙ্গে আজ একটি বৈঠক হয়েছে । আসুন আমরা এটিকে আরও বড় করে তুলি ।"

এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, "ক্রিকেটার সুরেশ রায়না এবং DGP দিলবাগ সিং খেলাধুলোয় স্থানীয় যুবকদের উৎসাহিত করার জন্য জম্মু ও কাশ্মীরের পুলিশের একাধিক পরিকল্পনার বিষয়ে আলোচনা করেছেন ।" তিনি আরও জানান, "রায়না নিজেও স্বেচ্ছায় কিছু স্থানীয় ক্রিকেট দলকে উন্নতির পরামর্শ দিয়েছেন ।" জম্মু ও কাশ্মীরের উঠতি ক্রিকেটারদের সাহায্য করতে চান তিনি।

জম্মু ও কাশ্মীর পুলিশ খেলাধুলোয় অসামান্য অবদান রাখার জন্যে সুরেশ রায়নার হাতে একটি স্মৃতিসৌধও তুলে দেন । একদিনের ক্রিকেটে এই বাঁহাতি খেলোয়াড় 35.51 গড়ে মোট পাঁচ হাজার 615 রান করেছেন । টেস্টে সর্বোচ্চ 120 রানের সাথে মোট 768 রান করেন । সর্বমোট রান সংখ্যায় IPL-এ তাঁর দ্বিতীয় স্থান যা কোহলির পরেই ।

শ্রীনগর, 18 সেপ্টেম্বর : অবসরপ্রাপ্ত ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না মূলত শ্রীনগরের রায়নাওয়ারির বাসিন্দা । সেরাজ্যে খেলাধুলোর উন্নতির জন্যে তিনি আজ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং পুলিশের DG দিলবাগ সিংয়ের সঙ্গে দেখা করেন । এর আগে 26 অগাস্ট, রায়না জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিং এবং অনন্তনাগের সিনিয়র পুলিশ সুপার সন্দীপ সিংকে একটি চিঠি লিখে উপত্যকার খেলাধুলোর কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছিলেন ।

রায়না চিঠিতে বলেন, "উপত্যকায় ক্রিকেট শুরু এবং প্রচারের জন্য অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে আমি এই চিঠিটি লিখছি । এভাবে জম্মু ও কাশ্মীর রাজ্যের সুবিধাবঞ্চিত শিশুদের ক্রিকেটে তাঁদের কেরিয়ার গড়ার সুযোগ করে দেবে ।"

রায়না আজ টুইট বার্তায় বলেন, "লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা স্যারের সমর্থন পেয়ে আমি প্রচুর আনন্দ পেয়েছি । জম্মু ও কাশ্মীরে খেলাধুলোর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে তাঁর সঙ্গে আজ একটি বৈঠক হয়েছে । আসুন আমরা এটিকে আরও বড় করে তুলি ।"

এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, "ক্রিকেটার সুরেশ রায়না এবং DGP দিলবাগ সিং খেলাধুলোয় স্থানীয় যুবকদের উৎসাহিত করার জন্য জম্মু ও কাশ্মীরের পুলিশের একাধিক পরিকল্পনার বিষয়ে আলোচনা করেছেন ।" তিনি আরও জানান, "রায়না নিজেও স্বেচ্ছায় কিছু স্থানীয় ক্রিকেট দলকে উন্নতির পরামর্শ দিয়েছেন ।" জম্মু ও কাশ্মীরের উঠতি ক্রিকেটারদের সাহায্য করতে চান তিনি।

জম্মু ও কাশ্মীর পুলিশ খেলাধুলোয় অসামান্য অবদান রাখার জন্যে সুরেশ রায়নার হাতে একটি স্মৃতিসৌধও তুলে দেন । একদিনের ক্রিকেটে এই বাঁহাতি খেলোয়াড় 35.51 গড়ে মোট পাঁচ হাজার 615 রান করেছেন । টেস্টে সর্বোচ্চ 120 রানের সাথে মোট 768 রান করেন । সর্বমোট রান সংখ্যায় IPL-এ তাঁর দ্বিতীয় স্থান যা কোহলির পরেই ।

Last Updated : Sep 18, 2020, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.