ETV Bharat / bharat

IPS অপর্ণার এবার লক্ষ্য উত্তর মেরু - ITBP

দেশের প্রথম মহিলা IPS অফিসার হিসেবে দক্ষিণ মেরু জয় করেছেন। দেহরাদুনে ITBP-র নর্দান ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে কর্মরত অপর্ণা কুমারের এবার লক্ষ্য উত্তর মেরু জয়।

IPS অপর্ণা কুমার
author img

By

Published : Apr 2, 2019, 11:22 AM IST

Updated : Apr 2, 2019, 6:24 PM IST

দেহরাদুন (উত্তরাখণ্ড), 2 এপ্রিল : দেশের প্রথম মহিলা IPS অফিসার হিসেবে দক্ষিণ মেরু জয় করেছেন তিনি। IPS অফিসার অপর্ণা কুমারের লক্ষ্য এবার উত্তর মেরু জয়। তিনি DIG এবং ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশে (ITBP) কর্মরত। 4 এপ্রিল নরওয়ের ওসলো থেকে ফের শুরু করবেন অভিযান।

চলতি বছরের 13 জানুয়ারি দক্ষিণ মেরু জয় করেন অপর্ণা কুমার। 35 কেজি ওজনের মালপত্র নিয়ে দীর্ঘপথ পাড়ি দিয়েছিলেন। 111 কিলোমিটার বরফে ঢাকা বন্ধুর পথ হেঁটে 13 জানুয়ারি দক্ষিণ মেরু পৌঁছান তিনি। দক্ষিণ মেরুর বুকে তেরঙা ও ITBP-র পতাকা উত্তোলন করেন।

অপর্ণা কুমার 2002 ব্যাচের IPS অফিসার। তিনি দেহরাদুনে ITBP-র নর্দান ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে কর্মরত।

দেহরাদুন (উত্তরাখণ্ড), 2 এপ্রিল : দেশের প্রথম মহিলা IPS অফিসার হিসেবে দক্ষিণ মেরু জয় করেছেন তিনি। IPS অফিসার অপর্ণা কুমারের লক্ষ্য এবার উত্তর মেরু জয়। তিনি DIG এবং ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশে (ITBP) কর্মরত। 4 এপ্রিল নরওয়ের ওসলো থেকে ফের শুরু করবেন অভিযান।

চলতি বছরের 13 জানুয়ারি দক্ষিণ মেরু জয় করেন অপর্ণা কুমার। 35 কেজি ওজনের মালপত্র নিয়ে দীর্ঘপথ পাড়ি দিয়েছিলেন। 111 কিলোমিটার বরফে ঢাকা বন্ধুর পথ হেঁটে 13 জানুয়ারি দক্ষিণ মেরু পৌঁছান তিনি। দক্ষিণ মেরুর বুকে তেরঙা ও ITBP-র পতাকা উত্তোলন করেন।

অপর্ণা কুমার 2002 ব্যাচের IPS অফিসার। তিনি দেহরাদুনে ITBP-র নর্দান ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে কর্মরত।


Nagpur (Maharashtra), Mar 27 (ANI): While speaking to ANI on Prime Minister Narendra Modi's address to the nation, Union Minister of Road Transport and Highways Nitin Gadkari said, "Congratulations to all the scientists for carrying out "Mission Shakti" successfully. India is moving fast towards becoming a ruler of the entire world and under Prime Minister Narendra Modi's leadership, it is on its way to not only become a 'super economic power', but also a 'super science power'."
Last Updated : Apr 2, 2019, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.