ETV Bharat / bharat

পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন; জম্মু-কাশ্মীরে বন্ধ সীমান্ত লাগোয়া স্কুল - Balakot Strike

গতকাল ভোররাতে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বেশ কয়েকটি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। ভারতের উপর পালটা আক্রমণের হুঁশিয়ারি দেয় পাকিস্তান। এরপর একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। তার জেরে এই নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন
author img

By

Published : Feb 27, 2019, 9:48 AM IST

শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি : ভারতীয় বায়ুসেনার অভিযানের পর গতকাল থেকে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের আখনুর, নৌসেরা সেক্টর লক্ষ্য করে মর্টার শেল ছোড়ে তারা। চালায় গুলিও। তার জেরে এই নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি স্কুলগুলির পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও পাকিস্তানি সেনাকে জবাব দিচ্ছে ভারত। ভারতীয় সেনার এক মুখপাত্র জানান, পাকিস্তানকে যোগ্য দেওয়া হয়েছে। তাদের পাঁচটি পোস্ট ধ্বংস করেছে ভারতীয় জওয়ানরা।

গতকাল ভোররাতে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বেশ কয়েকটি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। ভারতের উপর পালটা আক্রমণের হুঁশিয়ারি দেয় পাকিস্তান। এরপর পাকিস্তানি সেনা ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট, খারি কারমারা, মানকোট, তারকুণ্ডি, রাজৌরির কালাল, বাবা খোরি, কালসিয়ান, লাম ও ঝাঙ্গারসহ ১২-১৫টি জায়গাকে লক্ষ্য করে মর্টার শেল ছুঁড়তে শুরু করে।

প্রসঙ্গত, ২০০৩ সালে সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে ৩০০০-এরও বেশিবার পাকিস্তান তা লঙ্ঘন করেছে। এর জেরে শহিদ হয়েছেন বহু ভারতীয় জওয়ান।

শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি : ভারতীয় বায়ুসেনার অভিযানের পর গতকাল থেকে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের আখনুর, নৌসেরা সেক্টর লক্ষ্য করে মর্টার শেল ছোড়ে তারা। চালায় গুলিও। তার জেরে এই নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি স্কুলগুলির পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও পাকিস্তানি সেনাকে জবাব দিচ্ছে ভারত। ভারতীয় সেনার এক মুখপাত্র জানান, পাকিস্তানকে যোগ্য দেওয়া হয়েছে। তাদের পাঁচটি পোস্ট ধ্বংস করেছে ভারতীয় জওয়ানরা।

গতকাল ভোররাতে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বেশ কয়েকটি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। ভারতের উপর পালটা আক্রমণের হুঁশিয়ারি দেয় পাকিস্তান। এরপর পাকিস্তানি সেনা ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট, খারি কারমারা, মানকোট, তারকুণ্ডি, রাজৌরির কালাল, বাবা খোরি, কালসিয়ান, লাম ও ঝাঙ্গারসহ ১২-১৫টি জায়গাকে লক্ষ্য করে মর্টার শেল ছুঁড়তে শুরু করে।

প্রসঙ্গত, ২০০৩ সালে সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে ৩০০০-এরও বেশিবার পাকিস্তান তা লঙ্ঘন করেছে। এর জেরে শহিদ হয়েছেন বহু ভারতীয় জওয়ান।


New Delhi, Feb 19 (ANI) : Ranveer Singh and Alia Bhatt-starrer 'Gully Boy' has won a million hearts owing to its storyline, direction and brilliant performances by the actors of the film. 'Apna Time Aayega' - the tagline and a hit song from the musical drama has struck the right chords with the audience.The film has received an honour by Amul in a pictorial, which features cartoon versions of Ranveer, Alia and Siddhant Chaturvedi, who made his Bollywood debut with the movie and the famous words 'Apna Time Aayega' from the film giving it their own treatment.The doodle shows the three main characters from the film- MC Sher (Siddhant), Murad (Ranveer) and Safeena (Alia) holding a slice of bread and butter. The cartoon poster twisted the tag line "Apna Time Aayega" to "Apna Time Hai... Khayega!"The ad also added, "What's inside the rapper."Amul shared the cartoon poster on its Twitter handle and wrote, "#Amul Topical: Film 'Gully Boy' connects with audiences!"Ranveer took to his Instagram stories to share the cartoon poster and captioned it as, "Ek number."Siddhant, who has left everyone impressed with his endearing performance in the film, took to his Instagram account to express experience. Sharing the doodle, he wrote, "Bachpan se ye billboards dekhein hai. Aur aaj" with a heart emoji.The cool doodle was also shared by Alia and Zoya Akhtar on their Instagram stories.The film's first-weekend report was also impressive. The movie earned Rs. 72.45 crore. The musical drama is doing exceptionally well in metro cities, especially Mumbai.'Gully Boy' is inspired by the lives of Mumbai street rappers Vivian Fernandes aka Divine and Naved Shaikh aka Naezy. The film is directed by Zoya Akhtar and released on Valentine's Day, February 14.The film revolves around the underground rap movement in India and all the songs of the film have become extremely popular.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.