ETV Bharat / bharat

শত্রুপক্ষের ব়্যাডারে নজরদারি চালাতে স্যাটেলাইট পাঠাচ্ছে ISRO - isro

আগামীকাল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 29টি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ISRO।

ছবি সৌজন্য: ANI
author img

By

Published : Mar 31, 2019, 3:19 AM IST

Updated : Mar 31, 2019, 3:33 AM IST

বিশাখাপটনম, ৩১ মার্চ : কয়েকদিন আগেই স্যাটেলাইট ধ্বংসকারী ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। এবার নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ISRO। আগামীকাল ২৮টি স্যাটেলাইটের সঙ্গে এই স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথে রওনা দেবে PSLV।

এই প্রথম একসঙ্গে তিনটি কক্ষপথে বসানো হবে স্যাটেলাইটগুলি। এই থ্রি ইন ওয়ান মিশনে উপগ্রহ উৎক্ষেপণের খরচ অনেকটাই কম হবে বলে জানিয়েছেন ISRO-র চেয়ারম্যান কে সিভান।

আগামীকাল ২৯টি স্যাটেলাইট নিয়ে রওনা দেবে PSLV C45। এর মধ্যে অ্যামেরিকা, সুইৎজ়ারল্যান্ড, লিথুয়ানিয়া এবং স্পেনের ২৮টি স্যাটেলাইট রয়েছে। কিন্তু, এর মূল যাত্রী হল DRDO-র স্যাটেলাইট EMISAT। যা একটি স্ট্র্যাটেজিক স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি শত্রুপক্ষের ব়্যাডারের উপর নজরদারি চালাবে বলে সূত্রের খবর।

এদিকে এই প্রথম উৎক্ষেপণ সামনে থেকে দেখার সুযোগ পাবে সাধারণ মানুষ। তার জন্য তৈরি করা হয়েছে গ্যালারিও।

এর আগে ২৭ মার্চ অ্যান্টি স্যাটেলাইট(ASAT) ক্ষেপনাস্ত্রর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করে ভারত। মিশন শক্তির এই সাফল্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে বেশ কয়েকটি দেশের সঙ্গে একই সারিতে চলেও আসে ভারত।

বিশাখাপটনম, ৩১ মার্চ : কয়েকদিন আগেই স্যাটেলাইট ধ্বংসকারী ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। এবার নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ISRO। আগামীকাল ২৮টি স্যাটেলাইটের সঙ্গে এই স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথে রওনা দেবে PSLV।

এই প্রথম একসঙ্গে তিনটি কক্ষপথে বসানো হবে স্যাটেলাইটগুলি। এই থ্রি ইন ওয়ান মিশনে উপগ্রহ উৎক্ষেপণের খরচ অনেকটাই কম হবে বলে জানিয়েছেন ISRO-র চেয়ারম্যান কে সিভান।

আগামীকাল ২৯টি স্যাটেলাইট নিয়ে রওনা দেবে PSLV C45। এর মধ্যে অ্যামেরিকা, সুইৎজ়ারল্যান্ড, লিথুয়ানিয়া এবং স্পেনের ২৮টি স্যাটেলাইট রয়েছে। কিন্তু, এর মূল যাত্রী হল DRDO-র স্যাটেলাইট EMISAT। যা একটি স্ট্র্যাটেজিক স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি শত্রুপক্ষের ব়্যাডারের উপর নজরদারি চালাবে বলে সূত্রের খবর।

এদিকে এই প্রথম উৎক্ষেপণ সামনে থেকে দেখার সুযোগ পাবে সাধারণ মানুষ। তার জন্য তৈরি করা হয়েছে গ্যালারিও।

এর আগে ২৭ মার্চ অ্যান্টি স্যাটেলাইট(ASAT) ক্ষেপনাস্ত্রর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করে ভারত। মিশন শক্তির এই সাফল্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে বেশ কয়েকটি দেশের সঙ্গে একই সারিতে চলেও আসে ভারত।


New Delhi, Mar 30 (ANI): Ahead of the Lok Sabha elections, while speaking to ANI on various political matters, Congress leader Hardik Patel said, "There is nothing to worry for me on getting barred from Lok Sabha election. I am just 25-years-old so, I am not in a hurry to contest polls. Whatever decision comes from High Court I respect that and I have the right to go to the Supreme Court but we have not decided anything yet and will decide it by tomorrow." "BJP has planned this to stop and frighten us. I am not upset regarding 2019 elections because I know if I would have contested in election then I would have definitely won, he added.

Last Updated : Mar 31, 2019, 3:33 AM IST

For All Latest Updates

TAGGED:

ASATisroPSLV
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.