দিল্লি, 3 মার্চ : প্রকৃত ঘটনা থেকে মানুষের নজর সরানোর জন্যই সোশাল মিডিয়া ছেড়ে দেওয়ার কথা ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী ৷ গতকাল এমন অভিযোগই তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ গতকালই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের প্রেক্ষিতেই এমন অভিযোগ করলেন অধীরবাবু ৷
টুইটারে অধীররঞ্জন চৌধুরি লেখেন, "মোদিজির সোশাল মিডিয়া ছেড়ে যাওয়াটা আদতে দেশের জ্বলন্ত ইশুগুলি থেকে মানুষের নজর সরানোর চেষ্টা ৷"
-
Modi Ji's new ploy of leaving social media is to divert the attention of the nation from burning issues. pic.twitter.com/i0yF4bDZm5
— Adhir Chowdhury (@adhirrcinc) March 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Modi Ji's new ploy of leaving social media is to divert the attention of the nation from burning issues. pic.twitter.com/i0yF4bDZm5
— Adhir Chowdhury (@adhirrcinc) March 2, 2020Modi Ji's new ploy of leaving social media is to divert the attention of the nation from burning issues. pic.twitter.com/i0yF4bDZm5
— Adhir Chowdhury (@adhirrcinc) March 2, 2020
গতকালই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী ৷ লিখেছিলেন, "এই রবিবারই, আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ভাবছি ৷"
এদিকে প্রধানমন্ত্রীর এই টুইটের পর তাঁকে বিদ্রুপ করতে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধিও ৷ প্রধানমন্ত্রীর টুইটের স্ক্রিনশটসহ রাহুল টুইটে লেখেন, "সোশাল মিডিয়া নয়, ঘৃণা ত্যাগ করুন ৷"