দিল্লি, 6 নভেম্বর : পুলিশ ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের জেরে গতকাল সকাল থেকেই উত্তাল ছিল দিল্লি ৷ সকাল থেকে নিজেদের সদর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার পুলিশকর্মী ৷ প্রায় 10 টি দাবি তুলে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের সঙ্গে কথা বলতে আসেন উপ রাজ্যপাল অনিল বইজপাল । জানা গেছে, কর্মক্ষেত্রে সুরক্ষা সহ তাঁদের একাধিক দাবি মেনে নেওয়ায় 11 ঘণ্টা পর বিক্ষোভ তোলেন তাঁরা ।
শনিবার দিল্লির কোর্ট হাজ়ারি চত্বরে পুলিশ ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষ হয় ৷ সেই সংঘর্ষে একাধিক পুলিশকর্মী জখম হন ৷ যার জেরে উত্তাল হয় দিল্লি ৷ গতকাল সকাল থেকে নিজেদের সদর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার পুলিশকর্মী ৷ পরিস্থিতি সামাল দিতে আসলে নামতে হয় খোদ পুলিশ কমিশনার অমূল্য পটনায়েককে ৷ তিনি পুলিশ কর্মীদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন ৷ কিন্তু, তাতে কাজ হয়নি ৷ জখম পুলিশ কর্মীদের চিকিৎসার জন্য 25 হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয় ৷ তারপরও বরফ গলেনি ৷ বরং আরও চাপ বাড়িয়ে ইন্ডিয়া গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন জখম পুলিশ কর্মীদের পরিবারের লোকজন । পরিস্থিতি সামাল দিতে এবং বিক্ষোভ প্রত্যাহারের জন্য পুলিশকর্মীদের আর্জি জানাতে গেলে হেনস্থার শিকার হন অমূল্য পটনায়েক ।
এরইমধ্যে সোমবার সন্ধ্যাবেলা জানা যায়, গতকাল দিল্লির সকেট আদালতের বাইরে আইনজীবীদের হাতে আক্রান্ত হয়েছেন এক পুলিশকর্মী ও ট্যাক্সি চালক ৷ তাঁরা দু'জনেই অভিযোগ দায়ের করেন ৷
এরপর দিল্লিতে কেন্দ্রের প্রতিনিধি উপ রাজ্যপাল অনিল বায়জল, দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক ডাকেন । বৈঠক শেষে বলেন, "পুলিশ ও আইনজীবী দু'ই সমাজে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ । তাই তাদের একসঙ্গে কাজ করা উচিত ।"
এদিকে, সংঘর্ষের ঘটনার পর থেকে আইনজীবীরাও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ৷ রবিবার ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীদের একাংশ ৷ পালটা গতকাল সকাল থেকে প্রতিবাদ কর্মসূচি নেয় দিল্লি পুলিশ ৷ আক্রান্ত পুলিশ কর্মীদের পাশে দাঁড়িয়েছে IAS অ্যাসোসিয়েশন ৷ দিল্লি পুলিশের উপর আক্রমণের নিন্দা করা হয়েছে তাঁদের তরফে ৷ তামিলনাড়ু পুলিশ সার্ভিস ও বিহার পুলিশকেও পাশে পেয়েছে দিল্লি পুলিশ ৷
এতকিছুর পর 11 ঘণ্টা শেষে পুলিশকর্মীদের দাবি-দাওয়া মেনে নেওয়ায় ওঠে বিক্ষোভ ।