ETV Bharat / bharat

মহারাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত, সমালোচনা ABVP-র - মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

গতকাল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, COVID19 প্যানডেমিকের জেরে এই মুহুর্তে বিশ্ববিদ্যালয়গুলিতে শেষ বর্ষের পরীক্ষা নেওয়া সম্ভব নয় ৷ ABVP মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে ৷

Maharashtra govt
মহারাষ্ট্র সরকার
author img

By

Published : Jun 1, 2020, 3:11 PM IST

পুনে (মহারাষ্ট্র) 1 জুন : কোরোনার জেরে মহারাষ্ট্র সরকার এই বছর বিশ্ববিদ্যালয়গুলিতে শেষ বর্ষের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ এই সিদ্ধান্তের সমালোচনা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ৷ তাঁদের দাবি, মহারাষ্ট্র ইউনিভার্সিটিস্ অ্যাক্ট এই সিদ্ধান্ত সমর্থন করে না ৷ সরকারের উচিত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা ৷

গতকাল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, COVID19 প্যানডেমিকের জেরে এই মুহুর্তে পরীক্ষা নেওয়া সম্ভব নয় ৷ সেমেস্টারের সমস্ত মার্কস জুড়ে ছাত্রদের নম্বর দিয়ে দেওয়া হবে ৷ তিনি বলেন, ''আমি উপাচার্যদের সাথে কথা বলেছি ৷ তাঁরা উপাচার্য হতে পারেন, তবে বাবা মায়ের মতোই ৷ সন্তানদের বিপদের মুখে ঠেলে দিতে পারি না ৷ যেসব ছাত্রছাত্রীরা মনে করছে পরীক্ষায় বসলে ভালো ফল করত, পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের সুযোগ দেওয়া হবে ৷''

সেদিনই রাতে ABVP মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেন ৷ তাদের বক্তব্য, মহারাষ্ট্র ইউনিভার্সিটিস্ অ্যাক্ট-এর নিয়ম মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ এটা অন্যায় ৷ ভবিষ্যতে ছাত্রছাত্রীরা সমস্যার মুখে পড়বে ৷

উদ্ধব ঠাকরে আরও জানান, জুনেই শিক্ষাবর্ষ শুরু করতে চাইছেন ৷ যেসব গ্রামাঞ্চলে সংক্রমণ ছড়ায়নি সেখানে স্কুল খুলে দেওয়া হবে, শহরে অনলাইন ক্লাসই চলবে ৷

পুনে (মহারাষ্ট্র) 1 জুন : কোরোনার জেরে মহারাষ্ট্র সরকার এই বছর বিশ্ববিদ্যালয়গুলিতে শেষ বর্ষের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ এই সিদ্ধান্তের সমালোচনা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ৷ তাঁদের দাবি, মহারাষ্ট্র ইউনিভার্সিটিস্ অ্যাক্ট এই সিদ্ধান্ত সমর্থন করে না ৷ সরকারের উচিত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা ৷

গতকাল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, COVID19 প্যানডেমিকের জেরে এই মুহুর্তে পরীক্ষা নেওয়া সম্ভব নয় ৷ সেমেস্টারের সমস্ত মার্কস জুড়ে ছাত্রদের নম্বর দিয়ে দেওয়া হবে ৷ তিনি বলেন, ''আমি উপাচার্যদের সাথে কথা বলেছি ৷ তাঁরা উপাচার্য হতে পারেন, তবে বাবা মায়ের মতোই ৷ সন্তানদের বিপদের মুখে ঠেলে দিতে পারি না ৷ যেসব ছাত্রছাত্রীরা মনে করছে পরীক্ষায় বসলে ভালো ফল করত, পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের সুযোগ দেওয়া হবে ৷''

সেদিনই রাতে ABVP মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেন ৷ তাদের বক্তব্য, মহারাষ্ট্র ইউনিভার্সিটিস্ অ্যাক্ট-এর নিয়ম মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ এটা অন্যায় ৷ ভবিষ্যতে ছাত্রছাত্রীরা সমস্যার মুখে পড়বে ৷

উদ্ধব ঠাকরে আরও জানান, জুনেই শিক্ষাবর্ষ শুরু করতে চাইছেন ৷ যেসব গ্রামাঞ্চলে সংক্রমণ ছড়ায়নি সেখানে স্কুল খুলে দেওয়া হবে, শহরে অনলাইন ক্লাসই চলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.