ETV Bharat / bharat

গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তকে গ্রেপ্তার

author img

By

Published : Jan 10, 2020, 9:42 AM IST

Updated : Jan 10, 2020, 10:19 AM IST

2017 সালের 5 সেপ্টেম্বর ৷ বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই খুন হন সাংবাদিক-লেখিকা গৌরী ৷

গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তকে গ্রেপ্তার
গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তকে গ্রেপ্তার

রাঁচি, 10 জানুয়ারি : সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত ঋষিকেশ দেবদিকরকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী দল ( SIT) ৷ ঝাড়খণ্ড জেলার কতরাস থেকে গ্রেপ্তার করা হয়েছে গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত এই ব্যক্তিকে ৷ বহুদিন ধরে সে পলাতক ছিল ৷ কারতাসের এক ব্যবসায়ীর পেট্রোল পাম্পে তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করছিল ঋষিকেশ, বদলে ফেলেছিল নাম ৷

গত দেড় বছর ধরে খোঁজ চলছে অভিযুক্তের ৷ ঋষিকেশ মহারাষ্ট্রের বাসিন্দা বলেই জানা গিয়েছে ৷

2017 সালের 5 সেপ্টেম্বর ৷ বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই খুন হন এই সাংবাদিক-লেখিকা । বাইকে চড়ে আসা আততায়ীরা তাঁকে প্রায় সামনে থেকে গুলি করে । গৌরী লঙ্কেশের বাড়ির CCTV ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়েছিল । মুখ ঢাকতে এক আততায়ী হেলমেট পরে এসেছিল, দেখা গিয়েছিল CCTV ফুটেজে ।

বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ কট্টরপন্থী হিন্দুত্ববাদ বিরোধী হিসাবে পরিচিত ছিলেন। গৌরী লঙ্কেশের হত্যা সাংগঠনিক অপরাধ। কট্টরপন্থী হিন্দুত্ববাদী সনাতন সংস্থার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরাই খুন করেছে তাঁকে। এমনটাই জানিয়েছিল কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল SIT ৷

রাঁচি, 10 জানুয়ারি : সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত ঋষিকেশ দেবদিকরকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী দল ( SIT) ৷ ঝাড়খণ্ড জেলার কতরাস থেকে গ্রেপ্তার করা হয়েছে গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত এই ব্যক্তিকে ৷ বহুদিন ধরে সে পলাতক ছিল ৷ কারতাসের এক ব্যবসায়ীর পেট্রোল পাম্পে তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করছিল ঋষিকেশ, বদলে ফেলেছিল নাম ৷

গত দেড় বছর ধরে খোঁজ চলছে অভিযুক্তের ৷ ঋষিকেশ মহারাষ্ট্রের বাসিন্দা বলেই জানা গিয়েছে ৷

2017 সালের 5 সেপ্টেম্বর ৷ বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই খুন হন এই সাংবাদিক-লেখিকা । বাইকে চড়ে আসা আততায়ীরা তাঁকে প্রায় সামনে থেকে গুলি করে । গৌরী লঙ্কেশের বাড়ির CCTV ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়েছিল । মুখ ঢাকতে এক আততায়ী হেলমেট পরে এসেছিল, দেখা গিয়েছিল CCTV ফুটেজে ।

বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ কট্টরপন্থী হিন্দুত্ববাদ বিরোধী হিসাবে পরিচিত ছিলেন। গৌরী লঙ্কেশের হত্যা সাংগঠনিক অপরাধ। কট্টরপন্থী হিন্দুত্ববাদী সনাতন সংস্থার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরাই খুন করেছে তাঁকে। এমনটাই জানিয়েছিল কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল SIT ৷

Intro:स्लग -- पत्रकार गौरी लंकेश की हत्या का आरोपित ऋषिकेश देवडीकर को बेंगलुरु की एसआइटी ने छापेमारी कर गिरफ्तार की। गौरी लंकेश की हत्या 5 सितंबर 2017 को बेंगलुरु में कर दी गई थी।

एंकर -- कर्नाटक की एसआइटी टीम गुरुवार देर रात्रि को कतरास पहुंची। पुलिस ने कतरास के भगत मोहल्ले में छापेमारी कर राजेश उर्फ ऋषिकेश देवडीकर नामक युवक को हिरासत में लिया। पुलिस ने उसके कमरे की तलाशी ली। वहां सनातन धर्म की कई पुस्तक सहित सामान बरामद की। वह पिछले छह-सात माह से खेमका पेट्रोल पंप में केयर टेकर का काम कर रहा था और भगत मोहल्ला स्थित पंप मालिक के मकान में किराएदार के तौर पर रह रहा था। Body:आरोपित चार लोगों की हत्या के मामले में वांछित : टीम का नेतृत्व कर रहे इंस्पेक्टर पुनीत पत्रकारों से दूरी बनाए रहे।इंसपेक्टर ने कहा कि ऋषिकेश बेंगलुरु में हुई चार लोगों की हत्या मामले में वांछित है। पिछले डेढ़ साल से इसकी खोज हो रही थी। यह कानूनी कार्रवाई से बचने के लिए झारखंड चला आया था। उन्होंने कहा कि सामाजिक संस्था से जुड़े चार लोगों की हत्या का मामला है। हत्या में शामिल एक दर्जन से अधिक लोगों की गिरफ्तारी हो चुकी है। ऋषिकेश महाराष्ट्र का निवासी बताया जाता है, जो अलग-अलग नाम से पहचान छुपाकर रह रहा था, ताकि पकड़ मेंं नहीं आ सके।Conclusion:नो
Last Updated : Jan 10, 2020, 10:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.