ETV Bharat / bharat

লোকসভা ভোটে EVM ও VVPAT-এর খরচ 5 হাজার কোটি ! - Delhi

লোকসভা নির্বাচনে শুধুমাত্র VVPAT-এর পিছনে কত টাকা খরচ হয়েছে জানলে অবাক হবেন ।

EVM
author img

By

Published : Jul 7, 2019, 8:34 AM IST

দিল্লি, 7 জুলাই : লোকসভা নির্বাচনে সরকার মোট 9 হাজার কোটি টাকা খরচ করেছে । তবে এর মধ্যে শুধুমাত্র EVM ও VVPAT-এর পিছনে কত টাকা খরচ হয়েছে জানেন ? 9 হাজার কোটি টাকার প্রায় 60% খরচ হয়েছে EVM ও VVPAT-এর পিছনে ।

লোকসভা নির্বাচনে গত তিনটি আর্থিক বছরে প্রত্যক্ষ খরচ ছিল প্রায় 2019 কোটি টাকা । এর পরেই রয়েছে বৈদ্যুতিন ভোটযন্ত্রের পিছনে খরচ । অন্যান্য খাতে খরচ 1317 কোটি টাকা ।

2019-2020 বাজেটে সরকার হাজার কোটি টাকা ধার্য করেছে লোকসভা ভোটের খরচ মেটাতে । কিন্তু গত দু'বছরের ভোটের হিসেব ধরলে সব মিলিয়ে খরচ হয়েছে 8966 কোটি টাকা । এর মধ্যে গত দুই আর্থিক বছরে EVM-এর খরচ ছাড়াও ভোটার কার্ড ও অন্যান্য খরচও রয়েছে ।

2017-2018 সালে EVM ও VVPAT-এর পিছনে সরকারের খরচ ছিল 5400 কোটি টাকা । লোকসভা ভোটের মোট খরচের মূল খরচই হয়েছে VVPAT-এর সঙ্গে সংযুক্ত ছিল ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিটের জন্য ।

চলতি বছরের বাজেটে, আইনমন্ত্রক ভোট সংক্রান্ত খরচের পিছনে 1464 কোটি টাকা ধার্য করেছে। এর মধ্যে হাজার কোটি টাকা লোকসভা নির্বাচনের দায় খাতে খরচ ।

দিল্লি, 7 জুলাই : লোকসভা নির্বাচনে সরকার মোট 9 হাজার কোটি টাকা খরচ করেছে । তবে এর মধ্যে শুধুমাত্র EVM ও VVPAT-এর পিছনে কত টাকা খরচ হয়েছে জানেন ? 9 হাজার কোটি টাকার প্রায় 60% খরচ হয়েছে EVM ও VVPAT-এর পিছনে ।

লোকসভা নির্বাচনে গত তিনটি আর্থিক বছরে প্রত্যক্ষ খরচ ছিল প্রায় 2019 কোটি টাকা । এর পরেই রয়েছে বৈদ্যুতিন ভোটযন্ত্রের পিছনে খরচ । অন্যান্য খাতে খরচ 1317 কোটি টাকা ।

2019-2020 বাজেটে সরকার হাজার কোটি টাকা ধার্য করেছে লোকসভা ভোটের খরচ মেটাতে । কিন্তু গত দু'বছরের ভোটের হিসেব ধরলে সব মিলিয়ে খরচ হয়েছে 8966 কোটি টাকা । এর মধ্যে গত দুই আর্থিক বছরে EVM-এর খরচ ছাড়াও ভোটার কার্ড ও অন্যান্য খরচও রয়েছে ।

2017-2018 সালে EVM ও VVPAT-এর পিছনে সরকারের খরচ ছিল 5400 কোটি টাকা । লোকসভা ভোটের মোট খরচের মূল খরচই হয়েছে VVPAT-এর সঙ্গে সংযুক্ত ছিল ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিটের জন্য ।

চলতি বছরের বাজেটে, আইনমন্ত্রক ভোট সংক্রান্ত খরচের পিছনে 1464 কোটি টাকা ধার্য করেছে। এর মধ্যে হাজার কোটি টাকা লোকসভা নির্বাচনের দায় খাতে খরচ ।

Ambikapur (Chhattisgarh), July 06 (ANI): A car got washed away in water overflowing from a flooded drain earlier today. The incident took place at Kanya Parisar road in Chhattisgarh's Ambikapur. A man and his son present in the car were rescued by locals.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.