ETV Bharat / bharat

বিমানে উঠতে লাগবে আরোগ্য সেতু অ্যাপ ? - Ministry of Civil Aviation

বিমানে উঠতে হলে যাত্রী ও বিমানকর্মীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলক করতে চাইছে অসামরিক যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রক ।

Flight resumes
বিমান
author img

By

Published : May 12, 2020, 6:18 PM IST

Updated : May 12, 2020, 8:23 PM IST

দিল্লি, 12 মে : বিমান পরিষেবা চালু করার আগে সমস্ত বিমান বন্দর ও উড়ান সংস্থাগুলির থেকে প্রয়োজনীয় সতর্কতা সম্বন্ধে মতামত জানতে চাইল অসামরিক যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রক । এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে মন্ত্রকের তরফে । বিমান পরিষেবা চালু হওয়ার পর প্রথম দফায় 80 বছরের ঊর্ধ্বে কাউকে বিমানে উঠতে দেওয়া হবে কি না তা নিয়ে মতামত জানতে চেয়েছে অসামরিক যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রক ।

  • Ministry of Civil Aviation has issued SOP to all aviation stakeholders including airlines & airport operators before flight resumption. Passengers and staff showing any symptom, Aarogya Setu app not showing “green” are not to be allowed to enter the airport terminal building. https://t.co/Vb2bC3avo4

    — ANI (@ANI) May 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি কেন্দ্রের তরফেও কিছু মত দেওয়া হয়েছে । আপাতত কোনও কেবিন ব্যাগেজ় নেওয়া যাবে না বিমানে । শুধুমাত্র একটিই চেক ইন ব্যাগেজ় নেওয়া যাবে । ওজন হতে হবে 20 কেজির কম । এমনই আরও বেশ কিছু বিষয়ের দিকে নজর দিচ্ছে কেন্দ্র । তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

প্রথম দফায় বিমান পরিষেবা চালু হলে, বিমানের যাত্রী ও বিমানকর্মীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলক করতে চাইছে অসামরিক যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রক । আরোগ্য সেতু অ্যাপে সবুজ সংকেত মিললে তবেই তাঁকে টার্মিনালে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে অসামরিক যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রক ।

দিল্লি, 12 মে : বিমান পরিষেবা চালু করার আগে সমস্ত বিমান বন্দর ও উড়ান সংস্থাগুলির থেকে প্রয়োজনীয় সতর্কতা সম্বন্ধে মতামত জানতে চাইল অসামরিক যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রক । এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে মন্ত্রকের তরফে । বিমান পরিষেবা চালু হওয়ার পর প্রথম দফায় 80 বছরের ঊর্ধ্বে কাউকে বিমানে উঠতে দেওয়া হবে কি না তা নিয়ে মতামত জানতে চেয়েছে অসামরিক যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রক ।

  • Ministry of Civil Aviation has issued SOP to all aviation stakeholders including airlines & airport operators before flight resumption. Passengers and staff showing any symptom, Aarogya Setu app not showing “green” are not to be allowed to enter the airport terminal building. https://t.co/Vb2bC3avo4

    — ANI (@ANI) May 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি কেন্দ্রের তরফেও কিছু মত দেওয়া হয়েছে । আপাতত কোনও কেবিন ব্যাগেজ় নেওয়া যাবে না বিমানে । শুধুমাত্র একটিই চেক ইন ব্যাগেজ় নেওয়া যাবে । ওজন হতে হবে 20 কেজির কম । এমনই আরও বেশ কিছু বিষয়ের দিকে নজর দিচ্ছে কেন্দ্র । তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

প্রথম দফায় বিমান পরিষেবা চালু হলে, বিমানের যাত্রী ও বিমানকর্মীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলক করতে চাইছে অসামরিক যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রক । আরোগ্য সেতু অ্যাপে সবুজ সংকেত মিললে তবেই তাঁকে টার্মিনালে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে অসামরিক যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রক ।

Last Updated : May 12, 2020, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.