ETV Bharat / bharat

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, জলকামান পুলিশের - Amarinder Singh

2019-20 বর্ষে মে মাসে ইউনিট প্রতি 2.14 শতাংশ বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে পঞ্জাব বিদ্যুৎ বোর্ড। তার প্রতিবাদে আজ অমরিন্দর সিংয়ের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা।

ছবি
ছবি
author img

By

Published : Jan 10, 2020, 4:18 PM IST

Updated : Jan 10, 2020, 4:26 PM IST

চণ্ডীগড়, 10 জানুয়ারি : ইউনিট প্রতি বিদ্যুতের মাশুল 2.14 শতাংশ বৃদ্ধি করেছে পঞ্জাব বিদ্যুৎ বোর্ড । তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । শেষমেশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবহার করতে হয় ।

AAP নেতা ভগবন্ত মনের নেতৃত্বে এই মিছিল শুরু হয় । অমরিন্দর সিংয়ের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিল কর্মী সমর্থকদের । কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি আসতেই তাদের থামিয়ে দেওয় হয় । রাস্তাতেই ব্যারিকেড তৈরি করে পুলিশ । মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে পুলিশ মোতায়েন করা হয় ।

image
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান পুলিশের

এবার পঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড 8-14 শতাংশের মতো বৃদ্ধি চেয়েছিল। তা সত্ত্বেও 2019-20 বর্ষে মে মাসে ইউনিট প্রতি 2.14 শতাংশ মাশুল বৃদ্ধি করেছে পঞ্জাব বিদ্যুৎ বোর্ড ।

চণ্ডীগড়, 10 জানুয়ারি : ইউনিট প্রতি বিদ্যুতের মাশুল 2.14 শতাংশ বৃদ্ধি করেছে পঞ্জাব বিদ্যুৎ বোর্ড । তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । শেষমেশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবহার করতে হয় ।

AAP নেতা ভগবন্ত মনের নেতৃত্বে এই মিছিল শুরু হয় । অমরিন্দর সিংয়ের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিল কর্মী সমর্থকদের । কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি আসতেই তাদের থামিয়ে দেওয় হয় । রাস্তাতেই ব্যারিকেড তৈরি করে পুলিশ । মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে পুলিশ মোতায়েন করা হয় ।

image
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান পুলিশের

এবার পঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড 8-14 শতাংশের মতো বৃদ্ধি চেয়েছিল। তা সত্ত্বেও 2019-20 বর্ষে মে মাসে ইউনিট প্রতি 2.14 শতাংশ মাশুল বৃদ্ধি করেছে পঞ্জাব বিদ্যুৎ বোর্ড ।

Varanasi (Uttar Pradesh), Jan 10 (ANI): Congress general secretary for UP East Priyanka Gandhi arrived at Panchganga Ghat in Varanasi on Jan 10. The motive behind her visit is to meet students of Banaras Hindu University and members of civil society today. Priyanka offered prayers at a temple upon her visit.
Last Updated : Jan 10, 2020, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.