ETV Bharat / bharat

বাড়ি থেকে উদ্ধার অচৈতন্য মহিলা, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে হায়দরাবাদ পুলিশ - 2015 সালে ধর্ষণের সংখ্যা ছিল 3.2 লাখ

হায়দরাবাদে আবার এক মহিলাকে অচৈতন্য অবস্থায় তাঁর বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ ৷ পুলিশের অনুমান , যৌন হেনস্থার শিকার হতে পারেন তিনি ৷

photo
photo
author img

By

Published : Dec 1, 2019, 9:01 AM IST

হায়দরাবাদ , 1 ডিসেম্বর : এক মহিলাকে অচৈতন্য অবস্থায় তাঁর বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ ৷ গতকাল ঘটনাটি ঘটে হায়দরাবাদে ৷ পুলিশের অনুমান , তিনি যৌন হেনস্থার শিকার হতে পারেন৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দিন কয়েক আগেই শামশাবাদের একই এলাকা থেকে দুই যুবতির দেহ উদ্ধার ঘিরে চলছে প্রতিবাদ ৷ সেই রেশ কাটার আগে ফের একটি ঘটনা রাজ্যের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল ৷

পশু চিকিৎসকের গণধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে তেলাঙ্গানা ৷ একই সঙ্গে প্রতিবাদ শুরু হয়েছে অন্যান্য শহরেও ৷ দিল্লিতে গতকাল অপরাধীদের বিচার চেয়ে অনু দুবে নামে একজন যুবতি সংসদের সামনে একাই অবস্থান শুরু করেন ৷ পুলিশ এসে তাঁকে তুলে নিয়ে যায় ৷

গতকাল তেলাঙ্গানার একাধিক এলাকায় প্রতিবাদ মিছিল হয় ৷ অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে রাস্তায় নামেন বহু মানুষ ৷ চলে থানা ঘেরাও করে বিক্ষোভ ৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, 2015 সালে ধর্ষণের সংখ্যা ছিল 3.2 লাখ । 2016 সালে তা বেড়ে দাঁড়ায় 3.38 লাখে । 2017 সালে 3.59 লাখ । তবে এটা শুধু নথিভুক্ত হওয়া কেসের সংখ্যা । ধর্ষণ প্রতিরোধে দেশজুড়ে আরও সক্রিয় হচ্ছে পুলিশ প্রশাসন । গঠিত হচ্ছে একাধিক টিম, হেল্পলাইন । 2013 সালে তৈরি হয় নির্ভয়া আইন । কিন্তু কমছে না ধর্ষণের সংখ্যা । অন্তত রিপোর্ট সে রকমই বলছে ৷

হায়দরাবাদ , 1 ডিসেম্বর : এক মহিলাকে অচৈতন্য অবস্থায় তাঁর বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ ৷ গতকাল ঘটনাটি ঘটে হায়দরাবাদে ৷ পুলিশের অনুমান , তিনি যৌন হেনস্থার শিকার হতে পারেন৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দিন কয়েক আগেই শামশাবাদের একই এলাকা থেকে দুই যুবতির দেহ উদ্ধার ঘিরে চলছে প্রতিবাদ ৷ সেই রেশ কাটার আগে ফের একটি ঘটনা রাজ্যের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল ৷

পশু চিকিৎসকের গণধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে তেলাঙ্গানা ৷ একই সঙ্গে প্রতিবাদ শুরু হয়েছে অন্যান্য শহরেও ৷ দিল্লিতে গতকাল অপরাধীদের বিচার চেয়ে অনু দুবে নামে একজন যুবতি সংসদের সামনে একাই অবস্থান শুরু করেন ৷ পুলিশ এসে তাঁকে তুলে নিয়ে যায় ৷

গতকাল তেলাঙ্গানার একাধিক এলাকায় প্রতিবাদ মিছিল হয় ৷ অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে রাস্তায় নামেন বহু মানুষ ৷ চলে থানা ঘেরাও করে বিক্ষোভ ৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, 2015 সালে ধর্ষণের সংখ্যা ছিল 3.2 লাখ । 2016 সালে তা বেড়ে দাঁড়ায় 3.38 লাখে । 2017 সালে 3.59 লাখ । তবে এটা শুধু নথিভুক্ত হওয়া কেসের সংখ্যা । ধর্ষণ প্রতিরোধে দেশজুড়ে আরও সক্রিয় হচ্ছে পুলিশ প্রশাসন । গঠিত হচ্ছে একাধিক টিম, হেল্পলাইন । 2013 সালে তৈরি হয় নির্ভয়া আইন । কিন্তু কমছে না ধর্ষণের সংখ্যা । অন্তত রিপোর্ট সে রকমই বলছে ৷

Tiruvallur (Tamil Nadu), Dec 01 (ANI): BJP working president JP Nadda on Saturday said that the Indian culture is incomplete without that of Tamil Nadu, which is full of "depth" and has given direction to the entire country as well."India feels proud to see the rich Tamil culture, which is full of depth and has given direction not only to Tamil Nadu but to the entire country. The Indian culture is incomplete without Tamil culture. Tamil is one of the most ancient language humanity has ever seen," said Nadda, while addressing a gathering in Tiruvallur.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.