ETV Bharat / bharat

উদয়পুরে যুবতিকে গণধর্ষণ, আটক 3 - সন্দেহজনক 3জনকে আটক

উদয়পুরে এক যুবতিকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ প্রাথমিক জেরার পর 3 জনকে আটক করেছে পুলিশ ৷

gang rape in udaipur
উদয়পুরে এক মহিলাকে গণধর্ষণ
author img

By

Published : Mar 3, 2020, 8:03 AM IST

উদয়পুর, 3 মার্চ: রাজস্থানের উদয়পুরে এক যুবতিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করা হল ৷ 4 জন তাঁর উপর শারীরিক অত্যাচার করেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ 3 জনকে আটক করেছে পুলিশ ৷

উদয়পুরের ওই যুবতি তাঁর বন্ধুর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময়ই একটি গাড়ি এসে দাঁড়ায়, ওই যুবতি ও তাঁর বন্ধুকে জোর করে তুলে নিয়ে যায় 4 জন ৷ গাড়িতেই ওই যুবতিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ৷

পুলিশে অভিযোগ জানানোর পর সন্দেহজনক 3 জনকে আটক করেছে পুলিশ ৷ উদয়পুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ‘‘ওই যুবতির বয়ান নেওয়া হয়েছে ৷ প্রাথমিক জেরার পর 3 জনকে আটক করা হয়েছে ৷ ’’

2012 সালের ডিসেম্বরে দিল্লিতেও ঘটেছিল এমনই ৷ বন্ধুর সঙ্গে ফিরছিলেন নির্ভয়া ৷ গণধর্ষণ করে খুন করা হয় তাঁকে ৷ 7 বছর পেরিয়ে গিয়েছে ৷ নির্ভয়া মামলার দোষীদের শাস্তি এখনও হয়নি, পরিস্থিতির বদল হয়নি উন্নাওয়ের ঘটনার পরেও ৷ উদয়পুরের ঘটনায় অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷ মামলার দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে ৷

উদয়পুর, 3 মার্চ: রাজস্থানের উদয়পুরে এক যুবতিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করা হল ৷ 4 জন তাঁর উপর শারীরিক অত্যাচার করেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ 3 জনকে আটক করেছে পুলিশ ৷

উদয়পুরের ওই যুবতি তাঁর বন্ধুর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময়ই একটি গাড়ি এসে দাঁড়ায়, ওই যুবতি ও তাঁর বন্ধুকে জোর করে তুলে নিয়ে যায় 4 জন ৷ গাড়িতেই ওই যুবতিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ৷

পুলিশে অভিযোগ জানানোর পর সন্দেহজনক 3 জনকে আটক করেছে পুলিশ ৷ উদয়পুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ‘‘ওই যুবতির বয়ান নেওয়া হয়েছে ৷ প্রাথমিক জেরার পর 3 জনকে আটক করা হয়েছে ৷ ’’

2012 সালের ডিসেম্বরে দিল্লিতেও ঘটেছিল এমনই ৷ বন্ধুর সঙ্গে ফিরছিলেন নির্ভয়া ৷ গণধর্ষণ করে খুন করা হয় তাঁকে ৷ 7 বছর পেরিয়ে গিয়েছে ৷ নির্ভয়া মামলার দোষীদের শাস্তি এখনও হয়নি, পরিস্থিতির বদল হয়নি উন্নাওয়ের ঘটনার পরেও ৷ উদয়পুরের ঘটনায় অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷ মামলার দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.