ETV Bharat / bharat

ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকাকে গর্ভপাতের অনুমতি আদালতের - গর্ভপাতের অনুমতি পেল ধর্ষণের শিকার ছ’মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা

সংবিধানের 21তম ধারার অধীনে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রটি ধরে ধর্ষণের শিকার নাবালিকার বাবা আবেদন জানান ৷ তার ভিত্তিতে কেরালার হাই কোর্ট ওই নাবালিকার গর্ভপাতের অনুমতি দেয় ৷

allowed to have an abortion by Kerala High Court
গর্ভপাতের অনুমতি পেল ধর্ষণের শিকার ছ’মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা
author img

By

Published : Apr 6, 2020, 4:02 PM IST

কোচি (কেরালা), 6এপ্রিল : ধর্ষিতা নাবালিকার বয়স 14 ৷ তারপর আবার ছ’মাসের অন্তঃসত্ত্বা ৷ এই বয়সে প্রসব করা ওই নাবালিকার পক্ষে ঝুঁকিপুর্ণ ৷ তাই ওই নাবালিকার পরিবার গর্ভপাতের আবেদন জানালে কেরালা হাই কোর্ট অনুমতি দেয় ৷

এ কে জয়শঙ্করন ও শাজি পি চালির ডিভিশন বেঞ্চ জানান, পুরো বিষয়টি ভিডিয়ো কনফারেন্সে শোনার পর অনুমতি দেওয়া খুবই কঠিন এবং হতাশাজনক ছিল ৷ সংবিধানের 21তম ধারার অধীনে ব্যক্তি স্বাধীনতার অন্তর্গত ক্ষেত্রটি ধরে অধিকার চেয়ে নাবালিকার বাবা আবেদন জানান ৷ তার ভিত্তিতে কেরালার হাই কোর্ট ওই নাবালিকার গর্ভপাতের অনুমতি দেয় ৷

এক মেডিকেল বোর্ড আদালতকে জানায় ছ’মাসের অন্তঃসত্ত্বা নাবালিকার পক্ষে গর্ভধারণ শারীরিক ও মানসিক দিক থেকে অত্যন্ত ঝুঁকিপুর্ণ ৷ তাতে উচ্চ রক্তচাপ, রক্তাল্পতাসহ গর্ভকালীন জটিল সমস্যায় পড়তে পারে ৷ বোর্ড আরও জানান, ওই নাবালিকা মানসিকভাবে অস্থির এবং পরিণত মানসিকতার নয় ৷

আবেদন অনুযায়ী পাঁচ মাসের বেশি ওই নাবালিকা নিখোঁজ ছিল ৷ আদালত তাকে খোঁজার জন্যে সমন জারি করে ৷ পরে, ম্যাঙ্গালোরে 28 বছরের এক বিবাহিত ব্যক্তির সঙ্গে ওই নাবালিকাকে পাওয়া যায় ৷ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং POCSO ধারায় মামলা দায়ের করা হয় ৷

কোচি (কেরালা), 6এপ্রিল : ধর্ষিতা নাবালিকার বয়স 14 ৷ তারপর আবার ছ’মাসের অন্তঃসত্ত্বা ৷ এই বয়সে প্রসব করা ওই নাবালিকার পক্ষে ঝুঁকিপুর্ণ ৷ তাই ওই নাবালিকার পরিবার গর্ভপাতের আবেদন জানালে কেরালা হাই কোর্ট অনুমতি দেয় ৷

এ কে জয়শঙ্করন ও শাজি পি চালির ডিভিশন বেঞ্চ জানান, পুরো বিষয়টি ভিডিয়ো কনফারেন্সে শোনার পর অনুমতি দেওয়া খুবই কঠিন এবং হতাশাজনক ছিল ৷ সংবিধানের 21তম ধারার অধীনে ব্যক্তি স্বাধীনতার অন্তর্গত ক্ষেত্রটি ধরে অধিকার চেয়ে নাবালিকার বাবা আবেদন জানান ৷ তার ভিত্তিতে কেরালার হাই কোর্ট ওই নাবালিকার গর্ভপাতের অনুমতি দেয় ৷

এক মেডিকেল বোর্ড আদালতকে জানায় ছ’মাসের অন্তঃসত্ত্বা নাবালিকার পক্ষে গর্ভধারণ শারীরিক ও মানসিক দিক থেকে অত্যন্ত ঝুঁকিপুর্ণ ৷ তাতে উচ্চ রক্তচাপ, রক্তাল্পতাসহ গর্ভকালীন জটিল সমস্যায় পড়তে পারে ৷ বোর্ড আরও জানান, ওই নাবালিকা মানসিকভাবে অস্থির এবং পরিণত মানসিকতার নয় ৷

আবেদন অনুযায়ী পাঁচ মাসের বেশি ওই নাবালিকা নিখোঁজ ছিল ৷ আদালত তাকে খোঁজার জন্যে সমন জারি করে ৷ পরে, ম্যাঙ্গালোরে 28 বছরের এক বিবাহিত ব্যক্তির সঙ্গে ওই নাবালিকাকে পাওয়া যায় ৷ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং POCSO ধারায় মামলা দায়ের করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.