ETV Bharat / bharat

এক বছরে জরিমানা দেড় কোটি! রেকর্ড সেন্ট্রাল রেলকর্মীর - 1.5 crore fine

সেন্ট্রাল রেলওয়ের টিকিট পরীক্ষক এস বি গালান্ডে । 2019 সালে 22 হাজার 680 জনকে টিকিট না কেটে ট্রেনে ওঠায় জরিমানা করেন । জরিমানা হিসেবে দেড় কোটি টাকা আদায় করেন তিনি । এই তালিকায় আরও তিন জনের নাম রয়েছে । তাঁরাও গত বছরে এক কোটি টাকা করে রাজস্ব আদায় করেন ।

রেলকর্মী
রেলকর্মী
author img

By

Published : Jan 25, 2020, 12:00 AM IST

মুম্বই, 24 জানুয়ারি : টিকিট না কেটে ট্রেনে উঠে ঘুরে বেড়ানো । টিকিট পরীক্ষকের চোখে ধুলো দিয়ে মাত্র একটা বা দু'টো স্টেশন যাচ্ছেন? খপ্পরে পড়লেই কিন্তু মোটা টাকা খসবে । কত? 100, 200 বা 500 । আর এই জরিমানার টাকা দিয়েই কিন্তু একরকম রেকর্ড গড়তে পারেন টিকিট পরীক্ষকরা ।

সেন্ট্রাল রেলওয়ের টিকিট পরীক্ষক এস বি গালান্ডে । 2019 সালে 22 হাজার 680 জনকে টিকিট না কেটে ট্রেনে ওঠায় জরিমানা করেন । জরিমানা হিসেবে দেড় কোটি টাকা আদায় করেন তিনি । এখনও পর্যন্ত সেন্ট্রাল রেলের এই কর্মী রাজস্ব আদায়ে গত বছরে রেকর্ড করেছেন । শুধু তিনিই নয়, এই তালিকায় আরও তিন জনের নাম রয়েছে । তাঁরাও গত বছরে এক কোটি টাকা করে রাজস্ব আদায় করেন ।

টিকিট কেটে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন দুইয়ের থেকেই এই চারজন জরিমানা আদায় করেছেন । এম এম শিন্ডে, গালান্ডে ও ডি কুমার দূরপাল্লার ও রবি কুমার শুধুমাত্র মুম্বইয়ে লোকাল ট্রেন থেকে কোটি টাকা জরিমানা আদায় করেছেন ।

সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র শিবাজী সুতার জানান, এই চারজনকে তাঁদের কাজের জন্য আর্থিক পুরস্কার দিয়ে সম্মান জানানো হবে ।

2019 সালে বিনা টিকিটে ট্রেনে ওঠার জন্য সেন্ট্রাল রেলওয়ে 37.64 টা কেস থেকে 192.51 কোটি টাকা জরিমানা তোলে । 2018 সালে 34.09 লাখ কেস থেকে 168.30 কোটি টাকা । এই অঙ্কটা শুধু এই দু'বছরের নয়, প্রায় প্রতি বছরই এমন জরিমানার একাধিক কেস আসে । এবং প্রতি বছর এই কেসের পরিমাণ বাড়ছে বলে জানান, সেন্ট্রাল রেলের এক আধিকারিক ।

মুম্বই, 24 জানুয়ারি : টিকিট না কেটে ট্রেনে উঠে ঘুরে বেড়ানো । টিকিট পরীক্ষকের চোখে ধুলো দিয়ে মাত্র একটা বা দু'টো স্টেশন যাচ্ছেন? খপ্পরে পড়লেই কিন্তু মোটা টাকা খসবে । কত? 100, 200 বা 500 । আর এই জরিমানার টাকা দিয়েই কিন্তু একরকম রেকর্ড গড়তে পারেন টিকিট পরীক্ষকরা ।

সেন্ট্রাল রেলওয়ের টিকিট পরীক্ষক এস বি গালান্ডে । 2019 সালে 22 হাজার 680 জনকে টিকিট না কেটে ট্রেনে ওঠায় জরিমানা করেন । জরিমানা হিসেবে দেড় কোটি টাকা আদায় করেন তিনি । এখনও পর্যন্ত সেন্ট্রাল রেলের এই কর্মী রাজস্ব আদায়ে গত বছরে রেকর্ড করেছেন । শুধু তিনিই নয়, এই তালিকায় আরও তিন জনের নাম রয়েছে । তাঁরাও গত বছরে এক কোটি টাকা করে রাজস্ব আদায় করেন ।

টিকিট কেটে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন দুইয়ের থেকেই এই চারজন জরিমানা আদায় করেছেন । এম এম শিন্ডে, গালান্ডে ও ডি কুমার দূরপাল্লার ও রবি কুমার শুধুমাত্র মুম্বইয়ে লোকাল ট্রেন থেকে কোটি টাকা জরিমানা আদায় করেছেন ।

সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র শিবাজী সুতার জানান, এই চারজনকে তাঁদের কাজের জন্য আর্থিক পুরস্কার দিয়ে সম্মান জানানো হবে ।

2019 সালে বিনা টিকিটে ট্রেনে ওঠার জন্য সেন্ট্রাল রেলওয়ে 37.64 টা কেস থেকে 192.51 কোটি টাকা জরিমানা তোলে । 2018 সালে 34.09 লাখ কেস থেকে 168.30 কোটি টাকা । এই অঙ্কটা শুধু এই দু'বছরের নয়, প্রায় প্রতি বছরই এমন জরিমানার একাধিক কেস আসে । এবং প্রতি বছর এই কেসের পরিমাণ বাড়ছে বলে জানান, সেন্ট্রাল রেলের এক আধিকারিক ।

Mumbai, Jan 24 (ANI): Sanjay Raut, Shiv Sena leader alleged that Home Ministry is habituated to do phone tapping and keep an eye on their opponents. "Phone tapping is done in politics these days. I don't take it very seriously. Home Ministry is habituated to do phone tapping and keep an eye on their opponents. But in spite of them indulging in phone tapping, we formed the government in Maharashtra," said Sanjay Raut.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.