ETV Bharat / bharat

কাশ্মীরে নিহতদের ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

মঙ্গলবার কাশ্মীরের কুলগামে জঙ্গি হানায় মৃত্যু হয় মুর্শিদাবাদের 5 শ্রমিকের৷ প্রধানমন্ত্রীকে ত্রাণ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করার অনুরোধ করেছেন বহরমপুরের সাংসদ ৷

অধীর
author img

By

Published : Oct 30, 2019, 8:04 PM IST

দিল্লি, 30 অক্টোবর : কাশ্মীরে নিহতদের ক্ষতিপূরণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন অধীর চৌধুরি ৷ পাশাপাশি, উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাবও দেন কংগ্রেস সাংসদ ৷ আজই এই মর্মে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দেন বহরমপুরের সাংসদ ৷

প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি অধীর চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও জানান ৷

Adhir
অধীর চৌধুরির চিঠি

গতকালই দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গীদের হামলায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের 5 শ্রমিকের ৷ আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন ৷ ওই শ্রমিকদের মৃত্যুর পরই আজ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরি ৷

দিল্লি, 30 অক্টোবর : কাশ্মীরে নিহতদের ক্ষতিপূরণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন অধীর চৌধুরি ৷ পাশাপাশি, উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাবও দেন কংগ্রেস সাংসদ ৷ আজই এই মর্মে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দেন বহরমপুরের সাংসদ ৷

প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি অধীর চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও জানান ৷

Adhir
অধীর চৌধুরির চিঠি

গতকালই দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গীদের হামলায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের 5 শ্রমিকের ৷ আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন ৷ ওই শ্রমিকদের মৃত্যুর পরই আজ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরি ৷

Shivamogga (Karnataka), Oct 30 (ANI): Locals gathered in Karnataka's Shivamogga to witness 'Hori Habba', a popular bull-catching event. 'Hori Habba' is held during the harvest season. In this rural sport bulls are made to run through crowd. Bulls that reach the post without being caught are declared as the winners.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.