ETV Bharat / bharat

মোবাইল-মুক্তির আলো দেখাচ্ছে অমৃতসরের হাসপাতাল - Punjab shows the light to relieve from Mobile addiction

মোবাইল আসক্তি কাটাতে অভিনব উদ্যোগ অমৃতসরের একটি হাসপাতালে । ছোটোদের মোবাইল আসক্তি থেকে মুক্তি দিতে কাজ করছেন জে পাল ।

ফোটো সৌজন্যে : ANI
author img

By

Published : Jul 12, 2019, 10:40 AM IST

পঞ্জাব, 12 জুলাই : ছোট্ট মেয়েটার চোখ দুটো দেখে চমকে উঠেছিলেন চিকিৎসক । দিনের অনেকটা সময় মোবাইলে চোখ রাখার ফলে দেখা দিয়েছিল একাধিক উপসর্গ । শুধু ছোট্ট তাথৈ নয়, ব্যস্ত বাবা-মায়েরা অনেকেই সন্তানের হাতে তুলে দেন মোবাইল । আর তা থেকেই দেখা দিচ্ছে হাজারো সমস্যা । মোবাইল আসক্তি কাটাতে অভিনব উদ্যোগ অমৃতসরের একটি হাসপাতালে । যার পোশাকি নাম মোবাইল ফোন ডি-অ্যাডিকশন সেন্টার ।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে তৈরি করেছে মোবাইল- ইন্টারনেট ডি-অ্যাডিকশন ইউনিট । সেখানে আপাতত ছোটোদের মোবাইল আসক্তি থেকে মুক্তি দিতে কাজ করছেন জে পাল । তিনি বলেন, "আজকাল প্রায় সবাই মোবাইল বা ইন্টারনেটের প্রতি আসক্ত । এতে ছোটদের আচরণে মারাত্মক প্রভাব পড়ছে ।'' কেন এমন উদ্যোগ ? জে পল জানাচ্ছেন, বাবা-মায়েরা সন্তানদের নিয়ে কাছে আসতেন । একাধিক সমস্যা দেখা দিত । সেই থেকেই থেকেই এমন একটি কেন্দ্র তৈরির চিন্তা । চিকিৎসকের দাবি, ইতিমধ্যেই বেশ ভালো সারা মিলেছে ।

পঞ্জাব, 12 জুলাই : ছোট্ট মেয়েটার চোখ দুটো দেখে চমকে উঠেছিলেন চিকিৎসক । দিনের অনেকটা সময় মোবাইলে চোখ রাখার ফলে দেখা দিয়েছিল একাধিক উপসর্গ । শুধু ছোট্ট তাথৈ নয়, ব্যস্ত বাবা-মায়েরা অনেকেই সন্তানের হাতে তুলে দেন মোবাইল । আর তা থেকেই দেখা দিচ্ছে হাজারো সমস্যা । মোবাইল আসক্তি কাটাতে অভিনব উদ্যোগ অমৃতসরের একটি হাসপাতালে । যার পোশাকি নাম মোবাইল ফোন ডি-অ্যাডিকশন সেন্টার ।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে তৈরি করেছে মোবাইল- ইন্টারনেট ডি-অ্যাডিকশন ইউনিট । সেখানে আপাতত ছোটোদের মোবাইল আসক্তি থেকে মুক্তি দিতে কাজ করছেন জে পাল । তিনি বলেন, "আজকাল প্রায় সবাই মোবাইল বা ইন্টারনেটের প্রতি আসক্ত । এতে ছোটদের আচরণে মারাত্মক প্রভাব পড়ছে ।'' কেন এমন উদ্যোগ ? জে পল জানাচ্ছেন, বাবা-মায়েরা সন্তানদের নিয়ে কাছে আসতেন । একাধিক সমস্যা দেখা দিত । সেই থেকেই থেকেই এমন একটি কেন্দ্র তৈরির চিন্তা । চিকিৎসকের দাবি, ইতিমধ্যেই বেশ ভালো সারা মিলেছে ।

New Delhi, July 12 (ANI): While speaking to ANI on Parliament functioning till midnight, Minister of State (MoS) Railways Suresh Angadi said, "Indian Railways is like a family that takes everyone together and satisfies everyone, all members gave good suggestions. Railways have changed since Prime Minister Narendra Modi came, what Atal Bihari Vajpayee ji did for roads, Modi ji is doing for railways."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.