পঞ্জাব, 12 জুলাই : ছোট্ট মেয়েটার চোখ দুটো দেখে চমকে উঠেছিলেন চিকিৎসক । দিনের অনেকটা সময় মোবাইলে চোখ রাখার ফলে দেখা দিয়েছিল একাধিক উপসর্গ । শুধু ছোট্ট তাথৈ নয়, ব্যস্ত বাবা-মায়েরা অনেকেই সন্তানের হাতে তুলে দেন মোবাইল । আর তা থেকেই দেখা দিচ্ছে হাজারো সমস্যা । মোবাইল আসক্তি কাটাতে অভিনব উদ্যোগ অমৃতসরের একটি হাসপাতালে । যার পোশাকি নাম মোবাইল ফোন ডি-অ্যাডিকশন সেন্টার ।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে তৈরি করেছে মোবাইল- ইন্টারনেট ডি-অ্যাডিকশন ইউনিট । সেখানে আপাতত ছোটোদের মোবাইল আসক্তি থেকে মুক্তি দিতে কাজ করছেন জে পাল । তিনি বলেন, "আজকাল প্রায় সবাই মোবাইল বা ইন্টারনেটের প্রতি আসক্ত । এতে ছোটদের আচরণে মারাত্মক প্রভাব পড়ছে ।'' কেন এমন উদ্যোগ ? জে পল জানাচ্ছেন, বাবা-মায়েরা সন্তানদের নিয়ে কাছে আসতেন । একাধিক সমস্যা দেখা দিত । সেই থেকেই থেকেই এমন একটি কেন্দ্র তৈরির চিন্তা । চিকিৎসকের দাবি, ইতিমধ্যেই বেশ ভালো সারা মিলেছে ।