ETV Bharat / bharat

জামশেদপুর থেকে গ্রেপ্তার দাউদের সহযোগী - ঝাড়খণ্ড

এটিএস সূত্রে জানা গিয়েছে, আবদুল ঝাড়খণ্ডে গত কয়েক বছর ধরে লুকিয়ে ছিল। সে গত 24 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে 106টি পিস্তল, 750টি কার্তুজ, চার কিলোগ্রাম বিস্ফোরক বিক্রি করার অভিযোগ রয়েছে।

a-gujarat-ats-team-on-saturday-arrested-dawoods-aide-abdul-majeed-kutty-from-jamshedpur-jharkhand
জামশেদপুর থেকে দাউদের সহযোগীকে গ্রেপ্তার করল গুজরাট এটিএস
author img

By

Published : Dec 27, 2020, 5:33 PM IST

জামশেদপুর, 27 ডিসেম্বর: দাউদ ইব্রাহিমের সহযোগী আবদুল মজিদ কুট্টিকে গ্রেপ্তার করল গুজরাতের এটিএস। তাকে জামশেদপুর থেকে গ্রেপ্তার করা হয়। 1997 সালের প্রজাতন্ত্র দিবসে গুজরাত ও মহারাষ্ট্রে বিস্ফোরণের ছক কষেছিল দাউদ ইব্রাহিম । সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে আবদুল মজিদের বিরুদ্ধে।

এটিএস সূত্রে জানা গিয়েছে, আবদুল ঝাড়খণ্ডে গত কয়েক বছর ধরে লুকিয়ে ছিল। সে গত 24 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে 106টি পিস্তল, 750টি কার্তুজ, চার কিলোগ্রাম বিস্ফোরক বিক্রি করার অভিযোগ রয়েছে।

1993 সালের মুম্বইয়ে (তৎকালীন বম্বে) যে ধারাবাহিক বিস্ফোরণ হয়, তাতে দাউদ ছিল মূল ষড়যন্ত্রকারী। ওই ধারাবাহিক বিস্ফোরণে 257 জনের মৃত্যু হয়েছিল। কয়েকশো মানুষ আহত হয় । দাউদ তার পর থেকে পলাতক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার আগেই জানিয়ে দিয়েছেন, দাউদ ইব্রাহিম যে পাকিস্তানে লুকিয়ে রয়েছে সেটা এখন আর গোপন নয়। পাকিস্তানকে ভারত বারবার বলেছে যে দাউদকে প্রত্যার্পণ করার জন্য।

আরও পড়ুন: রাজৌরিতে বিস্ফোরকসহ গ্রেপ্তার একাধিক জঙ্গি

এদিকে মহারাষ্ট্রে দাউদের সাতটি সম্পত্তি স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস অ্যাক্ট অনুযায়ী 10 নভেম্বর বাজেয়াপ্ত করা হয়।

জামশেদপুর, 27 ডিসেম্বর: দাউদ ইব্রাহিমের সহযোগী আবদুল মজিদ কুট্টিকে গ্রেপ্তার করল গুজরাতের এটিএস। তাকে জামশেদপুর থেকে গ্রেপ্তার করা হয়। 1997 সালের প্রজাতন্ত্র দিবসে গুজরাত ও মহারাষ্ট্রে বিস্ফোরণের ছক কষেছিল দাউদ ইব্রাহিম । সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে আবদুল মজিদের বিরুদ্ধে।

এটিএস সূত্রে জানা গিয়েছে, আবদুল ঝাড়খণ্ডে গত কয়েক বছর ধরে লুকিয়ে ছিল। সে গত 24 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে 106টি পিস্তল, 750টি কার্তুজ, চার কিলোগ্রাম বিস্ফোরক বিক্রি করার অভিযোগ রয়েছে।

1993 সালের মুম্বইয়ে (তৎকালীন বম্বে) যে ধারাবাহিক বিস্ফোরণ হয়, তাতে দাউদ ছিল মূল ষড়যন্ত্রকারী। ওই ধারাবাহিক বিস্ফোরণে 257 জনের মৃত্যু হয়েছিল। কয়েকশো মানুষ আহত হয় । দাউদ তার পর থেকে পলাতক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার আগেই জানিয়ে দিয়েছেন, দাউদ ইব্রাহিম যে পাকিস্তানে লুকিয়ে রয়েছে সেটা এখন আর গোপন নয়। পাকিস্তানকে ভারত বারবার বলেছে যে দাউদকে প্রত্যার্পণ করার জন্য।

আরও পড়ুন: রাজৌরিতে বিস্ফোরকসহ গ্রেপ্তার একাধিক জঙ্গি

এদিকে মহারাষ্ট্রে দাউদের সাতটি সম্পত্তি স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস অ্যাক্ট অনুযায়ী 10 নভেম্বর বাজেয়াপ্ত করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.