ETV Bharat / bharat

ভারতীয় রাজনীতির অসাধারণ অধ্যায়ের অবসান : প্রধানমন্ত্রী

সুষমা স্বরাজের মৃত্যুর পর টুইটে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লেখেন, ভারতীয় রাজনীতির একটা অসাধারণ অধ্যায় শেষ হল ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 7, 2019, 12:07 AM IST

Updated : Aug 7, 2019, 3:18 AM IST

দিল্লি, 6 অগাস্ট : ভারতীয় রাজনীতির একটা অসাধারণ অধ্যায় শেষ হল ৷ সুষমা স্বরাজের মৃত্যুর পর টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, সুষমাজি কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন ৷ আদর্শ ও BJP-র স্বার্থের সঙ্গে কখনও আপস করেননি ৷


প্রধানমন্ত্রী আরও লেখেন, "গত পাঁচ বছরে বিদেশমন্ত্রী হিসেবে তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তা কোনওভাবেই ভুলতে পারব না ৷ শরীর ভালো না থাকলেও দায়িত্ব সহকারে তাঁর কাজ করে গিয়েছেন ৷"

  • A glorious chapter in Indian politics comes to an end. India grieves the demise of a remarkable leader who devoted her life to public service and bettering lives of the poor. Sushma Swaraj Ji was one of her kind, who was a source of inspiration for crores of people.

    — Narendra Modi (@narendramodi) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুষমা স্বরাজের প্রয়াণে শোকাহত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷ লেখেন, দেশ একজন প্রিয় নেত্রীকে হারাল ৷ দেশের মানুষের সেবার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন ৷

উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু লেখেন, "সারা দেশ ও ব্যক্তিগতভাবে আমার অপূরণীয় ক্ষতি ৷ দুর্দান্ত প্রশাসক, সাংসদ ও মনে রাখার মতো বক্তা ছিলেন ৷ তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

  • Extremely shocked to hear of the passing of Smt Sushma Swaraj. The country has lost a much loved leader who epitomised dignity, courage & integrity in public life. Ever willing to help others, she will always be remembered for her service to the people of India #PresidentKovind

    — President of India (@rashtrapatibhvn) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "সুষমা স্বরাজজির হঠাৎ প্রয়াণে গভীরভাবে ব্যথিত ৷ 1990 সাল থেকে তাঁকে চিনি ৷ মতাদর্শ আলাদা হলেও আমরা সংসদে অনেক ভালো সময় কাটিয়েছি ৷ একজন দুর্দান্ত রাজনীতিবিদ ও ভালো মানুষ ছিলেন ৷ মিস করব ৷"

  • Deeply saddened, shocked at the sudden passing away of Sushma Swaraj Ji.I knew her since the 1990s.Even though our ideologies differed, we shared many cordial times in Parliament. An outstanding politician, leader, good human being.Will miss her.Condolences to her family/admirers

    — Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেন রাহুল গান্ধিও ৷ লেখেন, "সুষমা স্বরাজজির প্রয়াণে আমি শোকাহত ৷ তিনি একজন অনন্য রাজনীতিবিদ, ভালো বক্তা ছিলেন ৷"

  • I’m shocked to hear about the demise of Sushma Swaraj Ji, an extraordinary political leader, a gifted orator & an exceptional Parliamentarian, with friendships across party lines.

    My condolences to her family in this hour of grief.

    May her soul rest in peace.

    Om Shanti 🙏

    — Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 6 অগাস্ট : ভারতীয় রাজনীতির একটা অসাধারণ অধ্যায় শেষ হল ৷ সুষমা স্বরাজের মৃত্যুর পর টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, সুষমাজি কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন ৷ আদর্শ ও BJP-র স্বার্থের সঙ্গে কখনও আপস করেননি ৷


প্রধানমন্ত্রী আরও লেখেন, "গত পাঁচ বছরে বিদেশমন্ত্রী হিসেবে তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তা কোনওভাবেই ভুলতে পারব না ৷ শরীর ভালো না থাকলেও দায়িত্ব সহকারে তাঁর কাজ করে গিয়েছেন ৷"

  • A glorious chapter in Indian politics comes to an end. India grieves the demise of a remarkable leader who devoted her life to public service and bettering lives of the poor. Sushma Swaraj Ji was one of her kind, who was a source of inspiration for crores of people.

    — Narendra Modi (@narendramodi) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুষমা স্বরাজের প্রয়াণে শোকাহত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷ লেখেন, দেশ একজন প্রিয় নেত্রীকে হারাল ৷ দেশের মানুষের সেবার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন ৷

উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু লেখেন, "সারা দেশ ও ব্যক্তিগতভাবে আমার অপূরণীয় ক্ষতি ৷ দুর্দান্ত প্রশাসক, সাংসদ ও মনে রাখার মতো বক্তা ছিলেন ৷ তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

  • Extremely shocked to hear of the passing of Smt Sushma Swaraj. The country has lost a much loved leader who epitomised dignity, courage & integrity in public life. Ever willing to help others, she will always be remembered for her service to the people of India #PresidentKovind

    — President of India (@rashtrapatibhvn) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "সুষমা স্বরাজজির হঠাৎ প্রয়াণে গভীরভাবে ব্যথিত ৷ 1990 সাল থেকে তাঁকে চিনি ৷ মতাদর্শ আলাদা হলেও আমরা সংসদে অনেক ভালো সময় কাটিয়েছি ৷ একজন দুর্দান্ত রাজনীতিবিদ ও ভালো মানুষ ছিলেন ৷ মিস করব ৷"

  • Deeply saddened, shocked at the sudden passing away of Sushma Swaraj Ji.I knew her since the 1990s.Even though our ideologies differed, we shared many cordial times in Parliament. An outstanding politician, leader, good human being.Will miss her.Condolences to her family/admirers

    — Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেন রাহুল গান্ধিও ৷ লেখেন, "সুষমা স্বরাজজির প্রয়াণে আমি শোকাহত ৷ তিনি একজন অনন্য রাজনীতিবিদ, ভালো বক্তা ছিলেন ৷"

  • I’m shocked to hear about the demise of Sushma Swaraj Ji, an extraordinary political leader, a gifted orator & an exceptional Parliamentarian, with friendships across party lines.

    My condolences to her family in this hour of grief.

    May her soul rest in peace.

    Om Shanti 🙏

    — Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Mumbai, Aug 06 (ANI): An Auto-rickshaw driver rushed his auto on railway platform to pick pregnant woman suffering from labour pain without thinking twice. Incident took place at Virar Railway Station. Auto-rickshaw driver rushed the lady to hospital. RPF didn't arrest him immediately as woman was in extreme pain. He was later warned. Driver was later arrested and released with a warning by court.

Last Updated : Aug 7, 2019, 3:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.