ETV Bharat / bharat

পিঁয়াজের কৃপায় রাতারাতি 60 হাজারের মালিক মহারাষ্ট্রের কৃষক - Maharashtra'

সোলাপুরের শিবানন্দ ফুলারি 3 কুইন্ট্যাল পিঁয়াজ বেচে আয় করলেন 60 হাজার টাকা ।

3 quintal onion sold on 60 thousand rupees
মহারাষ্ট্রের কৃষক
author img

By

Published : Dec 6, 2019, 1:32 AM IST

সোলাপুর (মহারাষ্ট্র), 6 ডিসেম্বর : শিবানন্দ ফুলারি । পিঁয়াজ যেন রাতারাতি তাঁর ভাগ্য বদলে দিয়েছে । 3 কুইন্ট্যাল পিঁয়াজ বেচে 60 হাজার টাকা ঘরে তুললেন সোলাপুরের আক্কেল কোর্টের এই কৃষক ।

চাষবাস করেই সংসার চালান । কখনও ফসলের দাম পড়ে, কখনও লাভেরও মুখ দেখেন । কিন্তু দেশজুড়ে হঠাৎ করে পিঁয়াজের মূল্যবৃদ্ধি যখন চিন্তার ভাঁজ ফেলেছে আমজনতার কপালে, তখন খানিক হলেও স্বস্তি দিয়েছে শিবানন্দকে । সাধারণত মহারাষ্ট্রের সোলাপুর মার্কেট কমিটিতে পিঁয়াজের বাজার দর থাকে প্রতি কুইন্টাল 5 থেকে 6 হাজার টাকা । সেখানেই 20 হাজার প্রতি কুইন্টাল বিক্রি করে 60 হাজার আয় করেন শিবানন্দ ।

3 quintal onion sold on 60 thousand rupees
60 হাজার টাকা আয় কৃষকের

পিঁয়াজের দাম ক্রম বর্ধমান । কয়েকদিন আগে 100 ছাড়িয়েছিল । এবার 200 ছুঁই ছুঁই । এই নিয়ে ক্রেতা-বিক্রেতাদের একাংশ সরকারের উদাসীনতাকেই দুষছেন । গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকও করেছেন বলেও শোনা যায় । কিন্তু এই আকাশ ছোঁয়া দাম থামবে কোথায়? তা এখনও অজানা । আপাতত অল্পেতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের ।

সোলাপুর (মহারাষ্ট্র), 6 ডিসেম্বর : শিবানন্দ ফুলারি । পিঁয়াজ যেন রাতারাতি তাঁর ভাগ্য বদলে দিয়েছে । 3 কুইন্ট্যাল পিঁয়াজ বেচে 60 হাজার টাকা ঘরে তুললেন সোলাপুরের আক্কেল কোর্টের এই কৃষক ।

চাষবাস করেই সংসার চালান । কখনও ফসলের দাম পড়ে, কখনও লাভেরও মুখ দেখেন । কিন্তু দেশজুড়ে হঠাৎ করে পিঁয়াজের মূল্যবৃদ্ধি যখন চিন্তার ভাঁজ ফেলেছে আমজনতার কপালে, তখন খানিক হলেও স্বস্তি দিয়েছে শিবানন্দকে । সাধারণত মহারাষ্ট্রের সোলাপুর মার্কেট কমিটিতে পিঁয়াজের বাজার দর থাকে প্রতি কুইন্টাল 5 থেকে 6 হাজার টাকা । সেখানেই 20 হাজার প্রতি কুইন্টাল বিক্রি করে 60 হাজার আয় করেন শিবানন্দ ।

3 quintal onion sold on 60 thousand rupees
60 হাজার টাকা আয় কৃষকের

পিঁয়াজের দাম ক্রম বর্ধমান । কয়েকদিন আগে 100 ছাড়িয়েছিল । এবার 200 ছুঁই ছুঁই । এই নিয়ে ক্রেতা-বিক্রেতাদের একাংশ সরকারের উদাসীনতাকেই দুষছেন । গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকও করেছেন বলেও শোনা যায় । কিন্তু এই আকাশ ছোঁয়া দাম থামবে কোথায়? তা এখনও অজানা । আপাতত অল্পেতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের ।

Intro:सोलापूरात कांद्याला देशातील विक्रमी दर,
प्रतिक्विंटल 20 हजार रुपये उच्चांकी दर
सोलापूर-
सोलापूर कृषी उत्पन्न बाजार समितीमध्ये कांद्याला देशातील सर्वाधिक दर मिळाला आहे. अक्कलकोट तालुक्यातील शेतकऱ्याच्या कांद्याला प्रतिक्विंटल वीस हजार रुपये एवढा उच्चांकी दर मिळाला आहे. आज झालेले लिलाव मध्ये हा दर मिळालाय . इतिहासामध्ये वीस हजार रुपये प्रति क्‍विंटल दराने कांदा विकण्याची देशातील ही पहिलीच घटना आहे.


Body:अक्कलकोट तालुक्यातील गौडगाव येथील तरुण शेतकरी शिवानंद फुलारी यांनी त्यांचा तीन क्विंटल कांदा आज सोलापूर कृषी उत्पन्न बाजार समितीमध्ये विक्रीसाठी आणला होता फुलारी यांच्या कांद्याला प्रतिक्विंटल वीस हजार रुपये एवढा उच्चांकी दर मिळाला आहे मागील चार ते पाच दिवसापासून सोलापूर कृषी उत्पन्न बाजार समितीमध्ये कांद्याचे दर हे वाढलेले आहेत.
वीस हजार रुपये प्रति क्‍विंटल दर हा फक्त तीन क्विंटल कांद्याला मिळाला असला तरीही सर्वसाधारण दर हा पाच ते सहा हजार रुपये प्रति क्विंटल एवढाच आहे.
आज सोलापूर कृषी उत्पन्न बाजार समितीमध्ये 250 कांद्याची आवक झाली आहे अवकाळी पावसाने शेतातील कांदा नाचून गेला असल्यामुळे सध्या जो कांदा आहे त्या कांद्याला चांगला दर मिळताना दिसत आहे.


Conclusion:बाईट शिवानंद फुलारी आणि आवडते
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.