সোলাপুর (মহারাষ্ট্র), 6 ডিসেম্বর : শিবানন্দ ফুলারি । পিঁয়াজ যেন রাতারাতি তাঁর ভাগ্য বদলে দিয়েছে । 3 কুইন্ট্যাল পিঁয়াজ বেচে 60 হাজার টাকা ঘরে তুললেন সোলাপুরের আক্কেল কোর্টের এই কৃষক ।
চাষবাস করেই সংসার চালান । কখনও ফসলের দাম পড়ে, কখনও লাভেরও মুখ দেখেন । কিন্তু দেশজুড়ে হঠাৎ করে পিঁয়াজের মূল্যবৃদ্ধি যখন চিন্তার ভাঁজ ফেলেছে আমজনতার কপালে, তখন খানিক হলেও স্বস্তি দিয়েছে শিবানন্দকে । সাধারণত মহারাষ্ট্রের সোলাপুর মার্কেট কমিটিতে পিঁয়াজের বাজার দর থাকে প্রতি কুইন্টাল 5 থেকে 6 হাজার টাকা । সেখানেই 20 হাজার প্রতি কুইন্টাল বিক্রি করে 60 হাজার আয় করেন শিবানন্দ ।
পিঁয়াজের দাম ক্রম বর্ধমান । কয়েকদিন আগে 100 ছাড়িয়েছিল । এবার 200 ছুঁই ছুঁই । এই নিয়ে ক্রেতা-বিক্রেতাদের একাংশ সরকারের উদাসীনতাকেই দুষছেন । গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকও করেছেন বলেও শোনা যায় । কিন্তু এই আকাশ ছোঁয়া দাম থামবে কোথায়? তা এখনও অজানা । আপাতত অল্পেতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের ।